নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

সাভারের রানা প্লাজাটি অধিগ্রহণ পুর্বক মৃতদের উদ্দশ্যে স্মৃতিসৌধ নির্মান করা হোক

১৪ ই মে, ২০১৩ দুপুর ২:২৪

জাতীয় ও আন্তর্জাতিকভাবে সাভার ভবন ধ্বসের কিছু না কিছু নিউজ সময়ই থাকছে ইতিমধ্যে সেখানকার উদ্ধার কার্য আনুস্ঠানিকভাবে শেষ হয়েছে এবং জেলা প্রশাসনকে হস্তান্তর করা হয়েছে । বাংলাদেশ সহ সমগ্রবিশ্বে বিশেষত পোশাক শিল্পের সাথে জড়িত ক্রেতা-বিক্রেতা, উৎপাদক ও ক্রীতদাসের শ্রমিকদের মনে সারা জীবন দাগ কেটে থাকবে । আর যারা অঙ্গহানী হয়েছে তারা তো প্রতি ক্ষণে স্মৃতি সাথে নিয়ে বাকী জীবনটা দুর্বিসহ কাটাতে হবে ।



আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো .....ঐ সব ক্রীতদাসের জীবনগুলোকে আর কখনো ফিরিয়ে দিতে পারবেন না ........কিন্তু তাদের স্মৃতিরক্ষার্থে সাভারের ঐ রানা ভবনের জায়গাটি অধিগ্রহন করে ওখানে একটি তাদের স্মৃতির উদ্দেশ্যে একটি সৌধ নির্মাণ হোক যাতে পরবর্তীতে ভবিষ্যৎের নাগরিক তথা সবাই জানতে পারে যাদের কে হিটলারী কায়দায় গ্যাস চেম্বারের মতন জীবন্ত চাড়া দেয়া হয়েছিল ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৩৬

মোঃ জুম্মা বলেছেন: এর থেকে ভালো হয় যদি সেই জায়গাটা নিহত ও পঙ্গু হয়েছেন যারা তাদের নামে দেওয়া হোক

১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৫৬

শাহীন ভূইঁয়া বলেছেন: সেটা বোধ হয় খানিকটা নীচু করা হবে নিহতদের কে

২| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৩৭

রাজ হাসান বলেছেন: এরকম করলে কেমন হবে???


রানা প্লাজার জায়গা অধিগ্রহন করে সরকারী টাকায় একটা বিশাল বানিজ্যিক ভবন তৈরী করা হবে এবং সেটা হতে প্রাপ্য অর্থ এর ২০ ভাগ সরকার নিয়ে যাবে রাস্ট্রীয় কোষাগার এ এবং বাকী ৮০ ভাগ এর ১০ ভাগ খরচ হবে ভবন এর নিরাপত্ত,গ্যাস,বিদ্যুত,পানি ও রক্ষনাবেক্ষনে এবং অবশিষ্ট ৭০ ভাগ অর্থ ভবন ধ্বসে নিহতদের পরিবার ও আহত হয়ে পঙ্গুত্ব বরন কারীরা প্রতি মাসে বেতনের হিসেব করে পাবে।এবং এটা পর্যায়ক্রমে চলমান থাকবে।

তবে যেটাই করা হোক না কেন অন্তত যারা মারা গেছেন এবং যারা পঙ্গুত্ব বরন করেছেন তাদের স্বার্থ যেন শতভাগ দেখা হয়।

১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৫৮

শাহীন ভূইঁয়া বলেছেন: ভাই বলেছেন ঠিকই কিন্তু আমরাতো সবাই চোর ......যারা জীবন দিয়ে দেশটা স্বাধীন করেছেন তাদেরই তো রিকসা বা ভীক্ষাবৃত্তি করে চলতে হচ্ছে .........মাসের ভাতার টাকাটাও আরকজন উঠিয়ে নিচ্ছে .........দুর্নিতীগ্রস্ত দেশে সম্ভব হলেও ঠিক হবে না তা করা ধন্যবাদ

৩| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৪১

নতুন বলেছেন: ঐখানে বড় ভবন নিমান করে তার অংশ প্রতি মৃতের পরিবারকে দেওয়া হোক...

স্মৃতির সৌধ >>> হলে প্রতি বছরের ১ দিন ওতে কিছু মানুষ যাবে ফুল দিতে... বাকি সময় পাখি বসে বসে গু করবে...

