![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধুমাত্র শারীরিক ভাবে ধর্ষণকে আমরা ধর্ষণ বলি কিন্তু কেন ? একটি ঘটনা বলি : আমি আমার স্ত্রীকে নিয়ে একটি মার্কেটের সামনে দাড়িয়ে ছিলাম । হঠাৎ ওর দুর সম্পর্কের এক দুলাভাই এর আগমন । অনেক বছর পরে দেখা । আমার স্ত্রী তাকে আমার সাথে পরিচয় করিয়ে দেয় । আমরা কিছুক্ষন রাস্তায় দাড়িয়ে কথা বলছিলাম । আমি খুব সুক্ষভাবে লক্ষ করলাম দুলাভাই তার শালীর দিকে বারবার পা থেকে মাথা পর্যন্ত এমনভাবে তাকাচ্ছে যেন সে খুব সুস্বাদু কোন খাবার দেখছে । সুযোগ থাকলে সে এখনই চেটে পুটে খেয়ে ফেলতো । আর কেমন নির্লজ্জ যে, পাশে আমি দাড়িয়ে আছি সেদিকে সে খেয়াল করছে না । ওনার অবস্থা দেখে আমি নিজেই লজ্জা পাচ্ছিলাম । আমার স্ত্রীও বিষয়টি লক্ষ করে । পরবর্তীতে আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করি । আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে, এটাও এক প্রকার ধর্ষণ । চোখের ধর্ষণ । রাস্তায়, স্কুল-কলেজ-ইউনিভার্সিটির সামনে যে সকল পুরুষ মেয়েদের দেখে টিজ করে তারাও ধর্ষক । এটি মুখের ধর্ষণ । এগুলোরও বিচার হওয়া উচিৎ । ধর্ষকদের শাস্তি হবে এরকম : "মৃত্যুদন্ড আর তার পরিবারের সদস্যদের জন্য যাবজ্জীবন কারাদন্ড ।"
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
একজন আরমান বলেছেন:
ভালো বলেছেন।
আপনাদের উচিৎ ছিল তখনই প্রতিবাদ করা।
এখনই সময় পরিবর্তনের।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২
সর্বহাটের কাটালিকলা বলেছেন: এমা মাইয়াগো দিকে তাকাইলে ধর্ষন হয় তা জানতাম না ।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
সাদা রং- বলেছেন: চারদিকে শুধু ধর্ষন আর ধর্ষন, গণধর্ষন, বাসেধর্ষন, বিয়ে বাড়িতেধর্ষন, রাস্তায় ধর্ষন, কলেজেধর্ষন এখন দেখি তাকিয়ে তাকিয়ে ধর্ষন। আর কি বাকি আছে তাও বলেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
শূন্য পথিক বলেছেন: ধর্ষকদের শাস্তি হিসেবে তাদের জিম্বাবুয়ে পাঠিয়ে দিতে হবে।।
এক খবরে পড়েছিলাম...ওখানে ৫-৬ টা মেয়ে মিলে এক ছেলেকে... ধর্ষণ করেছিল!
ধর্শকদের পি এল দিয়ে জিম্বাবুয়ে পাঠিয়ে দিতে হবে! নে বাবা! যত পারিস ধর্ষণ কর! নইলে জীবন যাবে!