নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

আমাদের নেতা নামক মূর্খরা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৩

ঘৃণা প্রকাশ করতে নিজের নাম বদলে ফেলার ঘটনা বিরল।

এক মূর্খ চাটুকরের কান্ড দেখে হাসছি আর হাসছি। আওয়ামিলীগ এমপি খন্দকার গোলাম ফারুক তার নাম থেকে "খন্দকার" শব্দ কেটে দিছেন। কারণ মুক্তিযুদ্ধের উপাধিনায়ক আ কে খন্দকার শেখ মুজিবের বিরুদ্ধে "জিয়ে পাকিস্তান" বলার অভিযোগ করেছেন।

সেইটা কথা নয়। কথা হলো, খন্দকার বাদ দিয়ে তার নাম এখন গোলাম ফারুক।

তো, যে কর্ণেল ফারুক শেখ মুজিবরে মারলো, নিজের নাম থেকে সেই "ফারুক" কাটলো না কেন? এখন যদি "গোলাম ফারুক" থেকে "ফারুক" কাটা হয়,তাহলে থাকবে শুধু "গোলাম"।

তারপর গোলাম আজমের নামে যেহেতু "গোলাম" আছে, তো ওই বেক্তির নাম থেকে "গোলাম" কেটে দিলে, এই আওয়ামী সংসদের নামের কী অবস্থা হবে, ভেবে ব্যাপক বিনোদন পাচ্ছি!

এক্ষেত্রে আমার একটা সাজেশান আছে, কারও নাম বলতে ভুলে গেলে আমরা তাকে "ইয়ে" বলে ডেকে থাকি, সুতারং তাকে ইয়ে বলে ডাকতেই পারি।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৪

িটউব লাইট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪০

সরদার হারুন বলেছেন: ইহা কি সত্য ???

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ১০০% সত্য

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৫

ভিটামিন সি বলেছেন: মজা তো। এমন করে ভেবে দেখি নাই। তবে নামের অংশ কাটাতে বোঝতে পেরেছিলাম ওইটা চাটুকারের বাচ্চা চাটুকার।

ওই চাটুকারের নামটা তাইলে কি দাঁড়াইলো?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: .................................... এমন কিছু হয়তোবা

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬

ইজাজআহমেদ বলেছেন: হাউ ফানি

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অবশ্যই

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩১

হাসান রাজিবুল বলেছেন: মজা পাইলাম

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: না পেয়ে উপায় আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.