নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"এক হাতে হাতুড়ি, অন্য হাতে কলম\"

শাহরিয়ার ১৯৭৮

কলম যার সময় তার

শাহরিয়ার ১৯৭৮ › বিস্তারিত পোস্টঃ

‘‘পুঁজিবাদে আল্লাহর নাম টাকা, মসজিদের নাম ব্যাংক’’

০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

এই মুহুর্তে প্রবচনটি আমার মতো করে ব্যখ্যা করতে ইচ্ছে করছে, বর্তমানে চারদিকে চুর-ডাকাত, ভন্ড-প্রতারকদের ভন্ডামির নগ্ন অবস্থা দেখে ধর্মের প্রতি সন্দেহ হচ্ছে । আমার চারপাশে যে পরিমাণ মসজিদ আছে তা মনে হয় দেশের কোন অঞ্চলেও নেই, প্রায় দুই তিন হাজার গজ অন্তর অন্তর সুদৃশ্য মসজিদ। মসজিদের অধিকাংশই দুর্নীতিপরায়ণ সমাজপতি আর ভদ্রবেশী রাজনৈতিক নেতা-কর্মী, চুর-ডাকাতদ্বারা পরিবেষ্টিত। বছরের পর বছর নির্মাণ-পূনর্নিমাণের নাম করে ধর্মভিরুদের কাছ থেকে মসজিদ নামক ব্যংকে টাকা সংগ্রহ করে। মানুষও হুর-পরী পাওয়ার আশায় দান-খয়রাত করেন অনেক। ঐ সকল ব্যক্তি-গুষ্ঠি এমন কায়দায় টাকা তসরুপ করে, আমার মনে হয় পুঁজিবাদের শোষকরাও তাদের কাছে হার মানবে।
আমার অফিসের পাশের বিল্ডিং শহরের বড় মসজিদ, মসজিদের কর্মযজ্ঞ আর টাকা চুরির দৃশ্য দেখে অনেক কিছুর উপরই সন্দেহ বেড় যাচ্ছে। আগে শুনতাম রাজনৈতিক ব্যক্তি-গুষ্ঠি সমাজ নিয়ন্ত্রণ করত আর এখন লাজ-শরম ছাড়া তারাই করে যাচ্ছে । এ রকম চলতে থাকলে সমাজ-রাষ্ট্র কোন দিকে যাবে। রাষ্ট্র গেছে, রাজনীতি গেছে, ধর্মও গেল। মনে পড়ে দার্শনিক হুমায়ুন আজাদ ছ্যারের আরও একটি প্রবচনের কথা “ যত দিন এক জন প্রথাবিরূধী মানুষ থাকবে তথদিন পৃথিবী মানুষের।’---

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

তাল পাখা বলেছেন: সবকিছুই নষ্টদের দখলে চলে যাচ্ছে। ধর্মের নামে চলছে অধর্ম। তাই আমরাও ভুল করে ধর্মের দোষ দিচ্ছি।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

শাহরিয়ার ১৯৭৮ বলেছেন: অনেকটা এরকম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.