নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

কবিতায় প্রিয় জনকে জানান জন্মদিনের অভিনন্দন

০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৭

জন্মদিনের কবিতা ১
আঁধার ভেঙ্গে সূর্য হাঁসে
বিশ্বভুবন আলোয় ভাসে।
পাখ-পাখালি ধরল গান
নদীর বুকে ওই কলতান।
তরতরিয়ে চলল তরী
মহাসাগর দেবো পাড়ি।
তরু শাঁখায় লাগলো দোল
চল বন্ধু চল জলকে চল।
খুশিতে মন তা ধিন ধিন
আজ যে তোমার জন্মদিন!

জন্মদিনের কবিতা ২
আজকেরই এই দিনে
সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে
দু:খগুলো যাক দুরে।
জড়া জীর্ণ অতীতটাকে
রেখোনা আর মনে
নব উদ্দমে কাজ করো
নতুন এই দিনে।

জন্মদিনের কবিতা ৩
প্রত্যুষ আলো পড়েছে চোখে
চোখ মেলে তাকাও,
আগামী আজ ডেকেছে তোমায়
হাত বাড়িয়ে দাও !
জীবন হোক ছন্দময়
স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন !

জন্মদিনের কবিতা ৪
জন্মদিন, শুভ জন্মদিন !!
ফুলেরা ফুটেছে হাসি মুখে
বাড়ছে ভ্রমরের গুঞ্জন,
পাখিরাও গাইছে নতুন সুরে
জানাতে তোমায় অভিনন্দন !
নদীতে বইছে খুশির জোয়ার
বাতাসে সুবাসিত কলরব,
তোমাকে নিয়েই মাতামাতি আজ
তোমার জন্যই সব !
জীবনে হও অনেক বড়
পৃথিবীকে করো ঋণী,
গাইবে সবাই তোমার জয়গান
রাখবে মনে চিরদিনি।
জীবন হোক ছন্দময়
স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন !
জন্মদিন শুভ জন্মদিন !!

জন্মদিনের কবিতা ৫
ভোরে উঠেই ভোমড়া তাড়া-
কাজের চাপে দিশে হারা;
নেই ফুরানো দম-
দিনটা তবু অন্যরকম।

ক্লাশের ফাঁকে চুমুক কাপে-
ক্ষণ আড্ডায় সময় মাপে;
আনমনা কি মন?
আসছে বুঝি কোন মধুক্ষণ।

আকাশ নীলে উঁকি মারা-
মনটা যেন ছন্নছাড়া;
মনের কোনায় স্মৃতি-
ভাঙছে নিয়ম নীতি।

জন্মদিনের এই দিনে আজ
চঞ্চলা মন ষোড়ষী সাজ;
বাঁধন কাটার সুর-
দিচ্ছে উড়াল দূর।

নিজের মতো নিজের কাজে
কষ্ট অনেক, দুঃখ মাঝে;
লাগুক ছটা আলোয় -
মন্দ কাটুক ভালোয়।

দুর চিঠিতে সুবাস পাঠাই
ভালো থেকো এই আমি চাই।
তোমার জন্মদিনের-
বাজুক বাঁশী বীণের।


জন্মদিনের কবিতা ৬
আজকের আকাশে অনেক তারা,দিন ছিল সূর্যে ভরা।
আজকের জোসনাটা আরো সুন্দর,সন্ধ্যাটা আগুন লাগা।
আজকের পৃথিবী তোমার জন্য,ভরে থাকা ভাল লাগা।
মুখরিত হবে দিন গানে গানে,আগামীর সম্ভাবনা।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার...... !

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল,
তোমার জন্য হাসা স্নিগ্ধ বিকেল।
ভালবাসা নিয়ে নিজে তুমি,ভালবাস সব সৃষ্টিকে।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার...... !

তোমার জন্য ফুটে পৃথিবীর সব গোলাপ,
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ।
আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত কর পৃথিবীকে।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার...... !

জন্মদিনের কবিতা ৭
কুড়িটি বছর আগে এসেছিলে এই ভুবনে!
যেদিন তোমার সাথে হল পরিচয়,
সেদিন থেকেই আজকের দিন আমার জীবনে,
জানি না কেন ভীষণ আপন মনে হয়!

