![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না
অবশেষে সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যশোরের বেনাপোল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এস এম মান্নান কচিও বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এম মান্নান কচি জানান, তাকে র্যাব এর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। এর আগে রানাকে ধরতে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
রোববার সকাল থেকে থানার ৮নং রোডের ১৩৯ নং বাড়িতে র্যাব-পুলিশ ও যৌথ অভিযান চালায়। রানাকে গ্রেপ্তারে আশপাশের আরও কিছু ভবনে অভিযান চালানো হবে বলে তখন জানিয়েছিলেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, "আবাসিক এলাকায় কোনো একটি ভবনে রানা আত্মগোপন করে আছেন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়।"
পুলিশ জানায়, সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৮ নম্বর রোডের ১৩৯/এ নম্বর বাড়িতে অবস্থান নেয় রানা। সৃষ্টি সেন্ট্রাল স্কুলের ছাত্রাবাসের মাঝখানের বিল্ডিং এর ফোর্থ ফ্লোর বা চতুর্থ তলায় শনিবার বিকেলে থেকে অবস্থান করছিলেন সোহেল রানা।
বাড়িটি স্থানীয় যুবলীগ নেতার।
সাভারে ধসে পড়া ভবনটির মালিক সোহেল রানা।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ভবন ধসের পর ধ্বংসস্তুপ থেকে রানাকে উদ্ধার করেন স্থানীয় সংসদ সদস্য মুরাদ জং। সেখান থেকে এনাম হাসপাতালে নেয়ার পরই রানা পালিয়ে যান। তাকে পালাতে সাহায্য করতে মুরাদ কজং সাহায্য করেছেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১
শাহীন ভূইঁয়া বলেছেন: প্রেসিডেন্ট মাফ করলে জনগণ ও মুখফিরিয়ে নেবে তাদের থেকে এবং আরেকটি ইতিহাস হবে .....পোষাক শিল্পের ইতহিাস ও শেষ হবে
২| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪
বইয়ের পোকা বলেছেন: আসুন সবাই একযোগে ষ্ট্যাটাস দেই .
রক্তখাদক রানার পক্ষে যে আইনজীবি আদালতে দাড়াবে তাকেও রানাকে সহযোগিতার অপরাধে দায়ী করা হবে ।
২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪
শাহীন ভূইঁয়া বলেছেন: আপনার সাথে একমত এরকম একটা ইমেজ তৈরী করুন....অপরাধীকে যে সহায়তা করবে সেও সমান অপরাধী । সাভার বাসীর প্রতি অনুরোধ তারা যেন মুরাদ জং কে ছুড়ে ফেলে......কারন ষ্বশরীরে সে রানাকে উদ্ধারকরে পালাতে সহোযোগীতা করেছে ..........আওয়ামী লীগ কে বলবো এখনই মুরাদ জংকে বহিস্কার করুন .....তা না হলে গোদের উপর বিষ ফোড়া হয়ে থাকবে মুরাদ জং এর মত পাপীর সহায়তাকারী
৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮
নবীউল করিম বলেছেন: তইরী হচ্ছি যে কনও সময় মখা দের কাছ থেকে কুলাঙ্গারটার এই স্বীকারোক্তির...... আমি গত সরকারের সময় বি এন পি করতাম এখন লিগে যোগ দেবার চেষ্টা করছিলাম, আর আমার বাবা মুসলিম লীগের ছিল পরে জামাত করতো, দিন ক’এক আগে হেফাজতে ইসলামে যোগ দিয়েছে।[/sb
আপনারাও তইরী হন......... এটা সব সম্ভবের দেশ.........
৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮
মোফিয বলেছেন: রানার পা বেধে ধংশ স্তুপের একদম নিচে নামিয়ে দিয়ে তারপর বড় ক্রেন দিয়ে কাজ শুরু করা হোক, আর তার পরিবারকে ছেড়ে দেয় হোক উদ্ধারের জন্য কোন যন্ত্রপাতি ছাড়া ..........
তার দুই পা হ্যক্সব্লেড দিয়ে ৮ টুকরা করা হোক
ডান হাত কেটে বাহাতে ধরিয়ে দেয়া হোক
হাসপাতালের বর্জ ব্যন্ডেজ দিয়ে কোট বানিয়ে পরানো হোক ..........
৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩
আশফাক সুমন বলেছেন: বইয়ের পোকা বলেছেন: আসুন সবাই একযোগে ষ্ট্যাটাস দেই .
রক্তখাদক রানার পক্ষে যে আইনজীবি আদালতে দাড়াবে তাকেও রানাকে সহযোগিতার অপরাধে দায়ী করা হবে । -- একমত
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪
মমবাতি বলেছেন: রানার ফাঁসি চাই দিতে হবে দিয়ে, আজকে ফাঁসি দিতে না দিলে পরে আওয়ামীলীগের প্রেসিডেন্ট আবার মাফ করে দিবে ।