নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

***বিলম্বের অপরাধে যাত্রীদের হাতে প্রান হারালেন পরিবহণ চালক***

১১ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৬

কিছু দিন আগে প্রোফেসর আসিফ নজরুল বলেছিলেন আমাদের দেশের জনসংখ্যা
বাড়ছে কিন্তু মানুষের সংখ্যা কমছে।
বাস ছাড়তে বিলম্ব করায় রাজধানীতে শ্যামলী পরিবহনের এক বাস চালককে
পিটিয়ে হত্যা করেছে যাত্রীরা।
সোমবার রাত ১১টার দিকে সায়েদাবাদ জনপদ মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত
বাসচালকের নাম শিবু চন্দ্র দে (৪৫)। তিনি সিলেট জাফলং গ্রামের মৃত হরিপদ চন্দ্র
দের ছেলে। নিহত বাস চালকের সহযোগী (বাস হেলপার) শামীম হোসেন জানান,
রাত ১০টার তাদের বাস সায়েদাবাদ জনপদ মোড়ে আসার কথা। সেখান থেকে
সিলেটে যাবেন তারা। কিন্তু ফকিরাপুল থেকে ছেড়ে এসে সায়েদাবাদ জনপদ মোড়ে
পৌঁছতে ১১টা বাজে তাদের। এরপর জনপদ মোড় ৬ নম্বর কাউন্টারে আরো যাত্রী নেয়ার
জন্য বাস থামানো হলে বাসে থাকা অন্যান্য যাত্রীরা উত্তেজিত হয়ে চালককে ধাক্কা দিয়ে
ইঞ্জিন কভারের ওপর ফেলে মারধর করে। গুরুতর আহত অবস্থায় চালককে ঢাকা
মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আনা হলে চিকিৎসকরা
তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তার সহকারী। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের
ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বাস চালকের
মৃত্যু হয়েছে।

কত চমৎকার তাই নয়। দেরীকরবার শাস্তি মৃত্যুদণ্ড!! এখন বলুন ওই বাসের যাত্রীগুলোকে
আপনি কোন জীব হিসাবে তুলনা করবেন?? শিশু রাজনকে পিটিয়ে হত্যা, খুলনায় আর
এক শিশুকে পায়ু পথে বাতাস প্রবেশ করিয়ে হত্যা, মাতৃগর্ভে শিশুগুলিবিদ্ধ প্রতিটি ঘটনাই
কিন্তু আমাদের নৈতিক অধঃপতনের সাক্ষ্য বহন করছে।
হ্যাঁ বঙ্গবন্ধুর উক্তি ভুল, বিশ্বকবিই সঠিক "রেখেছ বাঙ্গালী করে মানুষ করনি"।

বিদ্রঃ আমার পোষ্টে যে ছবিটি ব্যাবহার করা হয়েছে সেটিই ছিল আজকের এই অধঃপতনের
প্রথম ধাপ। ওই ঘটনার বিচার না হওয়ায় একের পর এক এসব বর্বর ঘটনার সাক্ষী হতে হচ্ছে।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৮

শতদ্রু একটি নদী... বলেছেন: দুঃখজনক ঘটনা। এই মানুষটার উপর না জানি কতজন নির্ভরশীল ছিলো। তবে বাসের সময় মেনে না চলা এবং ইচ্ছামত যাত্রী নিতে গিয়ে দেরী করাটা চরম বিরক্তিকর। এর পেছনে টার্গেট. বেধে দেয়া এবং কিছু বাড়তি ইনকামের ব্যাপার জড়িত। এসব বন্ধের উপায় কি জানা নাই। নিকট ভবিষ্যতে সম্ভব না।

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কর্মক্ষম এই মানুষটিকে হত্যা করে অন্তও একটি পরিবারকে শেষ করে দেওয়া হল।

২| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৮

কেলকুলাস বলেছেন: সবার জীবন ছিল চালকের উপর ন্যস্ত।
তাকে মারতে সবাই তুলল হস্ত।
সবাই আমরা ব্যাস্ত
হায়েনার মত ক্ষিপ্ত।

১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কথায় কথায় আমরা সরকার আর বিরোধী দলের দুর্নামে বাস্ত কিন্তু আমরা কি পবিত্র!! নিজদের ওপর লজ্জা হয় আমি ও এই সমাজের একজন সদস্য।

৩| ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

সুমন কর বলেছেন: দুঃখজনক ঘটনা।

১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আরও অনেক দুঃখজনক ঘটনা ঘোটতেই থাকবে যদি না সঠিক বিচারের বাবস্থা করা হয়

৪| ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২২

হামিদ আহসান বলেছেন: অামরা কি দিন দিন অারও নিষ্ঠুর হয়ে উঠছি ?

৫| ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষ আর মানুষ নেই । অমানুষ বনে যাচ্ছে ।

৬| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৬

আনোয়ার ভাই বলেছেন: প্যান্ট সার্ট পরলেই, স্কুল কলেজ পার হলেই কিংবা ধন সম্পত্তি থাকলেই তাকে মানুষ বলা যায় না। ওরা অমানুষ !

১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত

৭| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৩

সতন্ত্র সাইলেন্সার বলেছেন: পিটিয়ে মারার বিচারহীনতা আরও পিটিয়ে মারাকে উৎসাহিত করে।
শবে বরাতের রাতে ৬ জন ছাত্রকে পিটিয়ে মারার বিচার হয়েছে কিনা জানিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.