শুভ হোক তোমার দিন, ভালবাসা দিলাম উপহার
এই দূর থেকে মেঘের সাথে ভেসে,
তোমার হৃদয়ের গভীরে যাবে মিশে।
যদিও আমি নেই দৃষ্টির সীমানায় তোমার!

তোমাকে আচমকা অবাক করতে পারব না
পারবনা সন্ধ্যার মৃদু আলোতে,বুকে জড়িয়ে বলতে,
হে প্রিয়, শুভ হোক তোমার জন্মদিন।
আকাংখা পূর্ণতা পেল না।

জন্মদিনের কবিতা ৮
খোলে দাও ২৬ বছর ধরে বন্ধ থাকা সকল জানালা,
আলো আসতে দাও, বয়ে যাও তোমার সাধনার তরী।
ভয় নেই তোমার, আমি রয়েছি দাড়িয়ে সদর দরজায়
হয়ে তোমার অতন্দ্র প্রহরী।

রয়েছি আমি কঠোর পাহারায় তোমার দরজায় ,
বন্ধ করেছি কষ্ট আসার সব অজানা পথ।
প্রতিনিয়ত তুমি বাচবে বাচার মত করে ,
কেউ ছুতে পারবেনা তোমাকে, রয়েছি আমি দশরথ।

কষ্টের যত শির আজও বেচে আছে ধরনীতে ,
সব শিরের আজ নত হবে মাথা।
প্রমান করে দাও তুমি শুধুই বাস্তব তুমি,
নয় কোনো গল্প উপন্যাসের রচিত কথা।

অন্ধকারে আর নয়, আলো আজ চারদিকে,
শেষ হয়ে গেছে দুঃখের সব ঋণ।
দুবাইয়ের মরুভমির মাঝে দাড়িয়ে বলছি অস্পস্ট স্বরে ,
বয়ে যাও মাঝি শুভ হোক তোমার জন্মদিন।

জন্মদিনের কবিতা ৯
রবির কিরণে উঠল বেজে নূতন বীণাখানি
টঙ্কারে তার প্রতিধ্বনি
তোমার জীবন বানী!
জন্মদিনের শুভক্ষণে রইলো মোদের আশা
আসছে বছর আবার দেবো
উজাড় ভালোবাসা।

জন্মদিনের কবিতা ১০
আসুক ফিরে এমন দিন
হোক না তোমা সব রঙিন
জনম জনমের তরে,
তোমার এই শুভ জন্মদিনে
বারে বারে পড়ছে মনে
যতই থাকি না দুরে।।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৩

হাদী নয়ন বলেছেন: কষ্ট করে সব এক পাতায় আনার জন্য ধন্যবাদ।

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আপনাকেও অভিনন্দন

২| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সোহেল মামা বলেছেন: ধন্যবাদ এমন চমৎকার সব জন্মদিনের কবিতা শেয়ার করার জন্যে ।

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ।

৩| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ২:২১

mailboxt বলেছেন: খুব সুন্দর জন্মদিনের কবিতা ধন্যবাদ

৪| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৫

mailboxt বলেছেন: জন্মদিনের কবিতা গুলি দারুন।

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:০৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ।

৫| ১৯ শে মে, ২০২০ রাত ৯:২২

সোহেল মামা বলেছেন: খুব ভালো লাগলো , বাংলায় আরো অনেক কবিতা ও এসএমএসএসএমএস চাই ।

৬| ০১ লা জুন, ২০২০ দুপুর ২:৪৭

পরিঠা সেন বলেছেন: ঐ শুভ জন্মদিনের শুভেচ্ছা কবিতা তা খুব সুন্ধর :)

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪২

সোহেল মামা বলেছেন: দারুণ দারুণ সব জন্মদিনের কবিতা আর জন্মদিনের শুভেচ্ছা গুলো ।

৮| ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৮

ফারজানা সুমা বলেছেন: দারুন কবিতা, ধন্যবাদ মাকে নিয়ে উক্তি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.