নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

প্রভাতী স্বগোতোক্তি ----সাকার জন্য পাকিস্থানীদেরও মন কাদে

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৯

ট্রেনে -বাসে-গাড়ীতে-গঞ্জে -গ্রামে, হাটে -বাজারে , চায়ের দোকানে কিছু কিছু লোক বলে ওঠে ৪২ বছর পরে যুদ্ধপরাধীদের বিচারের কি দরকার ? তাদের কাছে যদি প্রশ্ন করা হয় তার-পিতা মাতা অথবা অতি আপনজন কোন হত্যা বা দূর্ঘটানায় মারা গেছেন তাদের কি তারা ভুলতে পেরেছেন? কোন বিশেষ দিনে তাদের কথা ভেবে অশ্রুসিক্ত হয় না? এ প্রশ্ন ভাবায় অনেকের মত আমাকেও । গতকাল একজন ফেসবুক বন্ধু পাকিস্থানী চিকিৎসক মহিলা আমার সাথে সু-সম্পর্ক থাকায় বলে উঠলো ....এ বিচার রাজনৈতিক অথবা প্রতিশোধমুলক বিচার ।তারা নির্দোষ । আন্তর্জাতিক নিয়ম মাফিক হয়নি । আমি তাৎক্ষণিক বিভিন্ন ইংরেজী পত্রিকার কাট-পেষ্ট পোষ্ট করি এবং জার্মানীর হিটলার বাহীনির বিচার , ভিয়েতনামের ট্রাইবুনালে আজও শাস্তি পাচ্ছে কোথায় ১৯৪২ আর কোথায় ১৯৭১। আরো বল্লাম যেখানে পাকিস্থান আজো পর্যন্ত আনুষ্ঠানিক ক্ষমা পর্যন্ত বাংলাদেশের কাছে চায়নি .....সে ক্ষেতে বিচারকার্যের সময়জ্ঞান বাংলাদেশের লোকদের কাছে বলে লজ্জিত হবেন না ।

জামাত-শিবিরের প্রপাগান্ডা আজ দেশ ছেড়ে বিভিন্ন দেশ-মহাদেশে ছড়িয়ে গেছে । বাংলাদেশের বর্তমান ভাবমুর্তি বিশ্বে তুলে ধরার জন্য এখনই আন্তর্জাতিক মিডিয়া ও সংগঠনের সাথে যোগাযোগ করা উচিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.