![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না
রাজধানীর মিরপুরে একটি সোয়েটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে কারখানার ব্যবস্থাপনা পরিচালক, একজন পুলিশ কর্মকর্তাসহ আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দমকল বাহিনী। দমকল বাহিনীর মহাপরিচালক আলী আহমদ খান জানান ১১তলা ভবনের তৃতীয় তলায় এই আগুনের সুত্রপাত হয়। দমকল বাহিনীর ১৩টি ইউনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনে। মিরপুরে এ অগ্নিকান্ডের ঘটনা এমন এক সময়ে হলো যখন সাভারে রানা প্লাজা ধ্বসের ঘটনার এখনো মৃতদেহের সন্ধান পাওয়া যাচ্ছে।
সেখানে নিহতের সংখ্যা এখন বেড়ে দাড়িয়েছে ৮৯২ জনে। ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন সরকার জানান, বুধবার রাত ১১টার দিকে দারুস সালাম সড়কে বাংলা কলেজের পাশে তুং হাই স্যুযেটার্সের ১২ তলা কারখানা ভবনে আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনীর ১৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দারুস সালাম থানার ওসি খলিলুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের ছয় তলা ও ওপরের সিঁড়ি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে সাতজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এই সাতজন হলেন, বিজিএমইএ’র পরিচালক ও কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মঞ্জুর মোর্শেদ, কুমিল্লা জেলা উত্তর যুবলীগের সভাপতি ও এমডির ঘনিষ্ঠ বন্ধু সোহেল মোস্তফা স্বপন ও এমডির আরেক বন্ধু এমাদুর রহমান বাদল, সৈয়দ নাসিম রেজা ও ডিআইজির দেহরক্ষী রিপন এবং তুংহাইয়ের কর্মকর্তা আসাদ ও অফিস সহকারী সাহাবুদ্দিন।
পুলিশ বলছে, সন্ধ্যায় কারখানা ছুটির পর ওই ভবনের দশম তলায় বসে বন্ধু ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছিলেন কারখানার এমডি।
বন্ধ কারখানায় এই অগ্নিকাণ্ড নাশকতা বলে মনে করছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। কারখানা মালিক মাহবুবুর রহমান বিজিএমইএর একজন পরিচালক।
অগ্নিকাণ্ডের খবর শুনে রাতেই ঘটনাস্থলে যান বিজিএমই সভাপতি। তিনি সাংবাদিকদের বলেন, “সন্ধ্যার পর থেকে কারখানাটি বন্ধ থাকায় সেখানে কোনো শ্রমিক ছিল না। এটি নাশকতা হতে পারে।
বাংলাদেশের গার্মেন্টস শিল্প হয়তো বিলুপ্তির পথে......সে অশনিসংকেত পাওয়া যাচ্ছে ক্রেতা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে .......
২| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:১৮
শাহীন ভূইঁয়া বলেছেন: নাশকতা নয়ই......আন্তরজাতিক সংগঠন থেকে যাতে রোষানলে না পড়ে সেই ভাবমূর্তি ধরে রাখার জন্য ।।ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:০৮
সাখাওয়াত০২ বলেছেন: মনে হয় যুদ্ধ অপরাধীদের বাচানর জন্য কেঊ নাশকতা করেছে। sorrআমি দুঃখিত এমন মন্তব্য করার জন্য। শালার মানুষ মরছে , ঊনারা খোঁজে নাসকতা।