| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুল, কাণ্ড, পত্র, শাঁখের চুড়ায়
কোথাও নেই কৃষ্ণ বরণ,
গ্রীষ্মের ধাবদাহে ফোটে
মাধুরিমা চমকে ওঠে
নেচে ওঠে পিয়াসীর দু নয়ন।
পাপড়িগুলোয় দেখি সোপ সোপ হলুদেরে
রক্তিম বরণে ঘেরা,
কোন কালে কে ? কেন দিলরে?
নাম তার কৃষ্ণ চুড়া!
আমি বিভোরে তাকাই তার দরশনে
ভালো লাগে মিতালী এক সাথে,
যেন মাঝে থাকি করি মাখামাখি
নিজেকে হেলিয়ে দেই তার শাঁখে।
সময়ের পথ পাড়ি দিতে দিতে
কতোই তো বদলায় এ বসুন্ধরা,
কৃষ্ণ নামের তরে মোরে ব্যাথিত করে
তোমাকে ডাকবো আমি রক্ত চুড়া।
০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:২৯
শাহজালাল হাওলাদার বলেছেন: শূন্য নীড়ে ভালো লাগার ভিড়
শূন্যতা ভেঙ্গে হবে চৌচির
ভালোবাসার সওদা নিয়ে
ভিড়বে তরী ভরাবে নীড়।
ভালো থাকুন।
২|
০৩ রা জুন, ২০১৭ রাত ৮:০৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর+++++
০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:০৪
শাহজালাল হাওলাদার বলেছেন: অনেক ভালো থাকুন রমজানুল মুবারকে,
এত সুন্দর একটা ফুলের অসামঞ্জস্য নামকরণ আমাকে ব্যথিত করেছে।
৩|
০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৩২
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +
০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:১৭
শাহজালাল হাওলাদার বলেছেন: ধন্যবাদ ভাইয়া, কবিতা দৃষ্টিতে নন্দিত হওয়াতে।
এক সময়কার একপেশে নাম করণের প্রাপ্তি ই এ কৃষ্ণচূড়ার নাম করন বলে আমার কাছে মনে হয়।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো। +++