নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
আল-মনিটর নামক ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে অর্থের তহবিল সংগ্রহের জন্য মানব-অঙ্গ পাচারের চেষ্টা করছে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।
আল-মনিটর জানায় সিরুওয়ান আল-মসুলি নামে এক বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন, সম্প্রতি তিনি ইরাকের মসুল শহরের হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র গুলোতে ইসলামের নাম ব্যবহারকারী সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করেছেন।
এসব হাসপাতালে আরব ও বিদেশি ডাক্তারদেরকে ভাড়া করা হয়েছে কিন্তু স্থানীয় ডাক্তারদেরকে তাদের সঙ্গে মিশতে দেয়া হয় নি। এরপর তথ্য ফাঁস হয়ে গেছে যে, তারা মানব-অঙ্গ বিক্রির চেষ্টা করছে। মসুলেরই একটি হাসপাতালে সার্জারির কাজ হয়েছে এবং দ্রুত সেখান থেকে পেশাদার পাচারকারী চক্রের মাধ্যমে এসব অঙ্গ-প্রত্যঙ্গ পরিবহন করা হয়েছে।
সিরুওয়ান আল-মসুলি জানিয়েছেন- যুদ্ধবন্দি, আহত সেনা ও অপহৃত ব্যক্তিদের অঙ্গ-প্রত্যঙ্গ পাচারের জন্য সংগ্রহ করা হয়েছে। আর এসব কাজের জন্য জন্য মসুলে একটি বিশেষায়িত মেডিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।
এই সন্ত্রাসী এই গোষ্ঠী বর্তমানে ইরাক ও সিরিয়ার বিরাট একটা অংশজুড়ে তৎপর রয়েছে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আর দুঃখজনক হলেও তাদেরকে সহায়তা দিচ্ছে সৌদি আরব, কাতার এবং তুরস্কের মতন কিছু মুসলিম দেশসহ আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা।
©somewhere in net ltd.