![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিখ্যাত সোভিয়েত লেখক আর্কাদি গাইদারের(১৯০৪- ১৯৪১) 'ইশকুল' তার অন্যতম শ্রেষ্ঠ রচনা। ১৯২৯ সালে লেখা এই বইটি রাশিয়ার তরুনপ্রজন্মের কাছে এখনও অনেক পছন্দের। ইশকুল আত্মজীবনিধর্মি সাহিত্য। লেখক তার কৈশোরে ১৪ বছর বয়সে লাল ফৌজে যোগ দিয়েছিলেন। এই উপাখ্যানে তিনি তার কৈশোরের সেই যুদ্ধজীবনের ঘটনারই চিত্র এঁকেছেন।
ইশকুলের নায়ক বরিস গোরিকভও তার মতন নিজের ঘরবাড়ি ও পুরোনো ইশকুল ছেড়ে 'সমাজতন্ত্রের উজ্বল রাজ্যের' জন্য লড়াই করতে চলে যায়।
নিজের কৈশোরের সেই সংগ্রামী পর্বের কথাপ্রসঙ্গে গাইদার লিখেছিলেনঃ আমার জীবনকাহিনী যে অসাধারন তা নয়- অসাধারন ছিল আসলে সেই সময়টা। এ হলো অসাধারন সময়ের এক সাধারন জীবনকাহিনী।
- বই থেকে
বইটি সুখপাঠ্য তাই পড়ে দেখার অনুরোধ রইলো। অনেক আগের ‘কলকাতা বাংলার' অনুবাদ কিঞ্চিৎ বিরক্তির কারন হতে পারে!
©somewhere in net ltd.