![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরাবরই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আই সি সিকে একটা অযোগ্য, অপদার্থ সংস্থা বলেই মনে হইছে আমার কাছে। এই সংস্থার কি কাজ সেটা তারা নিজেরাও জানে না। দুইটা দেশ নিজেদের মধ্যে আলোচনা কইরা সিরিজ খেলার সিদ্ধান্ত নেয়, অবশ্য অনুমতি চাইয়া নেয় আই সি সির কাছে। কিন্তু আমার কথা হল দুইটা দেশ যদি নিজেরা আলোচনা করে, সিদ্ধান্ত নেয় তাহলে এই অকর্মণ্য সংস্থাটার দরকার কি??অস্ট্রেলিয়া কিম্বা ইন্ডিয়া, ইংল্যান্ড তারা বছরে ঠিকই ১৫-২০ টা টেস্ট খেলে, ওইদিকে আমগো লাইগা ৩ টা টেস্ট ও জুটেনা বছরে।
ক্রিকেটের স্বার্থ নিয়া যে সংস্থা কাজ করে তাদের সামনে কি করে একটা বছরে ১০ টা দেশ সমান সংখ্যক ম্যাচ খেলতে পারেনা। টেস্ট, ওয়ান ডে, টি২০এর প্রতিটা বিভাগের রেঙ্কিংই অযৌক্তিক। প্রতিটা দেশ যদি সমান ম্যাচই না খেলে, প্রতিটা খেলোয়াড় যদি সমান সংখ্যক ম্যাচই না খেলে তাহলে কিভাবে তুলনা করা সম্ভব!!!
বাংলাদেশের সাথে খেলবে কি খেলবে না এ বিষয়ে ইন্ডিয়া কিম্বা ইংল্যান্ড কিম্বা অস্ট্রেলিয়া বলার কে?? টেস্ট স্ট্যাটাস যেহেতু দেয়া হইছে তারা পারুক আর না পারুক খেলতেই হবে, ৫ দিনের ম্যাচ ২ দিনে শেষ হোক আর ৩ দিনে!!! আই সি সি শিডিউল করবে সবার জন্য সমান ম্যাচ রাইখা, সবাইকে খেলতে হবে নইলে পানিশমেন্ট।
মোদ্দা কথা হল, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা কিম্বা ইন্ডিয়া বছরে যতগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ, জিম্বাবুয়েকেও ততগুলো খেলতে দিতে হবে। ওয়ান ডে স্ট্যাটাস প্রাপ্ত প্রতিটা দেশকেই সমান ম্যাচ খেলার ব্যবস্থা করে দিতে হবে। তাহলেই আই সি সি একটা কার্যকর সংস্থায় পরিনত হবে। বাংলাদেশের স্বার্থেই চাই আই সি সি নিজের পায়ে দাঁড়াক।
পুনশ্চঃ আর বাংলাদেশ কে ফাকিস্তানে পাঠানো নিয়া আই সি সির যে অবস্থান ছিল সেজন্য দুই দলা কফযুক্ত থুথু উপহার দিলাম আই সি সি কে!!!
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
শাহনূর সুমন বলেছেন: ধন্যবাদ। আমি খুব ভালো লিখতে পারিনা। আপনারা যারা ভালো লিখতে পারেন তাদের থেকে একটা ভালো লিখা আশা করছি এই বিষয়ে।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
হাসান। বলেছেন: আইসিসি'কে গদাম...........আর পোষ্টে ++++++++++
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
শাহনূর সুমন বলেছেন: ধন্যবাদ!!!
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
আয়রন ম্যান বলেছেন: আইসিসি একটা নপুংশক সংস্থা। আর তাদের নীতি বলতে কিছু নেই। ক্রিকেট বিশ্বকে আইসিসি কিছুই দিতে পারছে না।
তবে এদিক দিয়ে ফুটবলের ফিফা অনেক এগিয়ে। ফিফার নিয়ম-কানুন আইসিসির চাইতে অনেক উন্নত। ফুটবলে যোগ্যতার প্রমাণ দিতে পারলে বাংলাদেশও ব্রাজিল-আর্জেন্টিনার সাথে খেলার সুযোগ পাবে। এবং সেখানে কেউ কারো সাথে খেলায় অস্বীকৃতি জানাতে পারবে না বা জানাবেও না।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
শাহনূর সুমন বলেছেন: সহমত!! ক্রিকেট বিশ্বব্যাপী ছড়িয়ে না পড়ার মূল নায়ক আই সি সি!!!
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
বিজয় বেষ্ট বলেছেন: আপনার কথায় যুক্তি আছে। আসল কথা হল ICC নীচের সারির দলগুলোকে উপাখ্যান করে। যার জন্য অনেক দেশ ক্রিকেটে ভাল করেও হারিয়ে যায়। যেমন, কেনিয়া আগে অনেক ভাল দল ছিল। কিন্তু তারা এখন হারিয়ে গেছে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
শাহনূর সুমন বলেছেন: কেনিয়া শেষ হয়েছে শুধু মাত্র আই সি সির কারনে। শেষ কবে তাদের খেলা দেখেছেন বলেন তো!!! এভাবে কোন দিনও ক্রিকেটের প্রসার হবে না!!!
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: +++