![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না
গতকাল ঘরথেকে ওয়াজ মহাফিলের শ্রোতাপ্রিয় আল্লামা .....ড্যাস ড্যাস সাইদী'র ছবি চাদে দেখা গেছে..শুনে রাস্তায় লাফিয়ে পড়ে ২০/২৫ জন ধর্মপ্রাণ মানুষ ও ২/৩ জন পুলিশ প্রাণ দিল । কৈ চাঁদ থেকে তো কেউ নেমে ্এসে হত্যাকান্ড ঠেকাতে পারল না , ইসলাম ধর্মের অপব্যবহার করে সংখ্যালঘুদের ঘরবাড়ী তছনছ করা হচ্ছে । কিছুদিন আগেও দেখছি টিভির টকশোতে নব্যরাজাকারের সংজ্ঞা নিয়ে টানা-টানি। কেউ কেউ বলেন ৭১ এর পরে যাদের জন্ম হয়েছে তারা কি করে রাজাকার হয়? জামাত বিএনপি মরলে গণহত্যা চালানো হচ্ছে বলছে ।তাহলে পুলিশ কে হত্যা করা কি হত্যার ভেতর পড়ে? পিকেটারদের মারলে গণহত্যা হয় না ......মুক্তিযুদ্ধের শহীদের আত্মা গুলো লজ্জা পাবে । এই হলো জাতীয়তাবাদী দল তারা সযজাতীযতাবোধের লোপ পেয়ে বসে আছে । পতাকা আর শহীদমিনার অপমান করে যাচ্ছে সে দিক দলগুলোর নেতা-নেত্রীরা ..কোন মাথা ঘামাচ্ছেন না । এখন যদি বাংলাদেশের হিন্দুগুলো সংগঠিত হতে মসজিদ ভাঙা শুরু করে তাহলে তাদের কি অনুভুতি হবে ? তাও সবার জানা কারন তারাতো মসজিদকেও সম্মান করে না । এখন তারা তাদের বাপদাদার সম্পত্তি রেল....বাস ট্রাক সহ জ্বালিয়ে দিচ্ছে .......কী চমৎকার ধর্মের ব্যবহার ।
সামরিক আইনে একটি বিষয় আছে .....যখন সৈনিক গণ যুদ্ধক্ষেত্রে পরাজিত হয় তখন লুঠ-পাঠ, অগ্নি-সংযোগ, খুন-হত্যা ,ধর্ষন (এটা এখনো করেনি) চালিয়ে যায়........কারন তারা জানে মরলে শহীদ......বাচলে গাজী..........। আমাকে এই লেখার জন্য অনেকেই ভারতের লেজচাটা বলতে পারে ......দালাল বলতে পারে .......যে যাই বলুক......প্রিয় মাতৃভূমির জন্য জীবন বাজী রাখতে ও পিছ পা হবো না কোন দিন। পতাকাই হয় যেন আমার কাফন। জয় বাংলা
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
শাহীন ভূইঁয়া বলেছেন: এগিয়ে যান কমরেড
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: মনভাঙা মসজিদ ভাঙা আর মন্দির ভাঙা একই সমান।
কারণ আল্লাহ ও তাঁর রাসূল দ. কঠোরভাবে নিষেধ করেছেন পরধর্মকে কটাক্ষ করতে।
যেখানে পরধর্মকে কটাক্ষ করাই কঠোরভাবে নিষিদ্ধ সেখানে সেইসব ধর্মের উপাসনালয় ভাঙা কত বড় পাপ হতে পারে ভাই?
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
শাহীন ভূইঁয়া বলেছেন: এটা যদি জানতো তাহলে জামাতীরা জঙ্গি লেবাস ছেড়ে নরমাল মুসল্লী হয়ে জাতির কল্যানকর কাজে নিবেদিত হতো ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪
শিরোনাম বলেছেন: আমরা হিন্দু-মুসলমান-খ্রিস্টান-বৌদ্ধ সবাইরা নিয়া ভালো আছি। আমাদের দেশের সুনাম যারা নষ্ট করতাছে ঐ সকল ানকীর পোলাগোর বিচার চাই।