নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহিন

শাহিন

জেগে ওঠো তিমির রাত্রি শেষে; যৌবন নয়, জীবনকে ভালোবেসে //

শাহিন › বিস্তারিত পোস্টঃ

জেনে রাখা ভাল

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

- দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় অস্কারে যে স্টাচু দেওয়া হয়েছিল,

সেটা কাঠের তৈরি ছিল। কারণ তখন ধাতুর যোগান কম ছিল।



- পিঁপড়েরা কখনো ঘুমায় না। তারা সারাজীবন জেগে থাকে।

...

- প্রাচীনকালে মিশরীয়রা পাথরের বালিশে ঘুমাতেন।



- একটা ডিমের খোসায় প্রায় ১৭০০০ ছোট ছোট গর্ত থাকে।



- আমেরিকাতে প্রতিদিন প্রায় ৭৫ একর জমির সমান পিতজা খাওয়া হয়।



- একটা গরু সিড়ি দিয়ে উপরে উঠতে পারে কিন্তু নামতে পারে না।



- কাঠ ঠোকরা এক সেকেন্ডে ২০ বার ঠোকরাতে পারে।



- একটা পিঁপড়ে জলের তলায় দু-দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।



- গ্রিটিংস কার্ড যারা কেনে তাদের মধ্যে ৯৩% মহিলা।



- বছরে একটা মুরগি গড়ে ৩০০টা করে ডিম পারে।



- প্রতিদিন হাসপাতালে গড়ে ১২ জন সদ্যজাত শিশুর মা-বাবা আদল-বদল

হয়ে যায়।



- বাথরুমের চাইতে অফিসের ডেস্কে ৪০০ গুন বেশি ব্যাকটিরিয়া থাকে।



- দু'জন মানুষ চুমু খাওয়ার সময় দশ মিলিয়ান থেকে এক বিলিয়ান

ব্যাকটিরিয়া আদান-প্রদান করে।



- সারা বিশ্বে প্রতি মিনিটে ২০০ বাচ্চা জন্মায়।



- একটা জোঁকের মাথায় ৩২ টা মস্তিস্ক থাকে।



- হরিণরা দিনে মাত্র ৫ মিনিট করে ঘুমায়।



- একমাত্র হার্মিং বার্ডই পিছন দিকে উড়তে পারে।



- কাঁদলে যদি ডান চোখ দিয়ে জল আগে পড়ে, তা হলে সেটা আনন্দের

কান্না। দুঃখের সময় বাম চোখের জল আগে পড়ে।



- একসময় পৃথিবীতে সোনার চেয়ে লোহার দাম বেশি ছিল।



- খাবারের মধ্যে একমাত্র মধুই কখনো পচে না।



- প্রাচীন মিশরে বিড়াল মরে গেলে শোক পালন করতে সকলে ভুরু

কেটে ফেলত।



- ছেলেরা তাদের জীবনের ২৯৬৫ ঘন্টা দাড়ি কামিয়েই কাটিয়ে দেয়।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

চারশবিশ বলেছেন: ভাল তথ্য

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

ইয়ার শরীফ বলেছেন: কত অজানারে

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

অনীনদিতা বলেছেন: কাঁদলে যদি ডান চোখ দিয়ে জল আগে পড়ে, তা হলে সেটা আনন্দের
কান্না। দুঃখের সময় বাম চোখের জল আগে পড়ে।
আমার সবসময় বাম চোখের জলই আগে পড়ে:(
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.