নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

মসজিদের মাইক ‘অপব্যবহার’ রোধে ১০ হাজার লিফলেট বিতরন

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬

মসজিদের মাইক ‘অপব্যবহার’ বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে সরকার ৷ এজন্য ইসলামিক ফাউন্ডেশনকে কাজে লাগান হচ্ছে ৷ আর সারা দেশে পুলিশ লিফলেট বিলির কর্মসূচি হাতে নিয়েছে ৷ সাম্প্রতিক সময়ে অন্তত দুটি ঘটনায় মসজিদের মাইকে গুজব ছড়িয়ে



সহিংস ঘটনা ঘটানোর প্রমাণ আছে বলে দাবি করেছে সরকার ৷ সরকার বলছে, ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর তাকে চাঁদে দেখা গেছে বলে গুজব ছড়ান হয় ৷



বগুড়ায় ভোররাতে মসজিদের মাইক ব্যবহার করে জামায়াত-শিবির এই গুজব প্রচার করে সাধারণ মানুষকে উত্তেজিত করে ব্যাপক তাণ্ডব চালায়৷ থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা চালায় ৷ হামলা চালায় পুলিশের ওপর৷ পুড়িয়ে দেয় প্রশাসনিক ভবন৷ আর এতে অনেক প্রাণহানির ঘটনা ঘটে ৷ একইভাবে ১১ এপ্রিল ফটিকছড়িতে মসজিদের মাইক ব্যবহার করে জামায়াত-শিবির ও হেফাজত কর্মীরা গুজব ছড়ায় যে মসজিদের ইমামকে ধরে নিয়ে গেছে হরতাল বিরোধী আওয়ামী লীগ নেতা-কর্মীরা৷ তার পর সেখানেও হয় ব্যাপক সহিংসতা ৷ তিন আওয়ামী লীগ কর্মীকে আটক করে কুপিয়ে হত্যা করা হয় ৷



জানা যায়, এইসব ঘটনা সরকারকে চিন্তায় ফেলে দিয়েছে ৷ কারণ সামনে যেকোনো দিন যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতা গোলাম আযম এবং কামারুজ্জামানের বিরুদ্ধে রায় দেয়া হবে ৷ এই অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১০ হাজার লিফলেট ছাপিয়ে তা বিতরণের উদ্যোগ নিয়েছে ৷



উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, লিফলেটে মসজিদের মাইক অপব্যবহার যাতে না হয় সে জন্য ধর্মপ্রাণ মুসলমানদের সতর্ক থাকার আহ্বান জানান হয়েছে ৷ একই সঙ্গে কোনো ধরণের গুজবে কান না দেয়ারও আহ্বান জানান হয়েছে ৷ পুলিশ সদর দফতর থেকে জানা গেছে, শুধু ঢাকা নয় সারা দেশেই পুলিশ এ নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে ৷ মাসুদুর রহমান আরও জানান, কারুর বিরুদ্ধে মসজিদের মাইক অপব্যবহার করে গুজব ছড়ানো বা অশান্তি সৃষ্টির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ আছে ৷



অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মাওলানা মোহাম্মদ আফজাল ডয়চে ভেলেকে বলেন, তারা সারা দেশের মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের এব্যাপারে সতর্ক থাকার জন্য বলেছেন৷ মসজিদের মাইক ধর্মীয় এবং জনসেবামূলক কিছু কাজ ছাড়া ব্যবহারের সুযোগ নেই ৷ আর এই মাইক ব্যবহার করে গুজব বা সহিংসতা সৃষ্টি গর্হিত অন্যায় ৷ আর মসজিদের মাইক যাতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ হাতে না পায় সে ব্যবস্থা নেয়ার জন্যও বলা হয়েছে ৷ তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যারা মসজিদের মাইক ব্যবহার করে জঘন্য কাজ করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত ৷



মাওলানা আফজাল বলেন, শুধু মাইক নয় মসজিদ মাদ্রাসা ব্যবহার করে কেউ যাতে ধর্মের অপব্যাখ্যা দিয়ে উন্মাদনা এবং জঙ্গি তৎপরতা চালাতে না পারে, সে জন্যও তারা জনসচতেনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ৷



এদিকে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদের মাইক অপব্যবহার সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে বলেছেন ৷ বৃহস্পতিবার ঢাকায় তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে বলেন, এ ব্যাপারে সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ মানুষকে সচেতন করতে হবে৷

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

বর্ণান্ধ বলেছেন: মাত্র ১০ হাজার লিফলেট দিয়া কী হবে??

