নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

আবার বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণের উদ্যোগ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নামে প্রস্তাবিত নতুন

বিমানবন্দর নিমার্ণে আবার কার্যক্রম শুরু হয়েছে। এই প্রকল্পটি

পুনর্বিবেচনা করছে সরকার। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের

ভিত্তিতে এবার এই প্রকল্পে খরচ বাড়ছে ৩০ হাজার কোটি টাকা।

এ বিষয়ে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ এইচ এম জিয়াউল হক বলেন,

‘সরকার ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর’ নির্মাণ

প্রকল্প পুনর্বিবেচনা করছে। নতুন এই বিমানবন্দরের স্থান, পূর্ণাঙ্গ

সমীক্ষা, সম্ভাব্য খরচ এবং নকশার অনুরোধ করে পিপিপি অফিসে

একটি প্রস্তাব পাঠানো হয়েছে।’হিসাব করে দেখা গেছে, ২০১১ সালে

যেখানে ৫০ হাজার কোটি টাকায় হতো এখন ৮০ হাজার কোটি

টাকার মত লাগবে।

মন্তব্যঃ বাংলাদেশে বর্তমানে তিনটি আন্তর্জাতিক এবং পাঁচটি অভ্যন্তরীণ

বিমানবন্দর রয়েছে। এত ছোট ও গরিব একটি দেশে আর বিমান

বন্দরের প্রয়োজন আপাতত এবং নিকট ভবিষ্যতে নেই। বিমান বন্দরের

নামে ৮০ হাজার কোটি টাকা নষ্ট না করে বরং ২৬ হাজার কোটি

টাকায় পদ্মা সেতু তৈরি করা অধিক জরুরি।

আশাকরি সুশীল সমাজ সরকারকে বিষয়টি বোঝাতে সক্ষম হবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

ঢাকাবাসী বলেছেন: যত বড় প্রজেক্ট তত বেশি টাকা কমিশন। প্রজেক্ট হোক আর না হোক পার্সেন্টেজটা আসবেই!

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

ভিটামিন সি বলেছেন: এইটা আর কিছু না, জাষ্ট রাজনৈতিক কুটচাল। শহীদ প্রেসিডেন্ট জিয়ার নামে আর্ন্তজাতিক বিমানবন্দর ছিলো, সেটা দিয়ে ৯০% লোককে দেশ পাড়ি দিতে হতো। সেইটা কারো কারো গায়ে ফোস্কা ফেলেছে। তাই নাম চেণ্জ করে একেবারে হ-য-ব-র-ল বিমান বন্দর নাম দিয়া দিছে। এতেই ক্ষান্ত হয় নাই, ওমুকের বউয়ের লাল ব্রা আছে। আমারও একখান লাগব এমন অবস্থা হয়া গেছে আরকি। দেশের আভ্যন্তরীন সড়ক যোগাযোগ, কর্মসংস্থান, প্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান (গ্রাজুয়েশন পর্যায়ে), বন্যা নিয়ন্ত্রণ, দারিদ্র ও ক্ষুধা নিরাময়, পূণর্বাসন প্রকল্প, সবার ঘরে বিদ্যুৎ, সরকারি দলের সন্ত্রাস বন্ধ করা এসব না করে আবার বিমান বন্দর!!! আমারে প্রধানমন্ত্রী বানায়া দেন, কারো নামে দেশে কিছু রাখবো না। সবকিছু হবে ফুল, পাখি, নদী, ফলের নামে।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

ইমরান আশফাক বলেছেন: এইবার আর রেহাই নেই, গতবার আড়িয়াল বিলে ভালো রকম শিক্ষা পেয়ে এইবার ওরা আদা-পানি খেয়ে লাগবে অর্থাত বানিয়েই ছাড়বে।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

আমায় ডেকো না বলেছেন: জনগনের টাকা এভাবে যথেচ্ছ খরচের তীব্র প্রতিবাদ জানাই। এই নব্বই হাজার টাকা খরচ করার আরো অনেক জরুরী খাত আছে সেখানেখরচ করা হোক।এ দেশ কারো বাবার , আর কারো শহীদ(?) স্বামীর উত্তরাধিকারি সম্পত্তি নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.