![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না
নাটোরের লালপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর করেছে জামায়াত-শিবিরের কর্মীরা।
শনিবার মধ্যরাতে শহীদ মিনারটি ভেঙে ফেলেছে জামায়াতের লোকজন বলে জানিয়েছে লালপুর থানা পুলিশ ও স্থানীয় লোকজন।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির এ ঘটনা ঘটিয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান আলী বাংলানিউজকে জানান, তিনি রোববার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখেন বিদ্যালয় মাঠের শহীদ মিনারের পশ্চিম পাশের একটি স্তম্ভ ভাঙা।
লালপুর থানা যুবলীগের সদস্য ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাহমুদুর রহমান পলাশ জানান, জামায়াত-শিবির কর্মীরা শুক্রবার জুমার নামাজের পর সেখানে মিছিল-সমাবেশ করে।
জামায়াত-শিবির রাতের আঁধারে শহীদ মিনার ভেঙেছে অভিযোগ করে তিনি এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, রাতের আঁধারে একদল দুর্বৃত্ত শহীদ মিনারে হামলা চালায়। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর সারা দেশে তাণ্ডব চালায়। সেদিন তারা দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনার ভাঙচুর করে, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে।
২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১১
শাহীন ভূইঁয়া বলেছেন: But I dont understand .....how to support them as learned person in Bangladesh? How is deepness of their Nationality .......God save us save country by this vulture. Thanks
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮
পাস্ট পারফেক্ট বলেছেন: এ আর নতুন কি? ৭১ থেকেইতো ভেঙ্গে আস্তাছে তারা। শহীদ মিনার যে তারা বিরোধী- এটা অনেক আগেই প্রমানিত।