নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

শেষ বেঁচে থাকা ...শাহীনার ......না বলা কথা...সাভার ট্রাজেডী থেকে

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮

চারিদিকে গহীন অন্ধকার মৃত্যুপরী যেন সাথে ভ্যাপসা গরম

প্রিয়জনের মুখ গুলো ভেসে আসে শেষবারের মত

কিছু বাল্যস্মৃতি হঠাত উকি মারে এই মৃত্যুমুখে থেকেও

বাবার ওষুধের কী হবে....টাকা না পাঠালে তার ওষুধ কে কিনে দেবে

বুক ওঠা নামা করে নিজের চুল নিজে ছিড়ে ফেলতে ইচ্ছে হয়

কিন্তু হাত দুটো আমার চাপা পড়েছে ভারী কংক্রিটের দেয়ালে

পা দুটোর হাটুতে রডের চাপ ......আর সইতে পারছি না

কী দরকার ছিলো গ্রাম ছেড়ে এই শহরে চলে আসার .....

ফাতেমার উপর খুব রাগ হয়.....ওই আমাকে ঢাকায় নিয়ে এসেছিল

আমারতো কিছুই করার ছিলো না .স্বামী আমাকে ছেড়ে গেছে অনেক আগে ......

ভেবেছিলাম মেয়েটাকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করবো .........

আচ্ছা আমার বৃদ্ধ বাবা এখন কী করছে ? নিশ্চয় পাগল হয়ে গেছে

বিশ্বাস আছে আমাকে কেউ না কেউ উদ্ধার করবে ......আর একটু কষ্ট করি

হ্যাঁ কারো যেন বলছে কেউ আছো? .....হ্যা আমি আছি বাচান বাচান ....

ওরা বোধ হয় শুনতে পাচ্ছেনা ...পাঁচদিন অভুক্ত চাপা পড়ে আছি ....

সাথের সালমা, শিউলি ওরা নিস্তেজ হয়ে গেছে .....কোন সাড়া পাচ্ছি না

এই তো সকাল বেলায় ও ওদের শরীরে স্পর্শ পেয়েছিলাম ....

ওরা ও বাচতে চেয়েছিল....ঠিক আমার মতন

উদ্ধারকারীরা আমাকে কিছু স্যালাইন দিয়েছে অক্সিজেন দিয়েছে

ওরা বলেছে আমাকে আর আধাঘন্টার ভেতর উদ্ধার করবেই .....

কিন্তু সুড়ঙ্গ টা এতই সরু আমার শরীর কিছুতেই ঢুকছে না ......

আমার স্তন জোড়া কেটে ওরা বের করতে চাইছে .......

কিন্তু আমার দেড় বছরের বাচ্চার দুগ্ধপানের কী হবে ....আমি রাজি হই নি

এইতো ....উদ্ধার হবোই এবার.....রড কাটা শুরু হয়েছে আমাকে নেয়ার জন্য

কিন্তু জায়গার অভাবে আমাকেই হ্যাক্স ব্লেড আমার হাতেই এলেই আমি শুরু করলাম ....করাত চালানো ......জানি আমি উদ্ধার হবোই এবার ...

হঠাৎ আগুনের স্ফুলিংগ....আমাকে জড়িয়ে ধরলো......উদ্ধারকারীদের শরীরে ও আগুনের লেলিহান ......-আর বোধ হয় সম্ভব হলো না .....আমার বেচে থাকা .........তোমরা আমার মেয়েটাকে দেখ আমার বাবার ওষুধটা কিনে দিও ..............আমি যাই ....'.লা ইল্লালাহু মোহাম্মাদুর রসুল্লাহ'



(কাল্পনিক অথবা অনুমেয়)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮

মামুন বিদ্রোহী বলেছেন: Click This Link


শাহীনা সম্ভবত বেঁচে আছে।

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬

শাহীন ভূইঁয়া বলেছেন: আমারও বিশ্বাস তাই....ওর কন্ঠস্বর আমার কানে বাজছে এখনো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.