নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
আজকের প্রথম আলোর অনলাইনে প্রকাশিত।
বাংলাদেশ তিনটি প্রকৃতিক অমূল্য সম্পদ পেয়েছে, এক, সুন্দরবন, দুই, কক্সবাজার, তিন, প্রবালদ্বীপ সেন্ট-মার্টিন।
কক্সবাজার ইতিমধ্যেই প্রায় নষ্ট করে ফেলেছি আমরা অপরিকল্পিত হোটেল মোটেল তৈরি করে। সুন্দরবনে যাওয়া আসা সহজতর নয় বলে সেখানে পর্যটকের ভিড় তুলনামূলক কম তবে চোরা কারবারি প্রতিনিয়ত বড় বড় সুন্দরী গাছ কেটে নিয়ে যাচ্ছে বন বিভাগের সাথে আতাত করে আর দেশের একমাত্র প্রবাল দ্বীপ অতিরিক্ত পর্যটক গমন আর যততত্র হোটেল কটেজ তৈরি ফলে এখন প্রায় মৃত!!
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকা হচ্ছে সেন্ট-মার্টিন, এর নীল জলরাশি ভ্রমণ পিপাসুদের বারবার ডাকে তাছাড়া সেন্ট-মার্টিন যাওয়া আসার পথটি পর্যটকদের মনে আলাদা একটি আনন্দ তৈরি করে।
সরকারের অবহেলার সুযোগে মাফিয়া গোষ্টি পুরো দ্বীপ গিলে ফেলার উপক্রম করেছে। খুব দ্রুত যদি এদিকে নজর না দেয় দায়িত্বশীলরা তাহলে হয়তো আমরা হারিয়ে ফেলবো স্রষ্টার এক অপূর্ব দান।
কিভাবে দিনে দিনে ধংস হচ্ছে সেন্ট-মার্টিন তা নিচের লিংক গুলো পড়লে বুঝবেন, যা প্রথম আলোয় প্রকাশিত হয়েছে।
সেন্ট মার্টিনকে মেরে ফেলা হচ্ছে
সেন্ট মার্টিনের সৈকতেও এখন যানজট
প্রথম আলোয় কিছু ভিডিও প্রতিবেদন করেছে, চাইলে আজকের অনলাইন দেখতে পারেন।
১৬ ই মার্চ, ২০২৩ রাত ৮:০৬
শাহিন-৯৯ বলেছেন:
দাদা মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ।
দাদা, আমি মোট দুই বার গিয়েছি সেখানে, শেষবার গিয়েছে বছর তিনেক আগে, আমাদের দেশের জনসংখ্যার তুলনায় পর্যটন এলাকা খুবই কম এই জন্য জনপ্রিয় এলাকাগুলো একটু বেশি ভিড় হয় আর এটা স্বাভাবিক কিন্তু তাই বলে পুরো দ্বীপ মেরে ফেলার মানে হয়?
যখন এটা নিযে একটু লেখালেখি করে সাংবাদিকরা তখন কর্তা বাবুরা দুই একটি সেমিনার করে কিছু আশা বাণী শুনাই তারপর আবার আগের মত চলে দখলবাজী।
কয়েক বছর আগে সরকার এ রকম একটি উদ্যোগ নিয়েছিল তা নিয়ে লিখেছিলাম এখানে তারপর আলোর মুখ দেখেনি সেই পরিকল্পনা।
সেন্টমার্টিন নিয়ে সরকারের পরিকল্পনা যেন সঠিক হয়, এই প্রার্থনা।
২| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ৮:০৬
নতুন বলেছেন: এই রকমের প্রাকৃতিক দ্বীপকে সাজালে পর্যটন ক্ষাতে ভালো আয়ের ব্যবস্থা করা সম্ভব।
বিদেশে কৃত্তিম ভাবে দ্বীপ বানিয়ে তারা ব্যবসা করছে।
* পুরো দ্বীপের একটা মাস্টার প্লান দরকার।
* দ্বীপে মটর চালিত গাড়ী চলবেনা।
* ভালো মানের হোটেল, এবং নিদৃস্টসংখক রুম তৌরির অনুমুতি। রাতে তার চেয়ে বেশি মানুষ থাকবেনা।
* স্থানীয়দের ব্যবসা এবং কাজের সুযোগের ব্যবস্থা
* মানুষের নিরাপ্ত্তার ব্যবস্থা। এটা একটা পাইলট প্রজেক্ট হিসেবে নিতে হবে যাতে অন্য এলাকার স্থানীয়রাও বোঝে পর্যটকদের নিরাপত্তা এবং আপ্পায়ন করলে ভালো আয় সম্ভব।
এটা কঠিন কিছু না। খুবই সম্বব বিশ্বের অনেক দেশেই এমন দ্বীপে চমতকার পর্যটন ব্যস্থার বাস্তব উদাহরন আছে।
১৬ ই মার্চ, ২০২৩ রাত ৮:১৩
শাহিন-৯৯ বলেছেন:
আপনি খুবই চমৎকার বলেছেন।
খুব বড় ধরনের পরিকল্পনা দরকার নেই বিদ্যামান আইনেই নাকি আছে এখানে জমি ক্রয়-বিক্রয় করা যাবে না তবুও প্রশাসনের সামনে চলছে সবই!!
