![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়ের নাম মুনা (ছদ্দ নাম), বয়স ২১, অনার্স ২য় বর্ষ ।
ছেলের নাম অয়ন (ছদ্দ নাম), বয়স ২৫, মাষ্টার্স ।
মুনা এবং অয়ন দু'জন দু'জনকে খুব ভালোবাসে । ওদের মধ্যে ৩বছর যাবৎ সম্পর্ক । অয়ন এর পরিবার মুনাদের পরিবারের চেয়ে অর্থ সম্পদে একটু কম । মুনার পরিবার ওদের বিষয়টি জানতে পারায় এবং বাধা দেয়ায় ওরা কয়েক মাস আগে পালিয়ে বিয়ে করারও পরিকল্পনা করেছিল । কিন্তু অয়ন বেকার থাকায় সে সিদ্ধান্ত থেকে তারা পিছু হটে । মুনার পরিবার মুনাকে বিয়ে দেয়ার জন্য গোপনে পাত্র খুজছে । মুনার বড় মামা মুনার জন্য একটি পাত্র ঠিক করেন । সবুজ (ছদ্দ নাম), বয়স ৩২, এমবিএ । একটি সরকারী অফিসের কর্মকর্তা । একদিনের নোটিশে মুনার বিয়ে হয়ে যায় ।
মুনার প্রাক্তন প্রেমিক "অয়ন" মুনার হাজবেন্ডকে ফোন করে বলছে আপনার স্ত্রীর সাথে আমার অনেক বছর সম্পর্ক ছিল এমনকি আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে বহুবার ।
আমার প্রশ্ন হচ্ছে একজন সত্তিকার প্রেমিক হিসেবে এরকম করা কি ঠিক ?
অয়ন বলছে, আপনার আর মুনার বয়সের পার্থক্য ১১ বছর । আপনার সামনে মুনা একটি বাচ্চা মেয়ে সুতরাং আপনি ওকে ধর্ষণ করছেন ।
আমার প্রশ্ন হচ্ছে বয়সের পার্থক্যের কারণে স্বামী-স্ত্রীর সম্পর্ক কখনো ধর্ষণের পর্যায়ে পড়ে ?
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
অয়ন আহমেদ বলেছেন: খিকখিক !!!! আমি প্রথমে খুশী হইছিলাম নিজেরে নায়কের আসনে দেইখ্যা। পরে মেজাজডা বিগড়াই গেল যখন দেহি কাম কাইজ সাক্ষাৎ ভিলেনের লাহান। বাই করলেনডা কি!!!
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
মিত্রাক্ষর বলেছেন: এই ছেলে ভণ্ড প্রেমিক ছাড়া আর কিছুই নাহ। ওর জন্য রইলো ঘ্রিনা আর থুতু!!!
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬
ব্যাঙ্গা বলেছেন: না। না। এবং না।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
নিলা১৯ বলেছেন: মুনার হাজবেন্ড কি আপনি ? আফসোস আপনার জন্য
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
শাহিন বলেছেন: নিলা আপনি বলবেন প্লিজ কি জন্য আফসোস ?
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
চ।ন্দু বলেছেন: অয়ন সত্যিকারে যদি ঐ সব করে থাকে তবে সে একজন ব্যাভিচারী। তার শাস্তি অর্ধেক মাটিতে পুতে স্টোন থ্রো ডেথ।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
সকাল>সন্ধা বলেছেন: ধরে নেই আপনি মেয়েটির হাসবেন্ট:
০১.আপনার প্রথম ভূল আপনি বিবাহর আগে ভাল করে যাচাই বাছাই করে বিয়ে করেন নাই।
০২.মনে রাখবেন বর্তমন যামানায় মেয়েরা তাদের আভরু রক্ষা করায় যেমন উদাশীন তেমনি তাদের পিতা মাতা।
০৩. বিবাহ যেহেতু করে ফেলেছন দেখেন এই বউ আপনার সাথে কতটুকু বিশ্বস্ত আন্তরিক। যদি ঠিক থাকে গুল্লি মারেন ঐ হালারে।
০৪. বয়সের পার্থক্য কোন বিষয় না।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
স্বপ্ন বাজীকর বলেছেন: না