নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার-সম্পর্কিত কমিটির বৈঠকে জানানো হয়েছিল, ধর্মভিত্তিক সংগঠন হিজবুত তওহিদকে নিষিদ্ধের চিন্তাভাবনা করছে সরকার অথচ গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় এই সংগঠনের এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
বিগত দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলিকালে হিজবুত তওহিদের অনেক সদস্যকে আটক করে পুলিশ। এমন সংগঠনের অনুষ্ঠানে কীভাবে প্রধান অতিথি হলেন—পরে নৌমন্ত্রীকে এ প্রশ্ন করা হলে তিনি প্রথমে বলেন, ‘আমি জানতাম না।’
আলোচনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হিজবুত তওহিদের মুখপত্র দৈনিক দেশেরপত্র ও দৈনিক বজ্রশক্তির ব্যানারে। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন হিজবুত তওহিদের প্রতিষ্ঠাতা প্রয়াত মো. বায়েজিদ খান পন্নীর মেয়ে ও দেশেরপত্র-এর ভারপ্রাপ্ত সম্পাদক শাহানা পন্নী। বক্তব্য দেন হিজবুত তওহিদের আমির ও দেশেরপত্র-এর উপদেষ্টা মসীহ উর রহমান।
তাহলে জঙ্গিদের মদতদাতা কি সরকারের মধ্যেই!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.