![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না
যশোরের কপোতাক্ষ পাড়ে কেশবপুর আর ভৈরবের তীরে খুলনা শহর অনেক দ্বুরত্ব । একটি বাঘ বা শিয়াল পথ পাড়ি দিয়ে আসা কঠিন । কিন্তু আপনি মাঝে মধ্যে পিরোজপুর, খুলনা, যশো্র এমন কী ফরিদপুর র্পযন্ত ট্রাক লরীতে খাবারের উদ্দ্যেশে পাড়ি দেয় বিলুপ্তপ্রায় কালোমুোখা হনুমান । সম্ভবত বাংলাদেশে এ প্রাজাতরি হনুমান আর নেই ।
আজ সকালে প্রকাশিত স্থানিয় পত্রিকায় নীচের খবরটি পেষ্ট করা হল:
চিতলমারীতে পথ ভুলে আসা হনুমানটি দলছুট হয়ে মহাবিপাকে পড়েছে। হনুমানটি পথ হারিয়ে বিভিন্ন দিক ছুটাছুটি করছে।
স্থানীয় লোকজন জানায়, গত কয়েক দিন ধরে একটি পুরুষ হনুমানকে চিতলমারী সদর বাজার ও আশপাশের গ্রামে ঘুরতে দেখা যাচ্ছে। শিশুদের তাড়া খেয়ে ভয়ে হনুমানটি বর্তমানে উঁচু গাছের মগডালে আশ্রয় নিয়েছে। প্রতিদিন এটিকে দেখতে শ’ শ’ উৎসুক লোকজন ভিড় জমাচ্ছে। খাদ্য ও আশ্রয়ের অভাবে হনুমানটির বেঁচে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সদর বাজারের ব্যবসায়ী হায়দার আলী জানান, গত ২ সপ্তাহ ধরে হনুমানটিকে এখানে ঘুরতে দেখা যাচ্ছে। এটিকে উদ্ধার করে যে এলাকা থেকে এসেছে সেখানে পাঠানো না গেলে বাঁচানো সম্ভব হবে না।
এ ব্যাপারে উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, হনুমানটি যশোর এলাকা থেকে কলা ব্যবসায়িদের ট্রাকে ভুল করে উঠে এসেছে। এটিকে উদ্ধারের চেষ্টা চলছ
২| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৫
রাজিব বলেছেন: বিলুপ্তপ্রায় প্রাণী কোন মন্ত্রণালয়ের দায়িত্বে পড়ুক বা না পড়ুক স্থানীয় মানুষ যদি এসব প্রানির প্রতি দয়া না দেখায় তাহলে এদের অস্তিত্ব হুমকির মধ্যে পরবেই।
৩| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৫
শাহীন ভূইঁয়া বলেছেন: এতগুলো হনুমানের ঐ অঞ্চলের গরীব জনগণের জন্য অসম্ভব ব্যপার । যদিও স্থানীয় কিছু এনজিও কিছু খাবার দেয় সেটা অনিয়মিত। এ ব্যপারে সরকারের নজর বিশেষ প্রয়োজন ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৯
হরিণা-১৯৭১ বলেছেন: বিনা টিকিটে ভ্রমনের শিকার