| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না
শাহবাগ চত্বর থেকে: ‘আমি কাদের মোল্লার, আমার ফাঁসি চাই।’ কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত মহাসমাবেশে শুক্রবার শাহবাগ পুলিশবক্সের সামনে একজনকে কাদের মোল্লা সাজানো হয়। কাফনের কাপড় পড়ানো কাদের মোল্লার গলায় ঝোলানো কাগজে লেখা ‘আমি কাদের মোল্লা, আমার ফাঁসি চাই।’
শাহবাগে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ টয়লেটের ওপরে পাঁচ তরুণ মিলে অভিনব এ আয়োজন করেন। তাদের পাশে এ সময় এক তরুণী ফাঁসির দড়ি হাতে স্লোগান দেন। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই।
এ সময় তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে স্লোগান দেন, পুলিশ বক্সের সামনে বসা অন্যান্য অংশগ্রহণকারীরা। পাশাপাশি তারা স্লোগান দিচ্ছেন ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর।’
পুলিশ বক্সের আশে পাশে এমন আরো নানা প্রতীকি মূর্তি ও কুশপুত্তলিকা তৈরি করে কাদের মোল্লার ফাঁসির দাবি করা হচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
ইফতেখার ভূইয়া বলেছেন: হাহাহা এটাকেই বলে "ক্রিয়েটিভিটি"
এই লিখাটাও সময় করে পড়ুন : আন্দোলনের শুরুটা এখান থেকেই হোক ধন্যবাদ।