নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসা ভালোবাসি।

শাহনূর সুমন

কিছুই বলার নেই।

শাহনূর সুমন › বিস্তারিত পোস্টঃ

কেদারার বিবর্তন!!!

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৬

একদা একসময় কেদারা ছিল কাঠের তৈরি। পশ্চাৎদেশ কিংবা পিঠ খুব একটা আরাম পাইতো না। কালের বিবর্তনে উহাতে ফোম লাগিল, নাম হইল আরামকেদারা!!!!

বিবর্তন কিন্তু থামিয়া থাকেনাই, হেথায় কাষ্ঠের বদলে প্লাস্টিক স্থান দখল করিল, কাষ্ঠও নতুন নতুন চেহারা পাইতে লাগিল, তার উপর আবার ফোমের সেকি বাহাদুরি!!! পশ্চাৎদেশ কিংবা পিঠ আরামে আরামে জর্জরিত হইল!!!

কিন্তু বিবর্তন থামিয়া যায় নাই! কিঞ্চিৎ বুমেরাঙের ভাব লইয়াছে!! ইদানিং বিভিন্ন অফিস ঘুরিয়া সেটাই দৃষ্টিগোচর হইল!! কতিপয় ব্যক্তি তাহাদের আরামকেদারা ব্যারামকেদারা বানাইয়া ফেলিয়াছে!!!!

যেথায় পশ্চাৎদেশ ও পিঠ স্পর্ষিত হয় হেথায় ফোমের উপরিভাগে একখন্ড কাষ্ঠ বিছাইয়া আরাম রূপী ব্যারাম হইতে নিস্তার লাভের প্রানান্ত চেষ্টা চালাইতেছে!!!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৭

ঢাকাবাসী বলেছেন: লেখার ভাষাটি সুন্দর।

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২১

শাহনূর সুমন বলেছেন: ধন্যবাদ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.