নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

বিলুপ্তপ্রায় কালোমুখো হনুমান আজ শেষের দিকে ............এরা কী কোনো মন্ত্রনালয়ের আওতায় পড়ে না!

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৪

যশোরের কপোতাক্ষ পাড়ে কেশবপুর আর ভৈরবের তীরে খুলনা শহর অনেক দ্বুরত্ব । একটি বাঘ বা শিয়াল পথ পাড়ি দিয়ে আসা কঠিন । কিন্তু আপনি মাঝে মধ্যে পিরোজপুর, খুলনা, যশো্র এমন কী ফরিদপুর র্পযন্ত ট্রাক লরীতে খাবারের উদ্দ্যেশে পাড়ি দেয় বিলুপ্তপ্রায় কালোমুোখা হনুমান । সম্ভবত বাংলাদেশে এ প্রাজাতরি হনুমান আর নেই ।

আজ সকালে প্রকাশিত স্থানিয় পত্রিকায় নীচের খবরটি পেষ্ট করা হল:



চিতলমারীতে পথ ভুলে আসা হনুমানটি দলছুট হয়ে মহাবিপাকে পড়েছে। হনুমানটি পথ হারিয়ে বিভিন্ন দিক ছুটাছুটি করছে।

স্থানীয় লোকজন জানায়, গত কয়েক দিন ধরে একটি পুরুষ হনুমানকে চিতলমারী সদর বাজার ও আশপাশের গ্রামে ঘুরতে দেখা যাচ্ছে। শিশুদের তাড়া খেয়ে ভয়ে হনুমানটি বর্তমানে উঁচু গাছের মগডালে আশ্রয় নিয়েছে। প্রতিদিন এটিকে দেখতে শ’ শ’ উৎসুক লোকজন ভিড় জমাচ্ছে। খাদ্য ও আশ্রয়ের অভাবে হনুমানটির বেঁচে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সদর বাজারের ব্যবসায়ী হায়দার আলী জানান, গত ২ সপ্তাহ ধরে হনুমানটিকে এখানে ঘুরতে দেখা যাচ্ছে। এটিকে উদ্ধার করে যে এলাকা থেকে এসেছে সেখানে পাঠানো না গেলে বাঁচানো সম্ভব হবে না।

এ ব্যাপারে উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, হনুমানটি যশোর এলাকা থেকে কলা ব্যবসায়িদের ট্রাকে ভুল করে উঠে এসেছে। এটিকে উদ্ধারের চেষ্টা চলছ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৯

হরিণা-১৯৭১ বলেছেন: বিনা টিকিটে ভ্রমনের শিকার

২| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৫

রাজিব বলেছেন: বিলুপ্তপ্রায় প্রাণী কোন মন্ত্রণালয়ের দায়িত্বে পড়ুক বা না পড়ুক স্থানীয় মানুষ যদি এসব প্রানির প্রতি দয়া না দেখায় তাহলে এদের অস্তিত্ব হুমকির মধ্যে পরবেই।

৩| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৫

শাহীন ভূইঁয়া বলেছেন: এতগুলো হনুমানের ঐ অঞ্চলের গরীব জনগণের জন্য অসম্ভব ব্যপার । যদিও স্থানীয় কিছু এনজিও কিছু খাবার দেয় সেটা অনিয়মিত। এ ব্যপারে সরকারের নজর বিশেষ প্রয়োজন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.