নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলের দেহে মাদকাসক্তির আলামত পাওয়ার পর তাকে দেশটির নৌবাহিনী থেকে বের করে দেয়া হয়েছে।
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্নাতক আইনজীবী হান্টার বাইডেন গত বছরের জুনে রিজার্ভ ফোর্স হিসেবে নেভিতে যোগ দিয়েছিলেন।
পার্ট টাইমার হিসেবে নৌবাহিনীতে দায়িত্ব পালনের জন্য গত মে মাসে ৪৩ বছর বয়সি হান্টারকে নিয়োগ দেয়া হয়। কিন্তু একমাস পর পেশাব পরীক্ষায় কোকেন গ্রহণের আলামত পাওয়ার পর হান্টারকে মার্কিন নৌবাহিনী থেকে অপমানজনকভাবে বের করে দেয়া হয়। এ খবরের বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের দফতর বা নৌবাহিনী কোনো মন্তব্য করে নি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হান্টারকে নৌবাহিনী থেকে বের করে দেয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
©somewhere in net ltd.