নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
নানা অজুহাতে মেরামত না করে বিআরটিসির দুই শতাধিক বাস সংস্থাটির বিভিন্ন ডিপোতে অযত্নে ফেলে রাখা হয়েছে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বাসগুলোর আয়ুষ্কাল ডিপোতেই শেষ হয়ে যাচ্ছে। অথচ বাসগুলো মেরামত করলে রাজধানীতে গণপরিবহন সংকট কমানোর পাশাপাশি যাত্রীসেবা বাড়ানো যেত।
মাত্র ৮ থেকে ১০ কোটি টাকায় বাসগুলো মেরামত করে চলাচল উপযোগী করা যায়। তা না করে ১৫ থেকে ২০ গুণ বেশি টাকায় নতুন বাস কেনায় বেশি আগ্রহী সংস্থাটি। সোয়া ৪শ' কোটি টাকায় আরও ৫শ' বাস কেনার একটি প্রস্তাব পাঠানো হয়েছে ইকোনমিক রিলেশন্স ডিভিশনে (ইআরডি)। এ জন্য ঋণদাতা খোঁজা হচ্ছে। অথচ ডিপোতেই নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার বাস।
অভিযোগ রয়েছে, নতুন বাস কিনলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিআরটিসির শীর্ষ কর্মকর্তাদের পকেট ভারি করার সুযোগ তৈরি হয়। সে কারণেই নতুন বাস কেনার জন্য মরিয়া বিআরটিসি।
জয় বাংলা , বিআরটিসি সামলা।
১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৩
আল-শাহ্রিয়ার বলেছেন: মজা পেলাম আপনার মন্তব্যটি পড়ে।
২| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৯
এমএম মিন্টু বলেছেন: এটা যোদি নতুন বাস না কিনে নতুন রাস্তা কেনার পরিকল্পনা করতো দেশের জন্য ভালো হোতো ।
১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২১
আল-শাহ্রিয়ার বলেছেন: নতুন রাস্তা তৈরি করার পদক্ষেপ নিলে দেশের জন্য ভালো হত
৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৪
খেলাঘর বলেছেন:
এসব সংস্হা 'সরকার ও যাত্রীদের' সম্নয়ে গঠিত ব্যবসায়িক কমিটি দ্বারা চালনাই সমাধান।
১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫২
আল-শাহ্রিয়ার বলেছেন: এটাকে প্রাইভেট কম্পানি করে দিতে হবে।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২১
ঢাকাবাসী বলেছেন: দুর্ণীতিতে পাঁচবারের চ্যাম্পিয়ন দেশে কখনোই আর ভাল কিছু আশাই করিনা!
১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৫
আল-শাহ্রিয়ার বলেছেন: মানুষ আশায় বাঁচে! আশাহীন বেঁচে থাকা আর মৃত্যুর ভেতর তেমন পার্থক্য নেই।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০০
নেবুলাস বলেছেন: দেশের মানুষের অনেক বুদ্ধিই আছে যা সরকার কাজে লাগিয়ে জনগনের জীবন মান উন্নত করতে পারে। কিন্তু যে সরকারের জনগনের কাছে জবাবদিহিতার কোন ভয়-ডর নাই (স্রষ্টার নিকট জবাবদিহিতার কথা বাদই দিলাম), তাদের কাছ থেকে আপনি কি-ই বা আর আশা করতে পারেন। আওয়ামীলীগ এইবার যেই খেলা দেখাইল তাতে করে ভবিষ্যতে ৩০০ আসনও যদি ভাগ বাটোয়ারা করে নেয় তাতে মোটেও অবাক হব না।
১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
আল-শাহ্রিয়ার বলেছেন: কথা সত্য
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৬
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: নষ্ট এসব বাস ডিপোতে না ফেলে বিভিন্ন ইউনিভার্সিটির ল্যাবের জন্য দিয়ে দিলেই তো ভালো হতো।