![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না
মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, “জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাঁশখালী ও গাইবান্ধায় সংখ্যালঘুদের হামলার চিত্র দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে বুঝতে পারছি তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কোথায় আমরা আছি,
আমরা সভ্যতার মাঝে আছি কি না। কাঙ্গালের কথা বাঁশি হলেও ফলে। আগামী ২০ বছরের মধ্যে দেশে কোনো হিন্দু থাকবে না। এদের রক্ষার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। তা না হলে তারা চিরতরে হারিয়ে যাবে।”
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় ‘সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্প্রীতি মঞ্চ এই আলোচনা সভার আয়োজন করে।
তিনি বলেন, “আমার কাছে যে তথ্য আছে তা থেকে বলছি, ভবিষ্যতে আরো বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটবে। এর জন্য আমরা কতটা প্রস্তুত আছি। আমাদের কথার সময় নয়, এখন কাজের সময়। রাষ্ট্রকে ধ্বংস করার জন্য একটি চক্র কাজ করছে। তাদের রুখতে হবে। এটি করার জন্য যেটি দরকার, যেখানে যেখানে সংখ্যালঘু রয়েছে সেখানেই নাগরিক কমিটি গঠন্ করতে হবে।”
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের কর্মীদের নির্দেশ দিন তারা যেন সংখ্যালঘুদের পাশে দাঁড়ান, দিনের পর দিন পাহারা ও নিরাপত্তা দেন। তখন বোঝা যাবে জনগণ কাদের পক্ষে আছে। এটা করে দেখাতে হবে। সেই সঙ্গে সরকারকে এটি নিয়ে কাজ করতে হবে। রামুর ঘটনার পর সরকার যে ক্ষতিপূরণ দিয়েছে, তেমনি এই সংখ্যালঘুদেরও ক্ষতিপূরণ অতিদ্রুত দিতে হবে। তা না হলে তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন। এজন্য রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে।”
গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ড. মিজান বলেন, “আমাদের সংবাদ মাধ্যমকে অধিক দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সংবাদ বিপণন করা থেকে বেরিয়ে আসতে হবে। সাদাকে সাদা ও কালোকে কালো বলতে হবে। গণতন্ত্রের প্রতীক হিসেবে কাজ করতে হবে। সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে হবে।”
মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, “কোনো দেশে সমস্যার দুটি দিক রয়েছে তা হলো রাজনৈতিক ও সামাজিক। যখন আমরা রাজনৈতিক সমস্যার কথা বলি তখন নিরপেক্ষতার কথা বলি। সেই নিরপেক্ষতা থেকে এখন বেরিয়ে আসতে হবে। অনেক হয়েছে আমাদের নিরপেক্ষতা।”
তিনি বলেন, “যখনই নিরপেক্ষতার কথা বলি যারা যুদ্ধপরাধীদের বিচার চায় ও চায় না তাদের একই পাল্লায় মাপা শুরু করি।এটা এখনই বন্ধ করতে হবে। আর কতদিন এই খেলা খেলবো। আওয়ামী লীগের কথা বলতে গেলে বিএনপির কথা আনতেই হবে। একদল যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে এবং আরেক দল বলে, তোরা যে যা বলিস ভাই জামায়াত আমার চাই।”
ড. মিজান বলেন, “মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়তে আমাদের নিজ দায়িত্বে কাজ করতে হবে। অনেকদিন বামপন্থিরা এই কাজ করছেন।এখন তাদের কেন আমরা পাচ্ছি না।উদীচী শুধু গান শোনার জন্য নয়। সাধারণ মানুষ রাষ্ট্রদ্রোহিতার কথা বললে তাদের শাস্তি দেয়া হয়। তবে অন্য কেউ এ কথা বললে তাদের কিছুই হয় না।এই আইনহীনতার সংস্কৃতি ত্যাগ করতে হবে।”
মির্জা ফখরুলের উদ্দেশে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, “হরতালের শেষে তিনি বলেন, আমাদের হরতাল স্বতস্ফূর্ত হয়েছে। তিনি যেদিন এটাকে ‘দুঃখজনক’ বলবেন, সেদিনই তা সফল হবে।
