নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

ওবামা change/পরিবর্তন শ্লোগানের প্রবর্তক কিন্তু ব্যার্থ বাস্তবায়ক!!!!

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

বারাক (হুসেইন) ওবামা - ৪৪ তম মার্কিন প্রেসিডেন্ট।

বারাক হুসেইন ওবামা ১৯৬১ সালের ৪ টা আগষ্ট জন্মগ্রহন করেছিলেন। তিনি একজন আফ্রিকান-আমেরিকান হিসেবে সর্বপ্রথম আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন এবং প্রথম একজন কালো মানুষ হয়েও ৪টা নভেম্বর ২০০৮ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। পরপর দুই বার ক্ষমতায়ও ছিলেন, এখন পর্যন্ত আছেনও। তবে গন জরিপে তিনি আমেরিকার নিকৃষ্টতম প্রেসিডেন্ট।



নির্বাচনের আগে ওবামা বলেছিলেন তিনি অ্যামেরিকা সম্পর্কে সারা বিশ্বের মানুষের খারাপ ধারনা গুলোকে মুছে ফেলবেন। মার্কিন সব ধরনের নীতিতে পরিবর্তন আনবেন। আজ ৬ বছর গত হয়েছে কিন্তু কিছু প্রশ্নের উত্তর ওবামা দিতে পারবেন না



>>সারা বিশ্ববাসী কি অ্যামেরিকাকে তাদের বন্ধু ভাবতে পেরেছে?

>>ওবামা কি মধ্যপ্রাচে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে?

>> বিশ্বের বৃহত্তম বন্দিশিবির গাজানিবাসী একজন ফিলিস্তিনির প্রশ্ন

ওবামা কি ফিলিস্তিনি নিধনে সমর্থন দান বন্ধ করেছেন ?

>>ওবামা কি জঙ্গিবাদ সৃষ্টি করা বন্ধ করেছেন?

>>ওবামা কি বিশ্বব্যাপী মুসলিম হত্যা বন্ধ করেছেন?

>>ওবামা কি আফগানস্থানে যুদ্ধ বন্ধ করেছেন?

>>ওবামা কি ইরাকের মানুষ হত্যা বন্ধ করেছেন?

>>ওবামা কি অস্ত্র ব্যাবসার প্রসার ঘটাননি?

>>ওবামা কি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রসার রুখতে

সঠিক ভুমিকা রেখেছেন?

>>ওবামা কি আল-কায়েদা অপেক্ষা ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপ

আইএস সৃষ্টি করেন নাই?

>>ওবামা কি তালেবান অপেক্ষা ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপ

বোকো হারাম কে অস্ত্র সরবরাহ করেন নি?

>>ওবামা কি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অভিশাপ থেকে

দুনিয়ার মানুষকে মুক্ত করতে সফল হয়েছেন ?

>>বিশ্বের মুসলমানদের শত্রু বানিয়ে সম্পদ দখলের

অভিসন্ধি কি শেষ হয়েছে?

>>ওবামা কি সিরিয়ার মানুষকে শান্তিতে থাকতে দিয়েছেন?

>>ওবামা কি লিবিয়ার শাসন ব্যাবস্থা ভেঙ্গে দেই নি?

>>রোহিঙ্গাদের রক্ষায় ওবামা কি কোন উদ্যোগ গ্রহন করেছেন?

>>ওবামা কি আফ্রিকার দেশগুলোর প্রাকৃতিক সম্পদ লুটে নেওয়ার

চেষ্টা বন্ধ করেছেন?



ওবামা নিছকই ওয়াল স্ট্রিটের ব্যাংকার, ইসরায়েল লবি আর সিভিকো-মিলিটারি-করপোরেট ত্রিভুজের হাতের পুতুল। মার্কিন শাসনব্যবস্থা আর অর্থনীতি যে কতটা গণবিরোধী, তা ওবামার ব্যর্থতা দিয়েই খোলাসা হয়েছে।

ওবামা হয়ত মার্কিন অর্থনীতিতে কিছুটা ভুমিকা রেখেছেন, কিন্তু তার সময়েই কিন্তু অ্যামেরিকা অর্থনীতিতে তার ১ম স্থান হারিয়েছে!



এই আমেরিকা খুব দ্রুতই বদলাবে না, ওবামাও বিশ্বের রক্ষাকর্তা হতে পারেন নাই, ভবিষ্যতে তার স্থানে যিনি আসবেন তিনি ও একই অবস্থানে থাকতে বাধ্য হবেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

সরদার হারুন বলেছেন: সচিন সেনের সিরাজদৌল্লা নাটকের কয়েকটা সংলাপ মনে পরছে।
......নিজেদের কথা
ভাবুন রাজা, নিজেদের কথা ভাবুন.......।
আমরা কি আমাদের যা করা উচিৎ ছিল তা করতে পেরেছি ? আমেরিকা যেবিশ্ব লুন্ঠন কারী
তা সর্বজনবিধিত ।
তবুও আপনার কথার সত্যতা আছে শতভাগ তাই++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ

২| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২

খেলাঘর বলেছেন:
>>সারা বিশ্ববাসী কি অ্যামেরিকাকে তাদের বন্ধু ভাবতে পেরেছে?
- না, সম্ভব নয়।

>>ওবামা কি মধ্যপ্রাচে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে?
-না, মধ্যপ্রাচে শান্তি আসবে না সহজে: ওখানে সম্পদের তুলনায় শিক্ষা পেছেন।

>> বিশ্বের বৃহত্তম বন্দিশিবির গাজানিবাসী একজন ফিলিস্তিনির প্রশ্ন
ওবামা কি ফিলিস্তিনি নিধনে সমর্থন দান বন্ধ করেছেন ?