আপনি যে পরিকল্পনা কথাগুলো বলছেন এগুলো দুই থেকে তিন ভিতরেই শতভাগ করা সম্ভব। আপনার দ্বিতীয় ও চতুর্থ নাম্বার বিষয়গুলি দুই এক বছরের ভিতরে বাস্তবায়ন না করা গেলে সেন্ট-মার্টিন হারিয়ে ফেলবে তার জীব-বৈচিত্র্য।
চমৎকার মূল্যবান মন্তব্যটির আমার আন্তরিক ধন্যবাদ।
৩| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ৮:১০
পদাতিক চৌধুরি বলেছেন: শাহিন ভাই আপনার উত্তর খুব ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১৬ ই মার্চ, ২০২৩ রাত ৮:১৪
শাহিন-৯৯ বলেছেন:
আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
৪| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ৮:২২
নতুন বলেছেন: আপনি দুবাইতে পাম দ্বীপে বেড়াতে গিয়েছিলেন?
আমি ব্যক্তি জীবনে হসপিটালিট ইন্ড্রাস্টিতেই কাজ করছি। যেই পয়েন্ট গুলি উল্লেখ করেছি অবস্যই বাস্তবায়ন সম্ভব।
হসপিটালিট ইন্ড্রাস্টিতে অভিঙ্গ কারুর পরামর্শে এই কাজ খুবই সহজেই করা সম্ভব।
১৬ ই মার্চ, ২০২৩ রাত ৮:৩৯
শাহিন-৯৯ বলেছেন:
আমি বিশ্বাস করি আমাদের দেশে অভিজ্ঞ লোক প্রচুর, আছে সৎ মানুষ শুধু উচ্চ মহলের দাপটে বা তাদের অবহেলায় হারিয়ে যাচ্ছে আমাদের দেশের অনেক কিছু।
কোভিটের সময় জাদিদ ভাইয়ের সাথে আপনার করা ফেসবুক লাইভ আমি দেখেছিলাম আপনাকেও প্রশ্নও করেছিলাম আপনি উত্তরও দিয়ে ছিলেন, সেখান আপনার কর্মস্থল সর্ম্পকে ধারণা ছিল।
ভাল থাকুন, সুস্থ থাকুন
শুভ কামনা নিরন্তর।
৫| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ৮:৩৭
এম ডি মুসা বলেছেন: কিছু বলার নাই যা হবে যা করবে দেখে যাবে বাঙালি
১৬ ই মার্চ, ২০২৩ রাত ৮:৪২
শাহিন-৯৯ বলেছেন:
কিন্তু যারা এগুলো দখল করে হোটেল করছে বা অনন্য ব্যবসা করছে তাদের মাথায় কি ঢুকছে না এটা আমাদের সম্পদ!! নতুন প্রজন্মের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে যদি শেষ করে ফেলি এই সম্পদগুলো!
মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৬| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ৮:৫২
আহমেদ জী এস বলেছেন: শাহিন-৯৯,
যে দেশে দীর্ঘদিন ধরে সরকারী সংস্থার লোকজনকে খুশি করে লুটপাট-অনিয়ম-দখল চালানোর সংস্কৃতি গড়ে উঠেছে, সে দেশে আপনি ভালো কিছুর আশা করবেন না!
সর্বক্ষেত্রে দেশের যতো অনিয়ম তা দূর করতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এরকম সদিচ্ছা কখনই কারো হবেনা কারন সদিচ্ছা যারা করবেন তারা সবাই সুবিধাভোগী। সুবিধা ছাড়তে চাইবেন না কেউ-ই!
দুঃখের সাথেই বলি --- সেন্ট-মার্টিন দ্বীপটিকে এভাবেই মরতে দিন, কিছুতেই আগলে লাখতে পারবেন না।
১৬ ই মার্চ, ২০২৩ রাত ৯:১৮
শাহিন-৯৯ বলেছেন:
সর্বক্ষেত্রে দেশের যতো অনিয়ম তা দূর করতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এরকম সদিচ্ছা কখনই কারো হবেনা কারন সদিচ্ছা যারা করবেন তারা সবাই সুবিধাভোগী। সুবিধা ছাড়তে চাইবেন না কেউ-ই!
