নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
ওয়াহাবি মতবাদ ইসলাম সম্পর্কে নানা ধরনের অদ্ভুত ও উগ্র মতবাদ প্রচার করে থাকে। ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদীদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় গড়ে-ওঠা এই মতবাদকে মুসলমানদের মধ্য বিভেদ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে ঐতিহ্যবাহী ইসলামী মাজহাবগুলোর পক্ষ থেকে অভিযোগ রয়েছে।
অতীতে ওয়াহাবি আলেমদের কেউ কেউ হারাম বলে উল্লেখ করতেনঃ
সাইকেলে চড়া,
মোটর গাড়িতে চড়া,
রেডিও শোনা,
টেলিভিশন দেখা ও
মোবাইল ফোন ব্যবহার করাকে।
এছাড়াও ওয়াহাবিদের আরো কিছু হাস্যকর ফতোয়ার মধ্যে রয়েছেঃ
দেয়ালের পাশে নারীদের ঘুমান হারাম, কারণ
আরবি সাহিত্যে দেয়াল পুরুষ বাচক!
টমেটো খাওয়া হারাম,
সমুসা খাওয়া হারাম,
নারীর কাছ থেকে শসা কেনা হারাম!
তবে যৌন জিহাদ নামক পতিতাবৃত্তিকে সমর্থন করে ওয়াহাবিরা।
সর্বশেষ সংযোজনঃ
একজন পুরুষ যদি চরম ক্ষুধার মুখোমুখি হন তাহলে তিনি তার স্ত্রীকে কেটে টুকরো টুকরো করে খেতে পারবেন। - সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ বিন আবদুল্লাহ।
সৌদি আরবের প্রধান ধর্মীয় নেতা হিসেবে বিবেচিত এই ওয়াহাবি মুফতি আরও বলেছেন, কেউ যদি তার স্ত্রীর শরীর বা দেহের অংশ খান তাহলে সেই দম্পতি একই ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন।
এই ফতোয়াকে স্বামীর প্রতি স্ত্রীর আত্মত্যাগ ও আনুগত্য এবং এক দেহে বিলীন হওয়ার ব্যাপারে স্ত্রীর আগ্রহের নিদর্শন বা প্রমাণ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে !!
১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২২
আল-শাহ্রিয়ার বলেছেন: ভাই এখানে সমর্থনের কোন ব্যাপার নেই, ওয়াহাবিদের ভ্রান্ত ফতয়াবাজির কিছু নজির উল্লেখ করা হয়েছে মাত্র।
২| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১০:১০
আব্রাহামিট্রি বলেছেন: দয়া করে ঐ মতবাদগুলোর কিতাব এর লিংক বা প্রমান স্বরুপ কোন রেফারেন্স অথবা পেইজ নাম্বার দিলে ভালো হত যদি এসব সত্যি না হয় তাহলে মুসলিম হিসেবে আরেক মুসলিমকে অপবাদ দেয়ার দায় আল্লাহ মাপ করবেন না ইন শা আল্লাহ
আর যদি সত্য হয় তাহলে আমরা এগুলো বেশি করে প্রচার করব ইন শা আল্লাহ
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
আল-শাহ্রিয়ার বলেছেন: আপনি রেডিও তেহরান পেজ দেখতে পারেন।
৩| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
শতদ্রু একটি নদী... বলেছেন: স্ত্রী যদি স্বামীকে খাইতে চায় সেই ব্যাপারে উনাদের কোন বক্তব্য নাই?
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
আল-শাহ্রিয়ার বলেছেন: থাকতে পারে তবে এখন পর্যন্ত অপ্রকাশিত
৪| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
শতদ্রু একটি নদী... বলেছেন:
এই ব্যাপারেও বক্তব্য দেয়ার জন্য উনাদের উদার্ত্ত আহবান জানাচ্ছি।
০৬ ই মে, ২০১৫ রাত ৮:২৭
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত
৫| ০৬ ই মে, ২০১৫ রাত ৮:০০
আহলান বলেছেন: শসা কেন কেনা যাবে না ?
৬| ০৬ ই মে, ২০১৫ রাত ৮:০১
জনাব মাহাবুব বলেছেন: ভাই আপনি অতিরিক্ত বইলা ফেলছেন। আপনার লেখার ষ্টাইল ঠিক পাশ্চাত্য মিডিয়ার মত। যারা সবসময় ইসলামী অনুসারীদের রীতিনীতি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে এবং বিভিন্ন কল্পকাহিনী প্রচার করে।
আপনার লেখাগুলো কল্পকাহিনী হিসেবে বিবেচিত হচ্ছে।
০৬ ই মে, ২০১৫ রাত ৮:২৯
আল-শাহ্রিয়ার বলেছেন: ইসলামের সাথে সৌদিআরব , বোকোহারাম, আইএস, আল-নুসরা এদের মিলাবেন না।
৭| ০৬ ই মে, ২০১৫ রাত ৮:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরও কিছু উন্মাদীয় ফতোয়া...
