নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
এবোলা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ছে এমন কথা বলে আফ্রিকা মহাদেশে মার্কিন হস্তক্ষেপ বাড়ানোর চেষ্টা করছে আমেরিকা।
ডেট্রয়েটভিত্তিক প্যান-আফ্রিকান নিউজ ওয়্যারের সম্পাদক ও মানবাধিকার কর্মী আবাইয়োমি আজিকিইউয়ে এ অভিযোগ করেছেন।তিনি বলেন, মার্কিন আফ্রিকা কমান্ড তৈরি করা হয়েছে এ মহাদেশটিতে হস্তক্ষেপ করার জন্য। এখন এবোলা রোগ চিকিৎসা কিংবা এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর নামে আফ্রিকা কমান্ড বাহিনীকে ব্যবহার করা হচ্ছে।
এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পেন্টাগনকে পশ্চিম আফ্রিকার লাইবেরিয়া, গায়ানা ও সিয়েরা লিওনে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন। এর আওতায় পেন্টাগন এসব দেশে ৩,৬০০ সেনা মোতায়েন করবে। এরইমধ্যে লাইবেরিয়ায় শত শত সেনা মোতায়েন করা হয়েছে।
মনে পড়ে জৈনিক এক ডাক্তার এর কথা যিনি ইন্ডিয়ার কোন এক রাজার ছেলের জীবন রক্ষা করেছিলেন বিনিময়ে ইস্ট-ইন্ডিয়া কোম্পানিকে এদেশে প্রবেশের সুযোগ করে দিয়েছিলেন। তার পরের ঘটনা তো আমাদের সকলেরই জানা, যা আমাদের জন্য এক লজ্জাজানক ইতিহাস হিসাবে চিহ্নিত থাকবে............
©somewhere in net ltd.