![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ করেই পকেটে হাত দিয়ে খেয়াল হলো মোবাইলটা নেই। বুকের ভেতর ছ্যাঁৎ করে উঠল। দ্রুত ছুটলাম আবার পেছনের রাস্তায়। মনে ক্ষীণ আশা, যদি পাওয়া যায়! বেশ খানিকক্ষণ রোদ মাথায় ঘুরাঘুরি করে কাজটা খড়ের গাঁদায় সুঁচ খোঁজার চেয়েও কঠিন মনে হওয়াতে শেষ পর্যন্ত খোঁজাখুঁজিতে ইস্তফা দিয়ে এক দোকানে ঢুকলাম নিজের মোবাইলেই ফোন করার জন্য। ফোন বাজছে। বেজে চলেছে। একবার। দুইবার। ওইপাশে কেউ ধরছে না। কিছুটা অস্থির লাগে। আবার চেষ্টা করি। এবার ফোন ধরল ওপাশ থেকে কেউ। কোন কিছু না শুনেই হড়বড় করে বলা শুরু করলাম, "প্লীজ ফোনটা রাখবেন না। আপনাকে অনুরোধ করছি, আমার কথাটা শোনেন, ফোনটা কেটে দিয়েন না প্লীজ..." মাঝপথে কথা থামিয়ে দিয়ে ওপাশ থেকে মায়ের গলা ভেসে আসে, "আরে গাধা! তোকে নিয়ে আর পারি না! আজকেও আবার বাসায় ফেলে গেছিস মোবাইলটা!" [উৎস: সচলায়তন- অতন্দ্র প্রহরী-র ব্লগ (http://www.sachalayatan.com/shahriar_mamun/18025)]
দুই পায়ে সুতলি দিয়ে পলিথিন বাঁধা। নীল পলিথিন। গায়ের পোষাক ছেঁড়া। নোংরাও। দেখতে লম্বা-চওড়া। স্বাস্থ্য ভাল। মাঝবয়সী। আর ডান হাতে মাঝারি আকারের একটা চ্যালা কাঠ।
পাগল!
জিরো পয়েন্ট ও পি.এন. গার্লস্ স্কুলের মাঝামাঝি ইলেক্ট্রনিক্স মার্কেটগুলোর সামনের রাস্তায় দিনের বেশ কিছু সময় তাকে দেখা যায়। কোন দোকানের সামনে ঠায় দাঁড়িয়ে থাকা কিংবা পথচারীদের কাছে থেকে টাকা চাওয়া অথবা ধূমপানরত রিক্সাওয়ালার হাত থেকে জলন্ত বিড়ি তুলে নেওয়া তার নিত্য-নৈমিত্তিক রুটিন।
সেদিনও একইভাবে চলছিল। রাস্তার প্রচুর যানবাহনের ভেতর দিয়ে পূর্বদিক থেকে একটা সাদা গাড়ী আসতে দেখা গেল। সেটা কাছাকাছি পৌছুতেই হাতের চ্যালা কাঠ তরবারির মতো উপরে উঁচিয়ে পাগল মাঝ রাস্তায়..
"থাম!" -আকাশ কাঁপিয়ে হুঙ্কার ছাড়ল।
সাদা গাড়িটা ক্যাঁচ্ করে ব্রেক কষল। এলিট ফোর্স RAB-এর টহল জীপ! আশেপাশের সমস্ত পথচারী মুহুর্তের জন্য স্ট্যাচু বনে গেল!
"মাথায় পট্টি বেঁধেছিস ক্যান?" -গাড়ির আরোহীদের উদ্দেশ্য করে কৈফিয়ত চাইল সে। তারপর উত্তরের অপেক্ষা না করে রাস্তা পেরিয়ে অজানায় হাঁটা ধরল। পেছনে রেখে গেল বিষ্ময়াভূত কিছু মানুষকে।
জামাল সুপার মার্কেটের দোতলা হতে সবার মত আমিও বিষ্ফোরিত দৃষ্টিতে ঘটনাটা প্রত্যক্ষ করলাম!!!
(সত্য ঘটনা অবলম্বনে)
সেপ্টেম্বর, ২০০৪
রাজশাহী
[ আমার কৈফিয়ত: এক যুগেরও বেশি সময় আগে লেখা। লিখেছিলাম, কিন্তু কোথাও প্রকাশিত হয়নি। কয়েকদিন আগে পুরাতন কাগজপত্র ঘাঁটতে গিয়ে লেখাটা খুঁজে পেলাম। প্রায় হুবহু কপি-পেস্ট করে দিলাম। পাগলটাকে অনেকদিন হলো দেখতে পাইনা। তার কি হয়েছে, কেইবা খোঁজ রাখে! সে হলো পাগল, মানুষ তো আর না!!! ]
২৫ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
ভুলো মন বলেছেন: ধন্যবাদ।
ইতিমধ্যে ঘুরাঘুরি করে এসেছি!
২| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: প্রায় ৫ বছর পর ............. ব্লগার লিস্টে আপনার নাম দেখেই ২ সেকেন্ড ভেবেই ঢুকে পড়লাম। ভুলো মন নাম দেখেই মনের চোখে আপনার প্রোফাইল পিকটা ভেসে উঠেছিলো। ঠিক আছে কিনা, তা দেখার জন্যই ঢু মেরেছি, স্মৃতি আমার সাথে প্রতারণা করেনি....
০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪২
ভুলো মন বলেছেন: জ্বী!
ধন্যবাদ আপনাকে।
কেমন আছেন আপনি? কোথায় আছেন? কি করছেন ইদানিং?
৩| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৬
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ভালো আছি-ঢাকা-ফিন্যান্সিয়াল সেক্টরে চাকুরী ও সংসার। আপনি ?
২৫ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭
ভুলো মন বলেছেন: আমি ব্যবসা ও সংসার।
৪| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৩
মাহবুবুল আজাদ বলেছেন:
২৫ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১০
ভুলো মন বলেছেন:
৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩
শামচুল হক বলেছেন: পাগলের কাজ কারবার
২৫ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯
ভুলো মন বলেছেন: ধন্যবাদ।
আমাকে পাগল বলেলনি নিশ্চই!!
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩
ভুলো মন বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা!
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৭
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।
৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪০
কাওসার চৌধুরী বলেছেন:
আপনি এতো ভালো লেখেন। তবে সাড়ে সাত বছরে মাত্র ২৪টি পোস্ট!!
গড়ে ৪ মাসে একটা পোস্ট। মানতে পারলাম না।
২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
ভুলো মন বলেছেন: ধন্যবাদ আপনাকে। একমাত্র আপনিই বললেন ভাল লিখি। লেখালেখি করার ইচ্ছা, কিন্তু হয়ে উঠছে না।
৯| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৫০
হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এতো অল্প পোষ্ট কেন? আরো পোষ্ট চাই।
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
ভুলো মন বলেছেন: সবার একই অভিযোগ, অল্প পোষ্ট!! দেখি কি করা যায়!
১১| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট আর দিবেন না?
২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
ভুলো মন বলেছেন: একটু ব্যস্ত হয়ে পড়েছি, দেখি কি করা যায়!
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৭ রাত ৯:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুন লাগল। মনের ভুলে না হয় আমার ওদিকটা না হয় ঘুরে আসলেন!