নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
সামুতে এটা আমার শততম পোস্ট তাই গুরুগম্ভীর পোস্ট বাদ দিয়ে একটু রসাত্মক পোস্ট দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগতে পারে।
বিবাহ সম্পর্কিত বিভিন্ন উক্তি আমাদের সমাজে প্রচলিত আছে, সেগুলোর ভেতর থেকে মনিষীদের বাছাই করা কিছু উক্তি তুলে ধরছি-
১।একজন পুরুষ বিয়ের আগ পর্যন্ত অসম্পূর্ণ থাকে এবং বিয়ের পর সে শেষ হয়ে যায় - রডনি ডেঞ্জারফিল্ড, আমেরিকান কৌতুকাভিনেতা
২।বিয়ে হলো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতোই প্রাকৃতিক, অযৌক্তিক এবং ভীষণ গুরুত্বপূর্ণ ---- স্যামুয়েল জনসন
৩। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে
নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা ----শুপেনহাওয়ার
৪। মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর ছেলেরা
বিয়ের পর----পোলিশ প্রবাদ
৫। স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও কষ্ট,
আঘাত পেলেও কষ্ট ----রবীন্দ্রনাথঠাকুর
৬।আমি অনেক বছর যাবৎ আমার স্ত্রীর সঙ্গে কথা বলিনি। আমি তার বক্তব্যে বাধা দিতে চাই না ---- রবার্ট ব্লক, সাহিত্যিক
৭। বিয়েটা একটা রোমাঞ্ছকর উপন্যাস, যার প্রথম পরিচ্ছেদেই
নায়কের মৃত্যু হয়ে থাকে---সেক্সপিয়র
৮। কোনো পুরুষ যদি স্ত্রীর জন্য গাড়ির দরজা খুলে দেয়, তাহলে হয় গাড়িটা নতুন অথবা তার নতুন বিয়ে হয়েছে ---- ডিয়েগো ম্যারাডোনা
৯।অবিবাহিত পুরুষদের ওপরউচ্চহারে কর বসানো উচিত। তারা কেন অন্যদের চেয়ে সুখে থাকবে? ---- রিটা রুডনার
১০।বিয়ে হলো কল্পনার কাছে বুদ্ধির পরাজয়। দ্বিতীয় বিয়ে হলো আশার কাছে অভিজ্ঞতার পরাজয়। ----অস্কার ওয়াইল্ড
১১। যদি ভাল স্ত্রী পাও, তা হলে তোমার নিজের লাভ। কারন তখন
তুমি সুখী হতে পারবে।কিন্তু যদি খারাপ স্ত্রী পাও তা হলে দেশের লাভ,
কারন তখন তুমি দার্শনিক হতে পারবে----গ্রিক মতবাদ
১২।আমার মনে হয়, যেসব পুরুষের কান ফুটো করা, তারা বিয়ের জন্য ভালোভাবেপ্রস্তুত। কারণ, তারা ব্যথা সহ্য করেছে এবং অলংকারও কিনেছে। - স্টিভেন স্পিলবার্গ
১৩।বিয়ে একটি জুয়া খেলা - পুরুষ বাজী রাখে স্বাধীনতা আর নারী বাজী রাখে সুখ-----মাদ সোয়াজেন।
বিশিষ্ট মনিষী আল-শাহ্রিয়ার এর মতে অবিবাহিত জীবনের সুবিধা সমুহঃ
*স্বাধীনতা
*বন্ধু, আড্ডা, গান
*প্রশ্নহীন জীবন
*ঘুরে বেড়াবার স্বাধীনতা
*টেনশনহীন জীবন
*আয়- ব্যয়ের স্বাধীনতা
*নিজের জীবনের ওপর নিজের অধিকার
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০
ভূতের কেচ্ছা বলেছেন:
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪
বলেছেন: +++++++
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬
টিট ফর টেট বলেছেন: !!!!!
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০
জাহাঙ্গীর জান বলেছেন: বিয়ে মানুষের জীবনে পূর্ণাঙ্গতা পায় তারপরও কারো জীবনে পোষ মাস, আর কারো সর্বনাশ ।+++++ পোস্ট
৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪
আদম_ বলেছেন: বিশিষ্ট মনিষী আল-শাহ্রিয়া কে ঝুলানো হউক
কারণ তিনি অবিবাহিতদের অসুবিধার কথা বলেননি।
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫
আল-শাহ্রিয়ার বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০
ফারুক৭ বলেছেন: ++