নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

প্রায় বিলুপ্ত কালোমুখী হনুমানের খাদ্য সরবরাহ আজ থেকে বন্ধ !

০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:০৭

যশোর জেলার কেশবপুরে বিরল প্রজাতির কালোমুখো হনুমানের সরকারী খাদ্য সরবরাহ আজ ১ জুলাই থেকে বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, কেশবপুরের বিভিন্ন অঞ্চলে কালোমুখো হনুমান বিচরণ করে আসছে দীর্ঘবছর যাবত। ক্রমান্বয়ে হনুমানের সংখ্যা বিলুপ্তির পথে যাওয়ার কারণে এই প্রজাতিকে রক্ষণাবেক্ষণের জন্য বে-সরকারী সংস্থার পাশাপাশি সরকারীভাবে এদের মাঝে প্রতিদিন খাদ্য সরবরাহ করে আসছে। কেশবপুরে বনবিভাগ কর্মকর্তা ইউনূচ আলী জানান, ২০১৩-১৪ অর্থবছরে বিরল প্রজাতির কালোমুখো হনুমানের জন্য সম্পূর্ণ সরকারীভাবে বনবিভাগের তত্ত্বাবধানে কেশবপুরে ৬টি পয়েন্টে প্রতিদিন ১ হাজার ৮শ টাকার খাদ্য সরবরাহ করা হত। শুরুতে হনুমানের সংখ্যা ৪৮৫টি থাকলেও বর্তমানে তা অনেক বেড়েছে। ঠিক সেই মুহূর্তে ২০১৪-১৫ অর্থবছরের শুরুতেই আজ ১ জুলাই থেকে হনুমানের খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। তাদের আগামী অর্থবছরের খাদ্য সরবরাহের জন্য প্রকল্প তৈরী করে পাঠানো হলেও তা এখনও অনুমোদন হয়ে আসেনি। যার কারণে আজ ১ জুলাই থেকে তাদের খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম জানান, এই বিরল প্রজাতির হনুমানের জন্য সরবরাহকৃত খাদ্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদেরকে সংরক্ষণের জন্য প্রতিদিন ১ হাজার ৮শ টাকা খাদ্য সরবরাহের জন্য টেন্ডার ওপেন হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১ মাস সময় লাগবে। আপাত কালীন সময়ে জরুরী ভিত্তিতে জেলা প্রশাসকের মাধ্যমে ৩ মেঃ টন গম বরাদ্দ পাওয়া গেছে। জীব বৈচিত্রের সংরক্ষনকারী সংগঠন গুলোর দৃষ্টি আকর্ষন করছি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ১১:৪১

ঢাকাবাসী বলেছেন: এখনো টেন্ডার! ঐ অপদার্থ অযোগ্য অদক্ষ ইউএনও এতকাল বসে পান চিবুচ্ছিল? আগে কেন পাঠায়নি? লাখ পন্চাশেক মানুষ কম উৎপাদিত হয়ে ঐ হনুমানগুলোকে বাঁচানো দরকার ছিল । তবে এটা বাংলাদেশ, দুনিয়ার সবচাইতে দুর্ণীতিবাজ দেশ। এখানে হনুমানরা না খেয়েই মারা যায় আর সালমান লো. কামালরা নাস্তা খেতে অসলো যায়!

২| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ১১:৪৭

শাহীন ভূইঁয়া বলেছেন: এটাই বাংলাদেশ

৩| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ১১:৪৯

মুদ্রাগণক বলেছেন: oi tendarbazder o beton Bondh kora uchit... hayre sorkar.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.