![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না
এখন মধ্যরাত ষ্টেশনের অদুরে ধাবমান শেষ মালগাড়ীটার আওয়াজ দ্রুত মিইয়ে যাচ্ছে..............................সারারাত জ্বলে থাকা বাতিগুলোর আলো ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে ।
বাতিওয়ালা সারারাত জ্বলে থাকা বাতিগুলো নিভিয়ে দিতে ব্যস্ত .....
হঠাৎ নারী কন্ঠের ক্রন্দন ভেসে এলো মৃদু বাতিওয়ালার কানে...
আস্তে আস্তে খুজতে থাকে ..এবং খুজে পাওয়া যায়
..প্লাটফর্মের উত্তর প্রান্তের জীর্ণ ভাঙ্গা দালান ঘরে
অর্ধনঙ্গ অবস্থায় এক অভিজাত নারী মুখঢেকে কাপা কাপা কন্ঠে কেদেঁই চলেছে ......
ঘটনায় প্রকাশঃ
সারারাত ধরে স্থানীয় রাজাকাররা এক পাক আর্মীর হাতে যুবতিটাকে উপঢৌকন দিয়েছিল ...........ফূর্তিকরার জন্যে । এবং এই নির্যাতিতা সকাল সাতটার মেইল ট্রেনে ঝাপ দিয়ে....আত্মাহুতি দিয়েছিল । বিনিময়ে বাংলাদেশ পেয়েছিল স্বাধীনতা.। দেশ ৪২ বছর পরে তাকে বিরঙ্গনা উপাধি দিয়েছিল কী না ...দেশ আসলেই স্বাধীনতা পেয়েছিল কি না........সেই মহিলার মতন হাজার হাজার নারী-পুরুশ জীবন দিয়ে......আমরা কোন বাংলাদেশ পেলাম???????????? যেখানে সহজেই পাকিস্থান পন্থী হয়ে ও মন্ত্রী হওয়া যায়.....পতাকা.....পাওয়া যায়.....সত্যি সেলুকাস কী বিচিত্র এই বাঙলাদেশ.......................
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
শাহীন ভূইঁয়া বলেছেন: I got same experience from their .....I I dint get this then I will be under sleep by Sibir..... at that time I read a novel Lalsalu after finished this book and I saw lots of Majid criss crossed all over the Bangladesh...thanks very much commented here.
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২
খুব সাধারন একজন বলেছেন: ওদের কানে এই কথা যাবে না।
ওদের কানে একাত্তরে যায়নি।
মানুষকে এইভাবে পশু করা যায়? এইভাবে? হাজার শুকরিয়া, ছেলেবেলায় কোন জামাতির কবলে আটকে যাইনি। পড়েছিলাম। সরাসরি কথা শুরুই হয়েছিল তিনটা মিথ্যা দিয়ে-
১. শিবির কিন্তু জামাতের কেউ না।
২. বাসায় জিগ্যেস করলে বলো নামাজ শিখতে গিয়েছিলাম, মসজিদে বড়ভাইরা নামাজ শিখাচ্ছিল।
৩. বাসায় গিয়ে বলো, পাড়ার ভাইয়ারা ক্লাসে কীভাবে ফার্স্ট হওয়া যায় তা শিখাচ্ছে।
নয় দশ বছর বয়স তো কম না। স্পষ্ট দেখতে পেলাম, যাদের শুরু মিথ্যা দিয়ে, তাদের সবই মিথ্যা।
কিন্তু এই ছেলেগুলোর জন্য কষ্ট হয়।