নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

আমার দেশ" পত্রিকার কার্যালয় আগুন দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত?

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩০

আজ ঢাকার কারওয়ান বাজারের বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনে অগ্নিকাণ্ডের ফলে জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট/কাগজপত্র/কম্পিউটার সার্ভা সবকিছু পুড়ে গেছে। এছাড়া ভবনটিতে থাকা এনটিভি ও আরটিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়।

আমার দেশ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদা ডলি বলেন, আজ আমার দেশ পত্রিকার কার্যালয় নিকেতনে স্থানান্তর করার কথা ছিল। এই অগ্নিকাণ্ডের তদন্তের দাবি করে এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু বলেছেন, এ ঘটনার তদন্ত করা উচিত। কি কারণে বার বার আগুন লাগছে, সেটার তদন্ত করে আসল তথ্য বের করতে হবে।



আমার দেশ" পত্রিকার কার্যালয় কি আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে/নাকি এটি একটি দুর্ঘটনা ছিল? কিছু প্রশ্নের উত্তর খুজলেই তা যে কারো কাছে তা আমাদের কাছে পরিস্কার হয়ে যাবে !!!

>>প্রশ্নঃ ১

-ঠিক যে দিন অফিস অন্য জায়গায় পরিবর্তন করা হবে, সেই দিন কেন আগুন লাগবে ???

>>প্রশ্নঃ ২

-কাওরান বাজারের মত জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে এত দেড়ি হল ???

>>প্রশ্নঃ ৩

*আজ থেকে ৭ বছর আগে এই ভবনেই "এনটিভি" কার্যালয়ে আগুন লেগে ধ্বংস হয় !!

ধরেন একটা ভবনে যদি আগুন লাগে, তাহলে তার "ফায়ার প্রটেকশন সিস্টেম অবশ্যই উন্নত করতে হয় / কারণ এখানে ইন্সুরেন্সের ব্যাপার আছে!

-তাহলে এই ভবনে কেন উন্নত ফায়ার প্রোটেকশন এপ্লাই করে আগুন নেভানো হল না ???

>>প্রশ্নঃ ৪

২০০৭ সালের অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট কেন এখন পর্যন্ত জমা দেওয়া হয়নি???

>>প্রশ্নঃ ৫

কি কারণে বার বার একই ভবনে আগুন লাগছে???



ছোট একটি তথ্যঃ ওই ভবনে অবস্থিত ৩ টি গণমাধ্যমই (এনটিভি, আরটিভি এবং দৈনিক আমার দেশ) সরকারের বিরোধী পক্ষ সমর্থিত।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: দুঃখিত মডারেশন প্যানেল কাজ করছে না।

২| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫২

নতুন বলেছেন: যখন আগুন লাগে তখন কি এনটিভি, আরটিভি এবং দৈনিক আমার দেশ এর লোকজন সবাই বাইরে ছিলো?

এই ভবনে যদি এদের সবাই কাজ করে... তবে আগুন কে দিলো?

আমাদের দেশে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের লোকের অভাব নাই...

আর ঘরে আগুন লাগলে আলু পোড়ানোর মানুষেরও অভাব নাই...

৩| ০১ লা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯

হেডস্যার বলেছেন:
তদন্তের আগেই যারা বলছে এটি ইচ্ছাকৃত, তারা নিশ্চই এর রহস্য জানে।
এদের সবগুলারে খোয়াড়ে ঢুকাইয়া ডিম্ব থেরাপি দিলেই আগুনের পেছনের কারন জানা যাবে।

আমার দেশ (পাকিস্তান) পত্রিকায় আগুন ইচ্ছাকৃত হোক বা দুর্ঘটনা হোক.....আল্লাহ যা করে ভালোর জন্যই করে।

B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.