নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
আমার আব্বুর কাছে সব সময় একটি বাক্য শুনতাম
মানুষ মাত্রই ভুল থাকবেই একমাত্র শয়তানের কোন
ভুল নাই কেননা সে সব ভুল/অন্যায়/খারাপ কাজ করে
ইচ্ছা করেই।
আমাদের রাজনীতিবীদদেরও একই অবস্থা তারা কখনোই
স্বীকার করেনা তাদের কাজে কোন ভুল ছিল।
কারন তারা তো ইচ্ছা করেই ভুলগুলো করেছে।
একজন অপরাধী বা পাপী বাক্তি কখনোই তার দোষ
স্বীকার করতে চায় না। কেননা সে যদি তার কৃতকর্মকে
দোষ বলে যদি মেনে নিত তবে সে ভবিষ্যতে কখনোই
অপরাধের দিকে অগ্রসর হতে পারত না।
অতীতের ভুলগুলোকে স্বীকার করে নিয়েই বরং নতুন করে
ভুল না করার শপথ নেওয়া সম্ভব।
ভুল করলে ক্ষমা চাওয়ার মধ্যে যেমন লজ্জার কিছু নেই
তেমনি কাউকে ক্ষমা করে দেবার থেকে মহৎ আর
কিছুই হতে পারে না।
©somewhere in net ltd.