নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

ছাতকে শহীদ মিনারে অগ্নিসংযোগ

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২১

সোমবার ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার পীরপুর শুকুরুননেছা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।



গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুন্দর আলী বাংলানিউজকে জানান, ভোরে দুর্বৃত্তরা খড়-কুটো দিয়ে বিদ্যালয়ের শহীদ মিনরে আগুন ধরিয়ে দেয়। এসময় ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় মুসল্লিরা শহীদ মিনারে আগুন জ্বলতে দেখে তা নিভিয়ে ফেলেন।



সুনামগঞ্জ সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি ঘটনাস্থলে যান। সকালে ঘটনাস্থল

Click This Link

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

বিডি আমিনুর বলেছেন: কোন পাগল ধরা পরে নাই ?

২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

সাদা রং- বলেছেন: এখনো মনে হয় ধরা পড়ে নাই।

৩| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

গ্রামের মানুষ বলেছেন: বিডি আমিনুর বলেছেন: কোন পাগল ধরা পরে নাই ?

৪| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

ভারসাম্য বলেছেন: বিডি আমিনুর বলেছেন: কোন পাগল ধরা পরে নাই ?

৫| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮

বিষক্ষয় বলেছেন: কোন পাগল ধরা পরে নাই ?

৬| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: শহীদ মিনারে আগুন দেয়ায় উপরের পাচজন ব্লগার খুব খুশি। দেশপ্রেম/ চেতনার করুন দশা। এই দেশের কি হবে এ বছরেই নিশ্চিত হতে পারলে ভালো হয়।

৭| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১

ডিসকো বান্দর বলেছেন: দায়িত্ববান নাগরিক, আপনি ওপরের পাঁচজনের কমেন্টর মর্ম বুঝতে পারেননি। তারা দেশপ্রেম থেকেই কথাটা বলেছে। আপনি বলেছেন তাদের দেশপ্রেম নাই, এবার আমার একটা প্রশ্নের জবাব দিন। আমাদের সবার প্রিয় শহীদ মিনার ভাংচুরকারীরা হাতেনাতে ধরা পড়লেও তাদের কেন পাগল বলে ছেড়ে দেয়া হয়? দেশে এত কিছু থাকতে পাগলরা কেন শহীদ মিনার ভাঙ্গবে। পাগল এর নাম করে যারা এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে এমন আর হবেনা।

৮| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

গেস্টাপো বলেছেন: এই কাম নিশ্চিত করছে হাম্বালীগের মূর্খগুলা
ছিঃ ছিঃ ছিঃ
রাজনীতির জন্য এরা কি না করতে পারে
পরবর্তী সরকারের কাছে এই হাম্বাগুলার বিচারের দাবি জানাই X(( X((

৯| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯

চলতি নিয়ম বলেছেন: X(( X((

১০| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

ডিসকো বান্দর বলেছেন: যারাই করে থাকুক এটা নিন্দনিয়, এসব অপরাধীদের ধরে শাস্তি না দিতে পারলে এভাবে চলতে ই থাকবে।

১১| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

কাজী মামুনহোসেন বলেছেন: এই হইলে আসল ছবি

[img|http://ciu.somewherein.net/ciu/image/111075/small/?token_id=470d947dba4f96e77e2f789c1b9bde97

১২| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

কাজী মামুনহোসেন বলেছেন: এই হইলে আসল ছবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.