নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধুর হত্যাকে নিয়ে শেখ সেলিম ও সফিউল্লাহর কাঁদা ছোড়া-ছুড়ি

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৯

বঙ্গবন্ধু হত্যায় শেখ সেলিম জড়িতঃ সাবেক সেনাপ্রধান সফিউল্লাহ
আজ থেকে ঠিক ৪০ বছর আগে কি ঘটেছিল বঙ্গবন্ধুর ধানমন্ডির বাসভবনে? বঙ্গবন্ধুর হত্যার দায় কি এড়াতে পারেন, তৎকালিন সেনাপ্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ? শেখ ফজুলল করিম সেলিমের এমনই সব প্রশ্নের উত্তর দিয়েছেন, সাবেক সেনাপ্রধান। পাল্টা অভিযোগ করেন- বঙ্গবন্ধু হত্যার চক্রান্তকারীদের সঙ্গে সখ্যতা ছিলো শেখ সেলিমেরও। দুজনের পাল্টাপাল্টি বক্তব্যে উঠে এসেছে এমনই সব কথা।
তৎকালিন সেনাপ্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ শেখ ফজুলল করিম সেলিমের পাল্টাপাল্টি বক্তব্যেটি ভিডিও সহ হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হল,

শেখ সেলিম : সফিউল্লাহ কে বঙ্গবন্ধু বলেছিলেন, আমার বাসা আর্মিরা অ্যাটাক করছে তুমি তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ কর। প্রথম সফিউল্লাহ বলছে যে ঠিক আছে, স্যার আমি দেখছি।

কে এম সফিউল্লাহ : না, আমাকে বঙ্গবন্দু ফোন করেন নাই। আমি যখন জানতে পারি এটা সকালে খুব বেশী হলে সোয়া পাঁচ টা থেকে সাড়ে পাঁচটা এ রকম কোন একটা সময় হবে। আমি জানার সাথে সাথে উনাকে ফোন করি।

শেখ সেলিম : ৩২ নাম্বারে আসার ও তো চেষ্টা করে নাই। চল দেখি গিয়ে ৩২ নাম্বারে কি হচ্ছে। ৫ টা ট্যাংক নিয়ে যাই দেখি বঙ্গবন্ধুর বাসায় কি ঘটতেছে।

কে এম সফিউল্লাহ : ট্যাংক গুলো মাসে দুই বার নাইট ট্রেনিং করতো। ১৫ তারিখ ওই রকম একটা নাইট ট্রেনিং এর ডেইট ছিল। ওই নাইট ট্রেনিং কে দেখাইয়াই তারা ট্যাংক বাহির করেছে। যাতে কারো মনে কোন ধরণের সন্দেহ না আসে।

শেখ ফজুলল করিম সেলিম : এটা সত্য না। ট্যাংক সব সময় বের হয় না। উনি সব মিথ্যা কথা বলতেছে।

কে এম সফিউল্লাহ : আমি যখন জানতে পেরেছি নো বডি এলাইন। তো আমি ওখানে গিয়ে আর কি করবো। কি করার জন্য যাবো। ডেড বডি দেখলে আমার কি লাভ টা হত।

শেখ ফজুলল করিম সেলিম : সফিউল্লাহ কেন নীরবতা পালন করলো, উনি তো বাসা থেকে বের হয় নাই। মারা টারা যাওয়ার পর, তারপর মিটিং এ গিয়ে বসছে।

কে এম সফিউল্লাহ : আমি যদি ওই দিন ই করে মারা যেতাম লাভ টা কি হইতো?

শেখ সেলিম : শুধু ফারুক রশিদ নয় এর পিছনে আরো শক্তি ছিল যারা ক্ষমতার লোভে বঙ্গবন্ধুকে হত্যা করে।

কে এম সফিউল্লাহ : সেলিম কি বলে এটা আই ডোন্ট কেয়ার। আমি তো মনে করবো যে খন্দকার মুস্তাকের সাথে শেখ সেলিমের ও আঁতাত ছিল। তা না হলে সে ১৫ তারিখে কেন অ্যামেরিকান এমব্যাসি তে গিয়েছিলো?