বড় ভাই এই একটি সমস্যা পুরো জাতিকে ধীরে ধীরে দূর্নীতি মহাসাগরে ভাসিয়ে দিচ্ছে, একদিন হয়তো এমন সময় আসবে কেউ ভাল কাজ করলে সবাই তার দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকবে।
দুঃখের সাথেই বলি --- সেন্ট-মার্টিন দ্বীপটিকে এভাবেই মরতে দিন, কিছুতেই আগলে লাখতে পারবেন না।
একজন ভ্রমণপ্রিয় মানুষ হিসাবে এটা হয়তো কখনো মন থেকে চাইবো না কিন্তু আমার ক্ষমতা শুন্য তাই হয়তো টিকিয়ে রাখতে কোন অবদান রাখতে পারবো না তবুও মন থেকে চাইবো কর্তা বাবুদের মন যেন একটু সদয় হয়।
ভাল থাকুন, সুস্থ থাকুন
শুভ কামনা নিরন্তর
৭| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ৯:১০
শূন্য সারমর্ম বলেছেন:
বুঝেছি, দেশের মার্টিনে আর যাওয়া হচ্ছে না। ক্যারীবিয়ান মার্টিনে যাবার প্লান করতে হবে।
১৬ ই মার্চ, ২০২৩ রাত ৯:২২
শাহিন-৯৯ বলেছেন:
আপনার হয়তো অঢেল টাকা আছে ইচ্ছে করলে পুরো দুনিয়া ঘুরে দেখতে পারবেন কিন্তু আমার মত অনেকে আছে যাদের সামর্থ্য খুবই কম, বছর শেষে একবার যাওয়ার সুযোগ হয়তো হয় দেশের আনাচে কানাচে তাদের কাছে এই প্রবাল দ্বীব অনেক কিছু।
আপনার প্লান সফলতা পাক এই প্রার্থনা রহিল।
৮| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ৯:৪৬
অধীতি বলেছেন: আমাদের হুশ আর বেহুশে কিছু আসে যায়না।কর্তাবাবুদের ইচ্ছেই আমাদের ইচ্ছে।
৯| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: বাঙ্গালীরা যেখানে বেড়াতে যায়, সেখানে গজব অবস্থার সৃষ্টি হয়।
১০| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪০
সোনাগাজী বলেছেন:
জেনারেল জিয়ার ১৯ পয়েন্টে এসব বিষয় নেই? আপনাকে কেন কষ্ট করতে হচ্ছে?
১১| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:১৬
শেরজা তপন বলেছেন: হুমায়ুন আহমেদ ভুল করেছিলেন। সেন্টমার্টিনকে ভালবেসে এই দ্বীপের মোহে পড়ে ঘর বাড়ি বানিয়ে অতি আকর্ষনীয় এমন কিছু লিখলেন যে, বাঙ্গালীরা সেন্টমার্টিন দেখার জনয় পংপালের মত ঝাঁপিয়ে পড়ল। এরপরে করলেন সিনেমা। উনি দ্বীপটার বেশী প্রশংসা করে বেশ ক্ষতি করে গেছেন।
১২| ১৭ ই মার্চ, ২০২৩ সকাল ১১:২৩
জ্যাকেল বলেছেন: হুমায়ুন আহমেদ স্যারের ব্যাপারটা ভিন্ন আঙিকে দেখা উচিত। উনার ভুল ছিল উনি অযোগ্য জনসাধারণ গেয়ান না করেই নিজের ভেতরের কথা কলমে তুলে ফেলেছিলেন। যাইহউক, সরকার এইখানে নিজের দ্বায়িত্ব পালন করতে পারত। তারা সেইটা না করে লুটপাটে ব্যস্ত ছিল/আছে।
১৩| ১৭ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪৬
নতুন বলেছেন: এখনও সময় আছে, পরিকল্পনা করে পরিবেশ এবং স্থানীয় জনগনের জন্য ক্ষতি না করে ১ বছরের মধ্যেই সেন্টমার্টিনকে আর্কষনীয় পর্যটন কেন্দ্রে পরিনত করা সম্ভব।
দরকার শুধুই সরকারের কর্তাব্যক্তিদের সদইচ্ছা।
১৪| ১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কোথাও ভ্রমনে গেলে আনন্দটাইয়া মাটি হয়ে যায়।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: তাহলে তো বিষয়টি খুবই উদ্বেগের।