বর্তমান গ্র্যান্ড মুফতি: মক্কায় ঐতিহাসিক নিদর্শনসমূহ ক্বাবার প্রসারণের জন্য শুধু প্রয়োজন ছিল না, বরং তা ধ্বংস করা ধর্মীয় দায়িত্ব। (Click This Link)
কারো যদি কারো সাথে বিয়ে হয় এবং দেখাও না হয় এবং দূরত্বও অনেক থাকে যে দেখা হয়নি তবু যদি নারী গর্ভবতী হয় তবে বাচ্চার বাবা হবে নারীর যার সাথে বিয়ে হয়েছিল সেই পুরুষ!
বিয়ের পর যদি কেউ ৫ বছরও জেলে থাকে এবং স্ত্রীর সাথে দেখাও না হয় তার স্ত্রী এক বা একাধিক সন্তান জন্ম দেন, তবু সন্তানের পিতামাতা তারাই।
সিটবেল্ট পরা হা রা ম কারণ এটা পূর্বনির্ধারিত ভাগ্যকে আটকায়। হায়রে কপাল!
রান্নার আগে মাংস ধোয়া হারাম।
পুরুষ তার মৃত স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারে।
ইলেক্ট্রিক কারেন্ট নেই এমন অঞ্চলে যে থাকে তার জন্য রোজা ফরজ না। এগেইন মাইরালা। (সৌদি মুফতি আবিকান, আইন মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা।)
ইসা ইবনে সালিহ, ওয়াহাবি মুফতি, পর্নোগ্রাফি দেখা যৌনতায় অক্ষমের জন্য জায়েজ আছে যদি সেই পর্নো তৈরি হয় মুসলিমদের দ্বারা!
শেখ জসিম আল সাঈদী, সালাফি মুফতি: অ্যালকোহল ও যৌনতা বিক্রি করা জায়েজ ইয়েমেনের অভাব যতদিন আছে ততদিন।
জাফরান ড্রাগ হওয়াতে এটা হারাম। (কুয়েত ফতোয়া কমিটি... সৌদি রাজা তার আশপাশের টুকরা টাকরা দেশগুলোতে নিজের মতাবলম্বীদের শুধু দেশ গঠন করতে দিয়েছিল।)
সউদি শেখ আল রাইফাই: বাবার সাথে মেয়ের নির্জনে যাওয়া হারাম।
সউদি মুফতি শেখ সালেহ আলফজান: যারাই নামাজ পড়ে না তাদের সবাইকে অবশ্যই হত্যা করতে হবে।
স্বামীর অবর্তমানে এয়ার কন্ডিশনার চালানো স্ত্রীর জন্য হারাম।
বাইক/মোটর সাইকেল চালানো হারাম।
যারা লিংক পাগল তাদের জন্য রেফারেন্স দিয়ে দিন...
হাস্যকর ও অমানবিক কিছু সৌদি-সালাফি-আহলে হাদীস ফতওয়া এবং প্রাসঙ্গিক আলোচনা
===
ইসলামের লেবাস নিযে তারা যে ইহুদী এবং ইসলামী শত্রুদের পারপাস সার্ভ করছে সাধারন সচেতন বিশ্বাসী মাত্রই তা বোঝা যায়! বিশেষজ্ঞ হোয়া লাগে না।
কোন সুস্থ মানুষ এইসব ফতোয়া ভাবতেই পারেন- অথচ তারা ইসলামের ট্যগিং দিয়ে ঐ সকল গাজাখুড়ি, ইসলামের মৌলিক নীতির পরিপন্থি বিরোধী, ইসরামকে অবমাননাকর উপস্থাপনাকারী ফোতোয়াগুলো ক্রমাগত দিয়ে চলেছে!!
তারা ধ্ভংস হোক। ধ্বংহোক তাদের সহযোগী এবং যারা আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষনা করছে !!
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০২
গোধুলী রঙ বলেছেন: ভ্রাতা, আমি ওয়াহাবি মতবাদ এর সমর্থক নই। আপনার উল্লেখ করা ফতোয়াগুলোর মধ্যে সর্বশেষটা একটু নেটে ঘেটেঘুটে দেখলাম, ঐটার সমর্থনে কিছু আছে আবার ডিফেন্ড করেও কিছু আছে। তবে আপনি নিলেন সমর্থনের টা, সৌদি ফতোয়া বোর্ডএর ডিফেন্ড করা নিউজটা নিলেন না।
যা শুনা যায় বা কুড়িয়ে পাওয়া যায়, তা যাচাই বাছাই না করে, নিশ্চিত না হয়ে প্রচার করাও কি একরকম মিথ্যাচার নয়!!!