নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

আবারো ব্লগার হত্যা আইনের শাসনের অবহেলাই ই দায়ী

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৩

আজ সরি মানে গত কাল আমাদের একজন বিজ্ঞান-লেখকের মৃত্যু হয়েছে।
এই প্রথম একজন ব্লগারকে পেলাম যিনি আমার থেকে কম লাইক পান।
যাই হোক সমবেদনা জানাতে গিয়ে দেখলাম তিনি গবেষণা করে বাংলায়
একটি সূরা রচনা করে ফেলেছিলেন। কিন্তু তার রচিত সূরা পড়বার পর
মনে হয়েছে তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার পুরুস্কার হিসাবে
জেলে সরকারি খরচায় খাবার-পানি আর বাসস্থানের জায়গা করে দেবার
প্রয়োজন ছিল।আমার জানামতে তিনি সরকারের কাছে নিরাপত্তার আবেদন
করে ছিলেন কিন্তু আমাদের আইন-প্রশাসন কোন উদ্যোগই নেয়নি ।
আসলে আইনের দুর্বলতার জন্যই বেআইনি কাজ হয়। আজ যদি আইসিটি অ্যাক্টের
সঠিক প্রয়োগ হত তবে আমরা অন্তত পক্ষে ৫ টি জীবন রক্ষা করতে পারতাম।
হত্যার নিন্দা জানালেই সব দায়িত্ব/কাজ শেষ হয়ে যায় না।
আপনারা সুশীলদের মতন শুধু কিছু হলেই নিন্দা আর শোক জ্ঞাপন করেই ভাবেন
আপনাদের কাজ শেষ হয়ে গিয়েছে। সর্বচ্চ হলে একটি মানববন্ধন। আসলে এসব
করে কি কোন লাভ হয় বা এরপূর্বেও হয়েছে?? ধর্মকারী ব্লগের সমর্থনে যিনি পোস্ট
লিখেন তার মানুষিকতা কত ছোট তা সহজেই বিবেচনা করা যায়। কখনোই মানুষের
ধর্মীয় অনুভূতিতে আঘাত পায় এমন কিছু না লেখাটাই আমার পরামর্শ। আর একটি
বিষয় সরকার কখনোই এসব হত্যার বিচার করবে না কেননা সরকারের ভেতরের
অনেকেই আছে যারা তালেবানদের থেকেও গোরা, সরকার এদের খেপিয়ে তুলতে
চায় না। সুতরাং নিজের নিরাপত্তার জন্য নিজেকেই প্রস্তুত থাকতে হবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১:৫২

প্লাবন২০০৩ বলেছেন: জানি না তো, ওনার পরিচয় টা একটু দেবেন?

২| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ২:০০

প্লাবন২০০৩ বলেছেন: জানতে পেরেছি।

৩| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ২:০২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: Niloy Neel নামে ওই ব্লগারের ফেসবুক প্রফাইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.