![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্বৃত্তদের একের পর এক পৈশাচিক হত্যাকাণ্ডে স্বাধীন বাংলার মানুষ অসহায়। রাষ্ট্রের শাসকদের কৌশলী কথাবার্তায় মনে হয় ভিক-টিমদের এরকম পরিণতি অপরিহার্য ছিল। ভবিষ্যতে যারা মানুষের কথা বলবে মুক্তির কথা বলবে বাক স্বাধীনতার কথা বলবে তাদের এরকমই পরিণতি হবে। যেহেতু একের পর একের হত্যা-গুম-ধর্ষণ হচ্ছে অথচ সরকার কোন যৌক্তিক সমাধানের দিকে যাচ্ছে না সেহেতু রাষ্ট্রের শোষিতদের দরে নিতে হবে দেশে শোষণ-শাসন-পীড়ন চলছে এবং চলবে। ঠিকে থাকতে হলে প্রতিনিয়ত চাপাতি-পুলিশ-র্যাব-আর্মিসহ সরকারে বিভিন্ন পেটোয়া বাহিনীর সাথে সংগ্রাম করথে হবে। সরকার-জঙ্গি-হেফাজত সবাই একই বিত্তের বাসিন্দা। বিকল্প শক্তি সময়ের দাবি, বিচ্ছিন্নভাবে থাকলে একের পর এক গুম-হত্যার প্রতিবাদ-সমাবেশ, মানব-বন্দন করতে করতে এক দিন দেখা যাবে ব্যানার দরে দাঁড়িয়ে থাকার মানুষটিকেও তার মেরে ফেলেছে।
©somewhere in net ltd.