নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

রামের বোতল এবং কুমারী

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩



একটা ডান হাতের তর্জনী, আর একটা শরীরের পারফিউম রোজ খুঁজি
সেই কবেকার ফাল্গুুনে কোন কুমারীর পরশে যেন পেয়েছিলাম।
তার নিটোল শরীরের গেও পোশাকে তাকে অনেক ভেবেছি,
আজ ও বসন্তে তার কথা মনে হলে শাহবাগ-রমনা উদ্যানে তাকে অনুসন্ধান করি।

শেষবার রামের বোতল সমেত পৌছে গেছিলাম ওর গায়েঁর সেই আঙনায়,
শুধু হয়নি কথা, জড়িয়ে ধরেনি নিতম্ব আগের মতন করে,
তার সেই স্তন জোড়ার পরশে আমি মোটেও ক্লান্ত হইনি
শুধু দেড়শ' গজ দুর হতে ওর সমাধি স্থান দর্শন শেষে প্রত্যাগত হই শহরে।
আজও প্রতিক্ষণ, প্রতিদিনই তার মুখচ্ছবি যেন বিলবো্র্ডে হঠাত হঠাত দেখি
আবার নিমিষেই হারিয়ে যায় এক দমকা বাতাসের মতন।
অনেক কবি বিদগ্ধজন বলেছেন--
পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ ভূলতে না পারা।।
০৭-০৪-১৯৯৭
অানন্দ স্মরনী, কচুখেত
ঢাকা ক্যান্ট

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.