নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম খুঁজে পাইনি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৩৮




একটু থামুন, দুই মিনিটের গল্প
এক নিশ্বাসে শেষ!

ছবিটি দেখুন, মন দিয়ে-
এরপর দশ মিনিট ...
কি করবেন?
দলমতের উর্ধ্বে উঠে, ভাবুন, প্রয়োজনে ছবিটি বারবার দেখুন।

এরপর নিজের বিবেকের কাছে তিনটি প্রশ্ন করুন।
এক, আসলে কি নিম্নবিত্ত, মধ্যবিত্তরা ভাল আছে?
দুই, ভাল থাকার জন্য দুমুঠো ভাত নাকি ভুতুড়ে খরচের সড়ক দরকার?
তিন, খাদ্য মৌলিক অধিকার সবার, এটা কি নিশ্চিত হয়েছে?

এখন যদি আপনার উত্তর হয়, এই ছবিটি মিথ্যা
প্রশ্নগুলো অবান্তর!
ধরে নিবো, আপনি আর মানুষ নেই, অমানুষের গোত্রের।

যদি নিরব থাকেন
তবে বুঝবো, এখনো হৃদয়ের কোথাও মানুষ শব্দের অস্তিত্ব অবশিষ্ট আছে।

দু'চোখের জল যদি বেয়ে পড়ে
তাহলে সালাম, প্রণাম
আপনি আছেন বলেই পৃথিবী এখনো টিকে আছে
আপনি আছেন বলেই বিপ্লবী শব্দটি এখনো উত্তপ্ত হয়।

৯ই ফেব্রুয়ারি'২০২২
কাঁচপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪৭

সোনাগাজী বলেছেন:



এটি কিসের ছবি?
৬ষ্ট শ্রেণীতে প্যারাগ্রাফ লিখতে শিখায়েছিলো স্কুলে?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৫৮

শাহিন-৯৯ বলেছেন:

গাজীসাব ছবিটি কিসের এইটুকু জানতে হলে আগে দেশের বর্তমান বাজার অবস্থা জানতে হবে।

সারাদিন পরীমনির ছবি দেখলে, এই ছবি চোখে পড়ার কথা নয়।

ফিরে আসার জন্য ধন্যবাদ।

আর আমি স্বাক্ষর শিক্ষিত মানুষ, ৬ষ্ট শ্রেনীতে পড়ার সুযোগ পেলাম কোথায়?

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:২৭

সোনাগাজী বলেছেন:



রাজনীতি করতে হলে, সবকিছুকে সুন্দরভাবে উপস্হাপন করতে হয়, যাতে মানুষ বুঝতে পারেন।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৫৪

জগতারন বলেছেন:
সোনাগাজী -এর মতো আমাকেও বলতে হচ্ছে ইহা কিসে কচু আর ঘেচুর ছবি ?
আমি এখনও বুঝতে পারি নি !

রাজনীতি করতে হলে, সবকিছুকে সুন্দরভাবে উপস্হাপন করতে হয়, যাতে মানুষ বুঝতে পারেন।
সহমত !

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৫৭

সোহানী বলেছেন: মধ্যবিত্তের কষ্ট বোঝার মতো মানসিকতা অনেকেরই থাকে না। বা বলা যায় ওই পর্যন্ত ভাবনা পৈাছাতেই পারে না।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৪৭

কবিতা ক্থ্য বলেছেন: আইনের প্রয়োগ, চোরের হস্ত কর্তন আইন চালু করলে পিছনে তাকাতে হবেনা।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সব কিছুর মূল্য উর্ধ্বগতি। মধ্যবিত্ত নিম্নবিত্তদের জীবন যাপন করা কষ্টকর :(

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
দলাদলির কিছু নেই দলমতের উর্ধ্বে ওঠারো দরকার নেই।
মানুষ কাজ হারিয়ে দারিদ্র্য পতিত হলে কেউ কিছু করবে না। হাসিনা সরকার কিছু করবে না। আপনাদের ম্যাডাম আসলেও করবে না আমি আপনিও কেউ কিছু করব না।
বাইডেন সরকারও নিজ দেশে কিছু করে না। খোদ আল্লাহও কিছু করতে পারে না। মক্কা-মদিনাতেও দারিদ্র ছিল। খলিফা হারুন অর রশিদের স্বর্ণযুগেও মানুষ ক্ষুধায় কষ্ট পেত।

বাংলাদেশে সরকারি হিসেবে দারিদ্র্য ৬০ ভাগ থেকে কমে ২০ ভাগ হয়েছে। বাস্তবে আরো বেশি হবে। তারমানে লাখ লাখ লোক এখনো ক্ষুধায় কষ্ট পায়।
ধন্যবাদ।


৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: দশ টাকা দিয়ে বোতল না কিনে অনেকে পলিথিনে তেল কিনতে প্রায়ই দেখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.