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪

শাহীন ভূইঁয়া বলেছেন: কতহাজার মসজিদ আর ১০ হাজার লিফলেট.....মত্যি কোথায় গলদ আছে নাকি হেফাজতী এলাকার জন্য শুধূ

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০১

রুশন বলেছেন: মসজিদ হতে মাইক অপসারণ কি অযৌক্তিক হবে!!!
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০২ |

শেয়ারঃ 00
যে মাইক ব্যবহার করে সাঈদীকে চান্দে দেখা গেছে বলে ঘোষণা দেয়া হয়.......মানুষ মরা হয়....দেশ পুড়ানো হয়..... মসজিদে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় গ্রামবাসীকে উত্তেজিত করা হয় .......মিথ্যাচার করা হয়.....দান-খয়রাত আর যাকাতের পয়সা দিয়া এমন মাইকের প্রয়োজনীয়তাই বা কতটুকু আর কতটুকুই বা ইসলামসম্মত !!!!

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে ভুজপুর থানার কাজীরহাটে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। কাজীরহাট মসজিদে কথিত হামলা ও আগুন দিতে সন্ত্রাসীরা ছুটে আসছে বলে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় গ্রামবাসীকে উত্তেজিত করা হয়। এর জের ধরে চারদিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঘেরাও করে সশস্ত্র হামলা চালানো হয়। এতে তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়। পুড়িয়ে দেওয়া হয় শতাধিক গাড়ি। হামলার ঘটনায় ছাত্রলীগের মোহাম্মদ ফোরকান ও মোহাম্মদ রুবেল এবং আওয়ামী লীগের ফারুক ইকবাল নিহত হন।

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪

শাহীন ভূইঁয়া বলেছেন: যে দেশে ধর্মকে ব্যবসায়.....রাজনীতিতে চরম ব্যবহার হয় সে দেশে মাইক ব্যবহার মামুলী...............আগে জানতাম শুধুমাত্র আযান, শোক ঘোষনা তথা ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কজে ব্যবহার হয় কিন্তু আজ সময় এসেছে আযান ছাড়া মসজিদের মাইক অন্য কিছু বললে বিশ্বাস করা যাবে না .....................মুসলমানদের সবচাইতে বিশ্বাসের জায়গাটাও আজ কলঙ্কতি হতেে চলেছে...........বা চলছে ......ধন্যবাদ সমানুভূতির জন্য.

৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৬

দুই পা ওয়ালা গাধা বলেছেন: সাঈদী চাঁদে গেছে.....। এটতো joke. এটাকে ইস্যু করে লীফলেট বানাচ্ছে। সরকারের মাথা নষ্ট হয়ে গেছে।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

শাহীন ভূইঁয়া বলেছেন: জোকের কারনে কতগুলো যুব যুবার প্রান ঘাত হলো শুধু শুধু........

৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১১

মুহসিন বলেছেন: মাত্র ১০ হাজার!

৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮

রওনক বলেছেন: আমার মতে মসজিদে মাইক ব্যবহারেরই দরকার নাই

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫

শাহীন ভূইঁয়া বলেছেন: তাইলে তো আপনারে নাসতিক বানাইবো ......আর আমি মুরতাদ.thanks একমত

৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩

জাতির চাচা বলেছেন: চান্দে দেখা গেছে! বাংলা লিকস আর চান্দের গল্প শাহবাগীরা বানিয়েছিল।মসজিদে মাইক শাহবাগীদের বাপের টাকায় কেনা হয়য় নাই। এই সুযোগে মসজিদে মাইক নিষিদ্ধ করার চিন্তা করতেছে শাহবাগী বাকশালীরা।জনতার প্রতিরোধে কোন ষড়যন্ত্রে কাজ হবে না।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

শাহীন ভূইঁয়া বলেছেন: বিরি ফুকাইতে ..ফুকাইতে .ফুকাইতে .মারা যাবেন.......দাদা

৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

ববিজী বলেছেন: আমার মতে মসজিদের মাইকে দিনে পাচঁবার করে বঙ্গবন্ধুর ভাষন চালানোর দরকার।
=p~ =p~ =p~ =p~

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

শাহীন ভূইঁয়া বলেছেন: সাথে নিয়াজি.....গোয়াজোম.....ওইলে আরো গোনোতানতরো ....জোমতো

৯| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

চিকন আলি বলেছেন: রওনক বলেছেন: আমার মতে মসজিদে মাইক ব্যবহারেরই দরকার নাই

আমার মতে আপনার কথা বলারা কোনো দরকার/অধিকার নাই।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৮

শাহীন ভূইঁয়া বলেছেন: যা কিছু দ্বারা জীবন হানির আশঙ্কা থাকে তা নিষিদ্ধ করতে করার জন্য কোন চিন্তার দরকার হয় না । কিন্তু আবালের দেশে অনেক .........বনিতারা ভনিতাকরে ...বলে উঠতে পারে জাত গেল জাত গেল বলে ..

১০| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

শাহীন ভূইঁয়া বলেছেন: With you .............now this

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.