নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে..........মুখ খুলুন রাজাকারদের ফাসীর ব্যপারে আপনার অভিপ্রায়

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

মাননীয় প্রধান মন্ত্রী,



আপনি জানেন .....বেশকয়েকদিন ধরে শাহবাগ স্কয়ারে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি । উদ্দেশ্য একটাই ......কাদের মোল্লাসহ সহ সব রাজাকারদের ফাসী চাই । আমরা প্রায় সবাই আপনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের সমবয়সী । আপনার মনে আছে ৭৫ এর কালোরাতে আপনাদের পুরো পরিবারটিকে ওরা ক্ষতম করতে চেয়েছিল । কিন্তু সৌভাগ্যবশত আপনি সহ আরো অনেকে বেঁচে যান ।মুক্তিযুদ্ধের বিরোধী কুচক্রীমহলের ষড়যন্ত্র এখনো বাংলাদেশে শেষ হয়ে যায় নি, ২১ শে আগষট থেকে তা আপনি ভালোভাবে বুঝবেন । ২০০৮ সালে আমরা সব তরুণ ভোটগুলো আপনাকে দিয়েছিলাম ,আপনার নির্বাচনী ম্যান্ডেট না জেনে । শুধু জেনেছিলাম আপনারা সরকার গঠন করলে সব জাতীয় হত্যাকান্ডের বিচার আপনি অবশ্যই করবেন । ইতিমধ্যে অনেক আশা আমাদের পূরন করেছেন । আজ আমরা চাল -ডাল নিত্যপ্রয়োজনীয় জিনিষ-দ্রব্যের দাম কমানোর জন্য শাহবাগে জড়ো হইনি , আমারা ডিজেল-পেট্রলের দাম কমানোর জন্য দাবি নিয়ে আসিনি ।



আজ যদি আপনার ছোট ভাই রাসেল আপনাকে জিঞ্জেস করতেন ...হাসু আপা....একজন মানুষকে খুন করলে ফাসী হয়ে যায় কিন্তু ৩০০/৪০০ মানুষ খুন করলে সাথে ধর্ষন করলে যাবজ্জিবন হয় কী করে? ওখানেও কি দূর্নীতি হয়? কী জবাব দিতেন তা আমরা জানি না ।

কিন্তু শাহবাগ সহ সারা বাংলাদেশের জেগে ওঠা মানুষদের আপনি কি বলবেন ......একজন সরকার প্রধান হয়ে? সারাদেশে আমরা কোন ভাঙচুর করছিনা , কোন সন্ত্রাস করছিনা , পুলিশকে ধরে বেধড়ক পেটাচ্ছি না । আপনি ভালোভাবেই জানেন এই আন্দোলোনের জোয়ার বাংলাদেশ ছেড়ে পৃথিবীর সবপ্রান্তে ছড়িয়ে পড়ছে । আমরা সাধারন বাঙালী খুব অবাক হলাম সেদিন হঠাত পুলিশ বনাম জামাত শিবির ভাই ভাই শ্লোগান শুনে । কোথাও শিবিরকর্মীদের ফুলের তোড়া দেওয়ার ও নজির আছে । এবং হঠাতকরে জামাত শিবিরের তান্ডব থেমে গেল অবাক হইনি । সাধারণ বাঙালী আন্দাজ করতে পেরেছিল কিছু একটা ঘটছে । কাদের মোল্লার ফাসী রায় হয়ে গেল যাবজ্জীবন । যে শাস্থি পরবর্তী অন্যকোন সরকার সহজে জামিন পেয়ে যাবে অথবা মামলা খারিজ হয়েও যেতে পারে ।



আপনি ভালোভাবে বুঝতে পারছেন যে এই রায় যদি কার্যকরী হয় তাহলে সারাজীবনের জন্য এই আন্দোলনরত তরুণসংগ্রামীগণ আপনার থেকে চিরদিন মুখ ফিরিয়ে নেবে । তখন এই স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রীরা

দেশটাকে কোথায় নিয়ে যাবে ? তা আশাকরি আপনার বোধগম্য ।



অত্রএব , আমরা যারা তরুণ, যুবা, পৌড়া জুবু থুবু মুক্তিযোদ্ধারা , যে রিকসাওয়ালারা শাহবাগে যাওয়ার জন্য যাত্রীর নিকট ভাড়া গ্রহণে লজ্জা পাচ্ছে ............রাজনিতিক স্বার্থ ত্যাগ করে .তাদের কিছু একটা বলুন , প্রয়োজনে জাতীর উদ্দেশে কিছু বলুন ......নতুবা দেশ শুধু ফুসে উঠতেই থাকবেই ..........লিবিয়ার.বেনগাজী, মিশরের তাহরীর স্কয়ার, তিউনিসিয়ার থেকে আমরা কোন কিছুতেই কম নই .....১৯৭১ এর মুক্তিযুদ্ধে এই তরুণরা অকাতরে প্রাণ দিতে দ্বিধা করেনি । আজও সেই প্রত্যয় কঠিন থেকে দৃঢ়তর হচ্ছে ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

জালাল উদ্দিন ফরিদী বলেছেন: রাজনৈতিক সিদ্ধান্ত তো, তাই ভেবে চিনতে কূল-শ্যাম সব ঠিক রেখে সিদ্ধান্ত টান্তে হবে। ধৈর্য ধ্রুন। আমাদের আহ্বানে তাদের খুব কম যায়-আসে।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মিজান আফতাব বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধের বিচারে এবং জামাত নিষিদ্ধকরণের সিদ্ধান্তে গড়িমসি করলে পরবর্তী প্রজস্ম আপনাকে ক্ষমা করবে না।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

~স্বপ্নবিলাসী~ বলেছেন: আজ যদি আপনার ছোট ভাই রাসেল আপনাকে জিঞ্জেস করতেন ...হাসু আপা....একজন মানুষকে খুন করলে ফাসী হয়ে যায় কিন্তু ৩০০/৪০০ মানুষ খুন করলে সাথে ধর্ষন করলে যাবজ্জিবন হয় কী করে? ওখানেও কি দূর্নীতি হয়? কী জবাব দিতেন ???

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২

শাহীন ভূইঁয়া বলেছেন: She doesn't know what's the answer ..............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.