নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষা না দিয়েও জিপিএ-৫ !! ভালো তো ভালো না!!!

১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৬

প্রায় তিন মাস আগে স্বপরিবারে হাতীবান্ধা ছেড়ে ঢাকায় গার্মেন্টসে কাজ নেয় সাজ্জাদ হোসেন সাকিব। এমনকি স্কুলের মডেল টেস্ট পরীক্ষাতেও অংশ নেয়নি সে। অথচ সেই সাজ্জাদ পিএসসি পরীক্ষায় অংশ না নিয়েই জিপিএ-৫ - পেয়েছে।



শিক্ষা খাতে এতো বেশি উন্নায়ন হয়েছে যে অভাবনীয়। সত্যি আর কোন খাতে হোক আর না হোক শিক্ষাখাতে আজ আমরা ডিজিটাল কান্ট্রিতে পরিণত হয়েছি।

পরিক্ষার অন্তত ৫-৭ দিন পূর্বেই প্রশ্ন পাওয়া যায় ফেসবুকে,

পরিক্ষা হলে সমবায় পদ্ধতিতে পরীক্ষা দেওয়া সম্ভব এই দেশেই,

শিক্ষক কত্রিক প্রশ্ন পত্রের সমাধান এক মাত্র আমাদের দেশের হলগুলতেই পাওয়া সম্ভব।

৪০ হাজার থেকে ২ লক্ষ্ টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের আনার্স পাসের সনদ লাভ করা সম্ভব হয় শুধুমাত্র এই দেশেই।

সর্বশেষ সংযোজন পরীক্ষা না দিয়েই সব বিষয়ে এ প্লাস পেয়ে জিপিএ গোল্ডেন ৫।

স্যালুট শ্রদ্ধেয় সৎ, চরিত্রবান, নিঃস্বার্থ মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ।



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৯

কলাবাগান১ বলেছেন: ৩০-৪০ লক্ষ ছাত্র/ছাত্রীর মধ্যে একজন (মাত্র ১ জন) ছাত্রের বেলায় এই ভুলটা হয়েছিল এবং এর জন্য ত্বরিত ব্যবস্হা ও নেওয়া হয়েছিল (সাসপেন্ড এবং কারেকশান)।

আপনাদের ইস্যুর দৈন্যতা দেখে দয়া হয়..... মাইক্রস্কোপ দিয়ে খুজে খুজে ইস্যু বানাতে হয়...... আপনাদের কাছে হয়ত গ্রেনেড মেরে একটা দলের ২৫-৩০ জন কে মেরে ফেলা তেমন ইস্যু না কিন্তু ৩০-৪০ লক্ষের মধ্যে একটা ভুল সেটাই বিরাট ইস্যু।

১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: পরীক্ষার পূর্বেই প্রশ্ন পাচ্ছে কি একজন? সমবায় পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছে কি একজন? টাকার বিনিময়ে সনদ পাচ্ছে কি একজন? নাকি শিক্ষক কত্রিক উত্তর পত্র সরবরাহ করা হচ্ছে একজনকে?

আর একজনের একটি পরীক্ষার মার্কস অন্যজন পেতেই পারে, কিন্তু যে কোন পরীক্ষাই দেয়নাই তার কিভাবে রেজাল্ট আসে তাও গোল্ডেন A+ ভাই আপনাদের মতন জ্ঞানী-গুনি বাক্তিরা যদি এসব মেনে নেন তবে দেশের জন্য ধ্বংস ছাড়া আর কি বা অপেক্ষা করবে?

২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: অদ্ভুট উটের পিঠে চড়ছে দেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.