নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহিন

শাহিন

জেগে ওঠো তিমির রাত্রি শেষে; যৌবন নয়, জীবনকে ভালোবেসে //

শাহিন › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণের প্রকারভেদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

শুধুমাত্র শারীরিক ভাবে ধর্ষণকে আমরা ধর্ষণ বলি কিন্তু কেন ? একটি ঘটনা বলি : আমি আমার স্ত্রীকে নিয়ে একটি মার্কেটের সামনে দাড়িয়ে ছিলাম । হঠাৎ ওর দুর সম্পর্কের এক দুলাভাই এর আগমন । অনেক বছর পরে দেখা । আমার স্ত্রী তাকে আমার সাথে পরিচয় করিয়ে দেয় । আমরা কিছুক্ষন রাস্তায় দাড়িয়ে কথা বলছিলাম । আমি খুব সুক্ষভাবে লক্ষ করলাম দুলাভাই তার শালীর দিকে বারবার পা থেকে মাথা পর্যন্ত এমনভাবে তাকাচ্ছে যেন সে খুব সুস্বাদু কোন খাবার দেখছে । সুযোগ থাকলে সে এখনই চেটে পুটে খেয়ে ফেলতো । আর কেমন নির্লজ্জ যে, পাশে আমি দাড়িয়ে আছি সেদিকে সে খেয়াল করছে না । ওনার অবস্থা দেখে আমি নিজেই লজ্জা পাচ্ছিলাম । আমার স্ত্রীও বিষয়টি লক্ষ করে । পরবর্তীতে আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করি । আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে, এটাও এক প্রকার ধর্ষণ । চোখের ধর্ষণ । রাস্তায়, স্কুল-কলেজ-ইউনিভার্সিটির সামনে যে সকল পুরুষ মেয়েদের দেখে টিজ করে তারাও ধর্ষক । এটি মুখের ধর্ষণ । এগুলোরও বিচার হওয়া উচিৎ । ধর্ষকদের শাস্তি হবে এরকম : "মৃত্যুদন্ড আর তার পরিবারের সদস্যদের জন্য যাবজ্জীবন কারাদন্ড ।"

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

শূন্য পথিক বলেছেন: ধর্ষকদের শাস্তি হিসেবে তাদের জিম্বাবুয়ে পাঠিয়ে দিতে হবে।। X(( X(( X((
এক খবরে পড়েছিলাম...ওখানে ৫-৬ টা মেয়ে মিলে এক ছেলেকে... ধর্ষণ করেছিল!

ধর্শকদের পি এল দিয়ে জিম্বাবুয়ে পাঠিয়ে দিতে হবে! নে বাবা! যত পারিস ধর্ষণ কর! নইলে জীবন যাবে! X(( X(( X(( X((

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

একজন আরমান বলেছেন:
ভালো বলেছেন।
আপনাদের উচিৎ ছিল তখনই প্রতিবাদ করা।
এখনই সময় পরিবর্তনের।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২

সর্বহাটের কাটালিকলা বলেছেন: এমা মাইয়াগো দিকে তাকাইলে ধর্ষন হয় তা জানতাম না ।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

সাদা রং- বলেছেন: চারদিকে শুধু ধর্ষন আর ধর্ষন, গণধর্ষন, বাসেধর্ষন, বিয়ে বাড়িতেধর্ষন, রাস্তায় ধর্ষন, কলেজেধর্ষন এখন দেখি তাকিয়ে তাকিয়ে ধর্ষন। আর কি বাকি আছে তাও বলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.