নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

দুই কোটি ভোটার যারা কোন রাজনীতির সাথে জড়িত নয়..........তাদের কথা ভেবে কথা বলুন সবাই

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যে দুই কোটি ভোটার এর ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে ছিল বিগত নির্বাচনে তারা কিন্তু প্রত্যেকে কোন রাজনীতির সাথে জড়িত নয় । তারা ভোট দিয়েছিল দুটি মাত্র কারনে একটি বঙ্গবন্ধু হত্যার বিচার আরেকটি মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী জামাত এর মানবতাবিরোধীদের বিচারের আশায় । এটি আওয়ামী লীগের নির্বাচনী ইশতহারে উল্লেখ ছিল । দেরীতে হলেও সে আশা পুরন হতে চলেছে । কিছুদিন যাবৎ রাস্তাঘাটে , চায়েরদোকানে সাধারন মানুষরে আলোচনায় দেখা যায় অনেক কে বলতে .....৪০ বছর আগে কি করেছিল তার বিচার করার কী দরকার । ঐ মতামতকারী বা পক্ষকে বলতে চাই । চোখ বন্ধকরে ভাবুন আপনার সামনে আপনার মা অথবা বোনকে কেউ ধরে নিয়ে গেল..........অথবা পিতার সামনে মেয়েকে ধর্ষন করছে কেউ ...........এবং ঐ অপরাধীর সঙ্গে আপনার দেখা হয়ে গেল ৪০/৪১ বছর আপনি তখন কি করতে চাইতেন ? নিজে সুস্থ মাথায় ভাবুন , একটি দিনেও কি ওই দৃশ্য আপনি ভুলতে পেরেছিলেন ?



আবার আলোচনায় দেখাযায় ......অনেক তরুনদের রাজাকার বা নব্যরাজাকার বল্লে বি,এন,পি বা জামাতি সমর্থকের কেউ বলে ওরা তো একাত্তরে জন্মগ্রহনই করেনি, তাহলে রাজাকার হয় কী করে ? তাহলে কালযে লাশগুলো পড়লো এগুলো কাদের লাশ ? কওমী মাদ্রাসার ছাত্,র কিশোর, শিবিরের নেতা, বিএনপির নেতা ......যদিও এরা খুবই মাঠ পর্যায়ের কার্যক্রমের সাথে জড়িত । একটাই কথা সাপের ডিমে সাপই জন্মায় , রাজাকারের সন্তান রাজাকারই হয় । এবং এদের বংশবিস্তার ঘটানো সহজ উপায় ইসলামকে ব্যবহার করে । বাংলাদেশে যত মাদ্রাসা আছে সেখানে শুধুমাত্র আরবীতে পবিত্র কোরয়ান শিক্ষা দেওয়া হয় । তারা অর্থ না জেনে ছন্দ মিলিয়ে পড়ে মুখস্ত করে ফেলে ...প্রকৃত কোরয়ানের শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয় । সেই সুযোগ নিয়ে নেয় বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দলগুলো ।

তাই সরকারকে বলবো ...বাংলাদেশের মাদ্রাসাগুলোতে আধুনিক শিক্ষা ব্যবস্থা গ্রহন সহ আরবীর পাশাপাশি বাংলাতে কোরয়ান শিক্ষার ব্যবস্থা গড়ে উঠুক ।

সেই সাথে বাংলাদেশের সকল মসজিদের ইমাম আছেন যারা তাদের একটি নিবন্ধিত তালিকা থাকা উচিত ধর্ম মন্ত্রনালয়ে অথবা ইসলামিক ফাউন্ডেশনের কাছে । তাদের সঠিকভাবে প্রশিক্ষিত করা হোক যাতে অপশিক্ষা বা ভুলপথে যাতে কেউ পরিচালিত না হতে পারে ।

অতএব যে দুই কোটি ভোটারের কথা বলেছিলাম ইতিমধ্যে তাদের সংখ্যা অনেক বেড়ে গেছে এরা কারো দারা প্ররোরচিত নয় । সুতরাং সব দলকেই বলবো সবার আগে তাদের কথা ভাবুন না হলে বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিন। ভুলে যাবেন না ......এরা শুধু ফেসবুকে লাইক দিয়ে ঘরে বসে থাকেন .........জয় বাংলা । দেশদ্রোহীগণ চিরতরে নির্মুল হোক ......জয় বাংলা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.