এখানে ১০ তলা ভবন নিমান করা হউক... নিয়ম নেমে.. যেটা নিরাপদ ভবনের উদাহরন হবে...

কিন্তু যারা নিহত হয়েছেন বা কাজ করতে অক্ষম হয়েছেন তাদের ঐ ভবনের ভাড়ার আয় থেকে প্রতিমাসে একটা অংশ পায় তার ব্যবস্হা করা উচিত...

যদিও আমাদের দেশে এই জিনিস করা কস্ট... কিন্তু সরকার চেস্টা করলে সবই পারে...

৪| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৫৯

শাহীন ভূইঁয়া বলেছেন: আগর ঐ একই কথা.........যে টা দেখে মানুষ শিক্ষা নিতে পারে .......আর যারা নিহত ও আহত হয়েছেন তাদের ভবিষৎত ত্রেতারা দেখবে, দেখবে বিজিএমইএ

৫| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:০০

মো: আতিকুর রহমান বলেছেন: রাজ হাসান বলেছেন: এরকম করলে কেমন হবে???


রানা প্লাজার জায়গা অধিগ্রহন করে সরকারী টাকায় একটা বিশাল বানিজ্যিক ভবন তৈরী করা হবে এবং সেটা হতে প্রাপ্য অর্থ এর ২০ ভাগ সরকার নিয়ে যাবে রাস্ট্রীয় কোষাগার এ এবং বাকী ৮০ ভাগ এর ১০ ভাগ খরচ হবে ভবন এর নিরাপত্ত,গ্যাস,বিদ্যুত,পানি ও রক্ষনাবেক্ষনে এবং অবশিষ্ট ৭০ ভাগ অর্থ ভবন ধ্বসে নিহতদের পরিবার ও আহত হয়ে পঙ্গুত্ব বরন কারীরা প্রতি মাসে বেতনের হিসেব করে পাবে।এবং এটা পর্যায়ক্রমে চলমান থাকবে।

তবে যেটাই করা হোক না কেন অন্তত যারা মারা গেছেন এবং যারা পঙ্গুত্ব বরন করেছেন তাদের স্বার্থ যেন শতভাগ দেখা হয়।

৬| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:১৭

মোমের মানুষ বলেছেন: মো: আতিকুর রহমান বলেছেন: রাজ হাসান বলেছেন: এরকম করলে কেমন হবে???


রানা প্লাজার জায়গা অধিগ্রহন করে সরকারী টাকায় একটা বিশাল বানিজ্যিক ভবন তৈরী করা হবে এবং সেটা হতে প্রাপ্য অর্থ এর ২০ ভাগ সরকার নিয়ে যাবে রাস্ট্রীয় কোষাগার এ এবং বাকী ৮০ ভাগ এর ১০ ভাগ খরচ হবে ভবন এর নিরাপত্ত,গ্যাস,বিদ্যুত,পানি ও রক্ষনাবেক্ষনে এবং অবশিষ্ট ৭০ ভাগ অর্থ ভবন ধ্বসে নিহতদের পরিবার ও আহত হয়ে পঙ্গুত্ব বরন কারীরা প্রতি মাসে বেতনের হিসেব করে পাবে।এবং এটা পর্যায়ক্রমে চলমান থাকবে।

তবে যেটাই করা হোক না কেন অন্তত যারা মারা গেছেন এবং যারা পঙ্গুত্ব বরন করেছেন তাদের স্বার্থ যেন শতভাগ দেখা হয়।
চমৎার একটা আইডিয়া।

৭| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:২২

সুফিয়া বলেছেন: @ আমি মো. আতিকুর রহমানের সাথে একমত পোষণ করছি। সাথে সাথে অনুরোধ করছি আসুন এর বাস্তবায়নের জন্য আমরা সবাই জোড় দাবী তুলি সরকারের কাছে ।

৮| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

শাহীন ভূইঁয়া বলেছেন: ভাবা যেতে পারে.......মন্দ নয় সিদ্ধান্ত কিন্তু এব্যাপারে কোন সংবাদ এখনো চোখে পড়েনি

৯| ১৪ ই মে, ২০১৩ রাত ১১:৫১

শাহীন ভূইঁয়া বলেছেন: At least LGED Deputy Minister says above the same idea for workers afters which will get victims and their families

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.