নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
অনেকেই তর্ক করে সিগারেট খাওয়া হালাল নাকি হারাম এই নিয়ে কিন্তু এই লেখাটি এ বিষয়ে তর্কের সমাপ্তি করবে বলে আশা করছি।
কুরআন-হাদীস কি বলে একটু দেখে নেয়ার পর আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব। ইনশাআল্লাহ
★ সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়"।
আল্লাহ পাক বলেন, "তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" [বাকারা-১৯৫]
★ সিগারেট নেশাজাতীয় জিনিস।
নবী করিম (সাঃ) বলেছেন, "প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩]
★ কেউ একসাথে ১০ টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য।
রাসূল (সাঃ) বলেছেন, "যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]
★ সিগারেট অপবিত্র জিনিস।
আল্লাহ পাক বলেন, "তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।" [আরাফ-১৫৭]
★সিগারেটে অপব্যায় ছাড়া কোন ফায়দা নেই।
আল্লাহ পাক বলেন, "নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।" [সূরা ইসরা-২৭]
★সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়।
রাসূল (সাঃ) বলেন "যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।" [বুখারী]
★সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়।
জাহান্নামীদের খাবারের প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, "এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না।" [গাশিয়াহ-৭]
[[এ বার আপনি সিদ্ধান্ত নিন হারাম সিগারেট
খাবেন নাকি ছেড়ে দেবেন]]
২| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০২
বংশী নদীর পাড়ে বলেছেন: আপনার আপত্তি না থাকলে ভাই আপনার এই মূল্যবাদ লেখাটা আমার ফেইসবুকে শেয়ার করতে চাই।
১১ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:২৮
আল-শাহ্রিয়ার বলেছেন: you can
৩| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০৮
হেল্পফুল হাব বলেছেন: ধন্যবাদ।
সম্পর্কিত প্রশ্নের উত্তরঃ ইসলাম ধর্মে সিগারেট খাওয়া কি হারাম?
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০১
বংশী নদীর পাড়ে বলেছেন: মূল্যবাদ সময় ব্যয় করে কুরান এবং হাদীস থেকে সিগারেট হারাম/হালাল বিষয়ে যে গুরুত্বপূর্ন তথ্যটি তুলে ধরেছেন এজন্য সত্যিই আপনি প্রশংসার দাবীদার। আমিও আশা করি ধূমপায়ী যদি ইসলাম ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন এবং মুসলমান বলে নিজেকে পরিচয় দিতে চান তাহলে এই লেখাটা পড়ে তিনি ধূমপান আর করবেন না। কিন্তু একটি কথা রয়েই যায়___ চোর না শুনে ধর্মের কথা।