নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
আপনি কি জানেন, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে এমন একটি মসজিদ আছে, যে মসজিদে এলাকার লোকজনের প্রবেশ নিষিদ্ধ।
সেই মসজিদে প্রবেশ করতে পারে না আলিয় পন্থি কেউ।
আহলে হাদীস দের সে মসজিদে প্রবেশের অনুমতি নেই।
কোন কওমি দেওবন্ধি এর অনুসারীরা প্রবেশ করতে পারে না।
হানাফিদের প্রবেশাধিকার নেই সেই মসজিদে।
শাফেয়ি, মালেকি, হাম্বলি তথা মাজহাবীদের সে মসজিদে প্রবেশ নিষেধ।
সে মসজিদে প্রবেশের অনুমতি নেই কোন শিয়া সুন্নি কারো।
হক্কানী হোক বা ভন্ড হোক কোন পীরের মুরিদ প্রবেশ করতে পারেনা।
প্রবেশ করতে পারে না তবলিগ জামায়াতের লোকজন ও।
নবীজির বর্নিত ৭৩ দলের কোন ১দলেরও অনুমতি নেই সে মসজিদে প্রবেশের।
প্রশ্ন জাগতে পারে, কারা যায় এ মসজিদে ইবাদতের উদ্দেশ্যে??
আর কোথায়ই বা অবস্থিত সে মসজিদ।
এ মসজিদটি রাজধানী শহরের পুরান ঢাকার বকশিবাজারে অবস্থিত।
“কাদিয়ানী জাতীয় কেন্দ্র পরিষদ“ এর অন্তর্গত মসজিদটির নাম
“কাদিয়ানী জাতীয় কেন্দ্রীয় মসজিদ”।
নাম শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন,, কারা এ মসজিদে প্রবেশ করতে পারে?
হ্যা! একমাত্র কদিয়ানীরাই এ মসজিদে প্রবেশ করতে পারে। তবে যেই সেই নামমাত্র কাদিয়ানী নয়। কাদিয়ানীদের বহু যাচাই বাছাই এর পর বিস্বস্ত কাদিয়ানীদের এ মসজিদের ডুকার জন্য “প্রবেশ পত্র“ প্রদান করা হয়। যাদের কাছে “প্রবেশ পত্র“ আছে, একমাত্র তারাই এ মসজিদে প্রবেশ করতে পারে, অন্য কেউ নয়।
এ মসজিদে কি করা হয়, তা কেউ জানে না,, জানে না তাদের ধর্ম শিক্ষা পদ্ধতি, তারা এর ভিতরে কি পরামর্শ করে তা কেউই বলতে পারবে না। মসজিদ গেটে রয়েছে বহু অস্ত্রধারী দারোয়ান যাদের চোখ ফাকি দিয়ে মসজিদে প্রবেশ আকাশকুসুম কল্পনা।
২| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩৩
পুরান লোক নতুন ভাবে বলেছেন: হুম ভালো একটা খবর দিলেন!!
৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২১
রিফাত হোসেন বলেছেন: ফেবু কপি কপি লাগে
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৩
আল-শাহ্রিয়ার বলেছেন: হ্যাঁ ইনফর্মেশন টা ফেবুতেই পেয়েছি কিন্তু ব্লগে শেয়ার করার ইচ্ছাটা আটকে রাখতে পারিনাই
৪| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৯
নীল আকাশ ২০১৪ বলেছেন: কাদিয়ানিদের ইবাদতখানাকে কখনোই মসজিদ বলা যায়না - ওটা এক প্রকার মন্দিরই। নাবিস্কো মোড়ে রেল ক্রসিঙয়ে অবস্থিত কাদিয়ানি মন্দিরে একবার ঢুঁ মেরে দেখতে পারেন। সেখানে গোলাম আহমদের ছবি টাঙ্গানো আছে।
হাদীসে আছে, যে ঘরে প্রাণীর ছবি বা কুকুর থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেনা। আর যে ঘরে রহমতের ফেরেশতাকে ঢুকতেই ডেওা হোয়ণা, টাকে আপনি মসজিদ বলেন কোন যুক্তিতে?
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮
আল-শাহ্রিয়ার বলেছেন: হ্যাঁ ওটাকে মসজিদ বা মন্দির কোনটাই বলা যাবে না
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:০৯
ডার্ক ম্যান বলেছেন: ঢাকায় গেলে সেখানে অন্তত একবার ঢুঁ মেরে আসতে চাই।