নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগারে হামলা চালিয়ে ২৪৩ জন বন্দিকে ছিনতাই করে নিয়ে গেছে তালেবানরা।

৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৭

বাংলাদেশের জামাত ঘরানার জঙ্গীদের শিক্ষনীয়ঃ



দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার মধ্যরাতে খাইবার পাখতুনখওয়া প্রদেশের দেরা ইসমাইল খান শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগারে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এ হামলা চালানো হয়।



পুলিশ প্রধান সোহেল খালিদ বলেন, বোমা হামলার পর সন্ত্রাসীরা মেশিন গান নিয়ে নির্বিচারে গুলি ও গ্রেডেন ছুঁড়তে থাকে।



এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয় তাদের। এতে ৬ জন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১২ জন নিহত হয়েছে।



সংবাদ মাধ্যম জানিয়েছে, কারাগারটিতে বন্দি থাকা বেশিরভাগই তালেবান ও নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনগুলোর সদস্য ছিল।



প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ৭০ জনের মতো হামলাকারী পুলিশের পোশাক গায়ে দিয়ে এ হামলা চালায়।



শহরের সিভিল কমিশনার মুশতাক জাদুন বলেন, ‘আত্মঘাতী ও পেতে রাখা বোমা হামলা চালিয়ে মানুষ হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত ৩০ জন চরমপন্থি জঙ্গিসহ ২৪৩ জন জঙ্গি পালিয়ে গেছে।’



তবে ১৪ জনকে ফের গ্রেফতার করার দাবি করেছে প্রশাসন। এছাড়া, ওই এলাকায় কারফিউ জারি করে বাকি বন্দিদের ধরতে জোরালো অভিযান চালানো হচ্ছে।



অবশ্য পুনরায় তাদের আটক করা বেশ কঠিন হবে বলেই মনে করছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.