শেখ সেলিম : না, না, আমি মার্কিন এমব্যাসি তে যাবো কেন? উনি যে অপকর্ম করেছে এখন সেই কথা বলে। উনাকে তো এখন একটা বলতে হবে তাই বলছে। উনি দেখছে বলছে তার মানে উনি অ্যামেরিকান এমব্যাসি তে গিয়েছিলো এ জন্য দেখছে মনে হয়।

কে এম সফিউল্লাহ : ১৫ই আগস্টে আমার তো কোন ভুল ছিল না। যার যা হয়েছে আমার কিছু করণীয় ছিল না।

শেখ সেলিম : সে যদি সময় মতো পদক্ষেপ গ্রহণ করতো তাহলে বঙ্গবন্ধু কে বাঁচানো যেতো এইটা আমি মনে করি।

কে এম সফিউল্লাহ : ওই সময় যদি আওয়ামীলীগের সব লোকজন ধাওয়া করে সেনানিবাসে ঢুকতো, প্রতিরোধ করতো পারতো কেউ।

শেখ সেলিম : ১৫ই আগস্ট গোটা জাতি হতভম্ব হয়ে গিয়েছিলো।

কে এম সফিউল্লাহ : কথা বলা যায়, কাজের কাজ হতো না।

শেখ সেলিম : যে বঙ্গবন্ধু এই বাঙালী জাতির জন্য সারা জীবন কষ্ট করছে সে। সেই নেতা কিভাবে বিশ্বাস করবে বাঙালী জাতি তাকে মারবে।

সুত্রঃবিডিটুডে.নেট

আমার বাক্তিগত পর্যাবেক্ষনঃ
১. বঙ্গবন্ধুকে হত্যা করা হতে পারে এটা সেনাবাহিনীর অনেকেই জানতেন কিন্তু কেউ প্রতিরোধ করতে চেষ্টা করে নাই।
২.আমেরিকা ও ভারতের রহস্যময় ভূমিকা ছিল।
৩. ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস।
৪. আজকের ইনু, মেনন ও এই পরিকল্পনার বাহিরের কেউ ছিলেননা।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১১

নিজাম বলেছেন: কোন সন্দেহ নেই যে, জেনারেল শফিউল্লাহ্ ব্যর্থ।

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হ্যাঁ বঙ্গবন্ধুকে রক্ষার দায়িত্তে তিনি ব্যর্থ। কিন্তু তিনি যদি এই মিশনে জড়িত থেকে থাকেন তবে সফল। রেডিও সেন্টারে কিন্তু তাঁরও উপস্থিতি ছিল।

২| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২২

মঞ্জু রানী সরকার বলেছেন: কোন রকমেই, জেনারেল শফিউল্লাহ্ এর দায় এড়াতে পারেন না।

১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: উপ-প্রধান হিসাবে জিয়াউর রহমানকে দায়ী করা হয় তবে সেনাপ্রধান হিসাবে অবশ্যই সে দায়ী।

৩| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বি এন পি যে বলে, বঙ্গবন্ধু হত্যাকারীরা শেখ হাসিনার আশে পাশেই আছে সেটা কি বেশী ভুল বলে? শফিউল্লাহ নিশ্চুপ ছিল, এইচ টি ইমাম শপথ পড়িয়েছে, ইনু নৃত্য করেছে, শেখ সেলিম-মোশতাক সখ্যতা। আরো কত কী যে বের হবে।.....

১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: প্রত্যেকেই নিজ নিজ স্বার্থ কে বড় করে দেখে, না হলে ইনুর সাথে কখনোই আওয়ামীলিগ জোট বাঁধতে পারে না।

৪| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩

সজিব্90 বলেছেন: বি এন পি যে বলে, বঙ্গবন্ধু হত্যাকারীরা শেখ হাসিনার আশে পাশেই আছে সেটা কি বেশী ভুল বলে? শফিউল্লাহ নিশ্চুপ ছিল, এইচ টি ইমাম শপথ পড়িয়েছে, ইনু নৃত্য করেছে, শেখ সেলিম-মোশতাক সখ্যতা। আরো কত কী যে বের হবে।.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.