হরতাল চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানে ও শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানান মানবাধিকার কমিশন চেয়ারম্যান।
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬
শাহীন ভূইঁয়া বলেছেন: বাংলাদেশের অতীত ইতিহাস নিয়ে একটু ভাবলে অশালীন উক্তিটি করতে পারতেন না । এই দেশ মূলত হিন্দু ভুমি ছিল যুগে যুগে ইসলাম প্রচারকরা এসে ক্রমে মুসলিম অধ্যাষিত করেছে । আপনি ৩০০ বছর আগের ইতহাস ঘাটেন বুঝতে পারবেন । ১৯৭৫-৮৫ পর্যন্ত আমার এলাকায় ৭০/৭৫ টি হিন্দু পরিবার ছিল এখন সেখানে মাত্র ৫/৭ টি পরিবার বাস করে সেখানে । এদশে সবার সব ধর্মের সকল মানুষের সংবিধানে সে রকম উল্লেখ আছে ...........বাংলাদেশে হিন্দুরা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার হয় বার বার । তাই পার্শ্ববর্তী দেশে নিরাপদ মনে করে সীমান্ত অতিক্রম করে চলেছে ।ধন্যবাদ
২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩০
প্যারাসিটামল বলেছেন: দালাল একটা
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭
শাহীন ভূইঁয়া বলেছেন: ভারত না পাকস্থিান কিসের দালাল উল্লেখ করেন নি । উল্লেখ করলে জানতে পারতাম নতুন কিছু একটা । ধন্যবাদ
৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮
শাহীন ভূইঁয়া বলেছেন: ভারত না পাকস্থিান কিসের দালাল উল্লেখ করেন নি । উল্লেখ করলে জানতে পারতাম নতুন কিছু একটা । ধন্যবাদ
৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩০
প্যারাসিটামল বলেছেন: দালাল একটা
৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৯
মাতবার বলেছেন: বাংলা ভাষার উতপত্তি থেকে আজ পর্যন্ত যত গালি আবিষ্কার হয়েছে সবগুলো উতসর্গ করলাম এই দালাল
টাকে
৫| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪১
শাহীন ভূইঁয়া বলেছেন: উনাকে দালাল বলার অধিকার আছে আপনার কিন্তু সাল টাল বলতে পারবোন আমার পরিচিত অনেক পরিবারই এখন ভারতের নাগরিক এবং সেখানে নিদারুন কষ্টে বাস করছেন । আমাদের ছেলেবেলায় ঈদ, পুজো সবটাতে একসাথে আনন্দ করতাম ...........হিন্দু আর মুসলমান কেন এত ফারাক ......সবার একই লাল রক্ত বহমান প্রতিটি ধমনিতে .......ধন্যবাদ
৬| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
আলাউদ্দীন বলেছেন: এক দালালের কথা পেস্ট করছে আরেক দালাল...
৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
শাহীন ভূইঁয়া বলেছেন: তাও পেষ্ট করলাম ..........আপনি কিছু পেষ্ট করুন
৭| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
আলাউদ্দীন বলেছেন: যুদ্ধাপরাধী ও নাস্তিক উভয়ের বিচার চাই।
৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
শাহীন ভূইঁয়া বলেছেন: ১৭০ পার হয়ে গেছে......................এক ছাগুর জন্য তারপর চলছে
৮| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩
আল মামুনুর রশিদ বলেছেন: dr mizan tar islami progga, chetona, akorshoniyota, modhurota, mohanubobota dia hazar hazar hindu baider islam a revert korbe. tar agam totto bekto holo. valo
৯| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
শাহীন ভূইঁয়া বলেছেন: ধন্যবাদ তবে যার ধর্ম তার কাছেই থাকা ভালো
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৩
ভুক্তভোগী বলেছেন: শালা (ড. মিজান) গাধার শাবক ।বলে কিনা " আগামী ২০ বছরের মধ্যে দেশে কোনো হিন্দু থাকবে না। এদের রক্ষার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। তা না হলে তারা চিরতরে হারিয়ে যাবে।”
হিন্দু কি সুন্দরবনের বিলুপ্ত পশু ।