- ১৯৯৩ সাল থেকে প্রতিটি যুদ্ধ শুরু হয়েছে ফিলিস্তিনীদের পক্ষ থেকে।


>>ওবামা কি জঙ্গিবাদ সৃষ্টি করা বন্ধ করেছেন?
- এটা লম্বা ও চলমান প্রসেস, তার সময়ে কিছুটা কমেছে।


>>ওবামা কি বিশ্বব্যাপী মুসলিম হত্যা বন্ধ করেছেন?

- মুসলিম দেশগুলোতে "ইসলামিক সিভিল-ওয়ার " শুরু করেছে নিজেদের মাঝে সুন্নী, শিয়া, ওয়াহাবী,কুর্দরা; আমেরিকা এটাকে থামাতে পারবে না।



>>ওবামা কি আফগানস্থানে যুদ্ধ বন্ধ করেছেন?

- আফগান যুদ্ধ সীমিত হয়ে আসছে।

>>ওবামা কি ইরাকের মানুষ হত্যা বন্ধ করেছেন?

- ইরাকে শিয়া,সুন্নী ও কুর্দদর যু্দ্ধ ওবামা বন্ধ করতে পারবে কিছুটা; আমেরিকান যুদ্ধ বন্ধ হয়েছে।



>>ওবামা কি অস্ত্র ব্যাবসার প্রসার ঘটাননি?

- না।


>>ওবামা কি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রসার রুখতে
সঠিক ভুমিকা রেখেছেন?

-হ্যাঁ


>>ওবামা কি আল-কায়েদা অপেক্ষা ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপ
আইএস সৃষ্টি করেন নাই?

- না, এটাই " "ইসলামিক সিভিল-ওয়ার "।


>>ওবামা কি তালেবান অপেক্ষা ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপ
বোকো হারাম কে অস্ত্র সরবরাহ করেন নি?

- ওবামা অনেককে অস্ত্র দিয়েছে ও দিবে, তবে মানুষের অধিকার রক্ষার জন্য।



>>ওবামা কি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অভিশাপ থেকে
দুনিয়ার মানুষকে মুক্ত করতে সফল হয়েছেন ?

- কোন নবীও তা পারেনি।



>>বিশ্বের মুসলমানদের শত্রু বানিয়ে সম্পদ দখলের
অভিসন্ধি কি শেষ হয়েছে?

- মুসলমানদের সম্পদ বলতে তেল; মুসলমানেরা তা 'ব্যক্টিগতভাবে' লাববান হতে গিয়ে পশ্চিমের হাতে তুলে দিচ্ছে।

>>ওবামা কি সিরিয়ার মানুষকে শান্তিতে থাকতে দিয়েছেন?

আসাদ ৩০ বছর, বাশার ১৭ বছর ক্ষমতায়; সিরিয়াও "ইসলামিক সিভিল-ওয়ার' এর শিকার।


>>ওবামা কি লিবিয়ার শাসন ব্যাবস্থা ভেঙ্গে দেই নি?

- না।

>>রোহিঙ্গাদের রক্ষায় ওবামা কি কোন উদ্যোগ গ্রহন করেছেন?

- না।

>>ওবামা কি আফ্রিকার দেশগুলোর প্রাকৃতিক সম্পদ লুটে নেওয়ার
চেষ্টা বন্ধ করেছেন?

-চীন আফ্রিকা লুট করছে।

০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভাই আপনি ওবামা'র একজন বড় ভক্ত আপনার মন্তব্যই তার প্রমান।
স্নোডেন নিজেই বলেছেন আইএস CIA, MOSAD এর একটি প্রোজেক্ট।
ফিলিস্থিন যুদ্ধ শুরু করেছে বলে সত্যি হতাশ করলেন।
সবথেকে অবিবেচকের মত একটি শব্দ উচ্চারণ করেছেন ইসলামইক সিভিল ওয়ার। ইরাক-সিরিয়াতে কি শিয়া, সুন্নি বা কুর্দি যুদ্ধ হচ্ছে নাকি আইএস বনাম সাধারন জনগন + সরকারের যুদ্ধ চলছে?
হ্যাঁ তবে আপনি যদি লোহার চশমা পড়ে(BBC/CNN) দেখেন তবে ওবামার অনেক ভালো গুন দেখতে পারবেন।
সত্যি বলতে ওবামা অনেক আশার বানী শুনিয়েছেন মাত্র কিন্তু বাস্তবায়ন করতে পারেন নি তিনিই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি নিজ দেশের সেনা ও গোয়েন্দা সংস্থাকে পর্যন্ত তার নিয়ন্ত্রণে ব্যার্থ হয়েছেন। মনে রাখবেন মার্কিন জনগন তাকে সব থেকে নিকৃষ্ট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে, আমি কিন্তু নই!

৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৩

খেলাঘর বলেছেন:

" মনে রাখবেন মার্কিন জনগন তাকে সব থেকে নিকৃষ্ট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে, আমি কিন্তু নই! "

- আমি োবামার সাপোর্টার।
_ওবামা সাধ্যানুসারে পৃথিবীকে সাহায্য করেছে।

আইএষআই গঠনে মুসলিম বিরোধীদের ভুমিকা আছে; কিন্ত যারা যুদ্ধ করচে, তাদের নিজস্ব স্বার্থও আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.