![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রকম ফের
হাজার ধরন, হাজার বরণ, বস্ত্র আছে পণ্য আছে
মনের দামে শূন্য কিছু, কিছু হিরামনি;
রকম ফেরের বিভেদ ফলে কারো চোখে অনল জ্বলে
কারো চোখে ভাসে সোনার খনি।
সবার ভাষা সবার আশা একই হবে
কে কবে শুনেছে ভবে
তফাৎ রবে এটাই বরং ঠিক,
তাকায় মানুষ একটা দিকে
তার পানে তাকিয়ে নয়টা দিক।
চাওয়া পাওয়ার রকম ফেরে
সজ্জিত এ মস্ত দুনিয়াটা,
মানুষ ভেদে হিত বিপরীত হবে তবু
অনন্তকাল চলবে জোয়ার ভাটা।
©somewhere in net ltd.